১৬০৭.৬৫ কোটি টাকা ব্যয়ে লাকসাম-চিনকি আস্তানা পর্যন্ত ৬১ কিলোমিটার ডাবল লাইন উদ্বোধন

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৭ এপ্রিল, ২০১৫, ০৩:৫৬:১৪ দুপুর



ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের লাকসাম থেকে চিকনি আস্তানা পর্যন্ত নবনির্মিত ডাবল লাইনের উদ্বোধন । ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে প্রায় ৩২১ কিলোমিটার রেলপথের মধ্যে ২০৪ কিলোমিটার রেলপথে সিঙ্গেল লাইন রয়েছে। সিঙ্গেল লাইন থাকায় এ লাইনে প্রতিদিন ৩৬ জোড়া ট্রেন চলাচল করতে পারত। উদ্বোধনের মাধ্য দিয়ে এ লাইনে ৭০ জোড়া ট্রেন চলাচল করতে পারবে। ডাবল লাইনে উন্নীত হওয়ায় এখন থেকে দুর্ঘটনা বা অন্য কোনো কারণে একটি লাইন বন্ধ থাকলেও ট্রেন চলাচল চালু রাখা সম্ভব হবে।এই প্রথম কোনো দেশীয় ঠিকারদারি প্রতিষ্ঠান রেলওয়ের এত বড় প্রকল্পের কাজ সম্পন্ন করেছে । দেশীয় ইঞ্জিনিয়ার, শ্রমিক, প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করে এত বড় প্রকল্প সম্পন্ন করায় ইতিমধ্যে জাপান থেকে আসা পরিদর্শক দল সন্তুষ্টি প্রকাশ করেছে। ১৬০৭.৬৫ কোটি টাকা ব্যয়ে লাকসাম-চিনকি আস্তানা পর্যন্ত ৬১ কিলোমিটার ডাবল লাইন নির্মাণের কাজ শেষ হয় চলতি বছরের ৩১ মার্চ। ওই পথে ৮টি মেজর সেতু, ৩৪টি কালভার্ট এবং ১১টি পাইপ কালভার্ট নির্মাণ করা হয়েছে। শর্শদী, গুণবতী, চিনকি আস্তানা ও হাসানপুরে ৪টি স্টেশনে নতুন স্টেশন ভবন নির্মাণ হয়েছে। ৮টি স্টেশনে ফুটওভার ব্রিজ, ৪টি স্টেশনে ক্যানোপি এবং ১৩টি নতুন প্লাটফরম নির্মাণ করা হয়েছে। ১২টি স্টেশনে টেলিকমিউনিকেশন ব্যবস্থার আধুনিকীকরণ করা হয়েছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও বাংলাদেশ সরকারের (জিওবি) অর্থায়নে প্রকল্পটি বাস্তায়ন করা হয়। নতুন এ লাইন দিয়ে ১০০ কিলোমিটার বেগে ট্রেন চালানো সম্ভব। জনগণকে আরও বেশি আধুনিক সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে বর্তমান সরকার

বিষয়: বিবিধ

৭৪৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315544
১৮ এপ্রিল ২০১৫ সকাল ০৯:০৫
রক্তলাল লিখেছেন : এখানে তথ্যবাবা জয় কত টাকা চুরি করলেন?

কিসের ভিত্তিতে কাকে এই কাজতি করতে দে্যা হয়েছিল?

315545
১৮ এপ্রিল ২০১৫ সকাল ০৯:০৭
রক্তলাল লিখেছেন : আর ছবিতো দুইটা। একটা করে লাইন দেখা যাচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File