মানুষের কল্যাণে রাজনীতি হলে মানুষকে এভাবে পুড়িয়ে হত্যা কেন?
লিখেছেন লিখেছেন মশা০০৭ ১৭ এপ্রিল, ২০১৫, ০৪:০৪:১৪ বিকাল
রাজনীতি যদি দেশের জনগণের কল্যাণে হয়, তবে দেশের মানুষকেই কিভাবে পুড়িয়ে হত্যা করতে পারে? এটা কোন ধরনের রাজনীতি? বিরোধীদলের এই ধ্বংসাত্মক রাজনীতি দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা দেশের মানুষের সঙ্গে প্রতারণা ও সর্বনাশ করতে জানেন। মানুষের লাশের স্তূপের ওপর দিয়ে তারা ক্ষমতায় যেতে চান। কিন্তু দেশের জনগণ কোনোদিনই তা হতে দেবে না। এ ধরনের অমানবিক কাজ যারা করতে পারে তাদের দেশের মানুষ মেনে নেবে বলে আমার মনে হয় না। সব ক্ষেত্রেই ব্যর্থ তারা (বিরোধীদল)। সরকার থেকেও ব্যর্থ হয়েছেন, এখনও ব্যর্থ হয়েছেন। সব ক্ষেত্রে ব্যর্থ হলেও সফল হয়েছেন হত্যা, দুর্নীতি, নিজের, পুত্র ও নেতাদের হাজার হাজার কোটি টাকার অর্থ-সম্পদ গড়ে তুলতে। সারাদেশে বোমা ও গ্রেনেড হামলা, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ সৃষ্টি করতে। ক্ষমতায় থেকে মানুষের গ্রাস কেড়ে নিয়ে বিএনপি নেত্রী ও তার দুই পুত্র আঙুল ফুলে কলাগাছে পরিণত হয়েছেন। হাওয়া ভবন খুলে দুর্নীতি আর খোয়াব ভবন খুলে ফুর্তি করার ক্ষেত্রেও বিএনপি নেত্রীর দল সফল হয়েছেন। তাদের যত ক্ষোভই যেন দেশের নিরীহ মানুষ ও শিক্ষার্থীদের ওপর। আড়াইটি মাস শিশুরা স্কুলে যেতে পারেনি। তাদের কারণে ও এবং এ লেবেলের শিক্ষার্থীরা পরীক্ষা পর্যন্ত দিতে পারেনি। এভাবে কোমলমতি শিশু-কিশোরদের শিক্ষা জীবন ধ্বংস করে উনারা কি পেলেন? জনসমর্থনহীন সন্ত্রাস-নাশকতা, জ্বালাও-পোড়াও ও পুড়িয়ে মানুষ হত্যা কী ধরনের রাজনীতি? মানুষের কল্যাণে রাজনীতি হলে মানুষকে এভাবে পুড়িয়ে হত্যা কেন?
বিষয়: বিবিধ
৮৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন