কেউ আমার গলার গিট্টু খুলে দিন
লিখেছেন লিখেছেন ছালসাবিল ১৭ এপ্রিল, ২০১৫, ০৪:০৩:২৫ বিকাল
ডিজিটাল পাগল দেখতে যদি
তোমারা সবাই চাও,
ফখরুল সাহেবের ব্লগ বাড়ী
পাগলা গাড়দ যাও।
.
ও পাগলা তুমি খাওকি
মাথায় ঘিলু আছে কি?
কি বলতে কি বলে ফালাও
বুঝতে কি না পাও।
.
ব্রেণটাকে একটু কাজকরাও
ভ্রান্ত পথে চলে না যাও!
ভ্রান্ত পথে গেলে
পথও নাহি মেলে।
____________>
তার লেখা পড়লে এই অবস্থা হতে বাদ্ধ
বিষয়: বিবিধ
১০৫০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক দিন পর ব্লগে এসে আপনার লেখা পড়লাম, ভালো লাগল ............।
মন্তব্য করতে লগইন করুন