সুইপার, দারোয়ান, মালি, ঝাড়ুদার, আয়া, পিয়ন এমনকি নৈশপ্রহরীকেও পোলিং অফিসার নিয়োগ
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৭ এপ্রিল, ২০১৫, ০৩:৩৮:০১ দুপুর
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের সুইপার, দারোয়ান, মালি, ঝাড়ুদার, আয়া, পিয়ন এমনকি নৈশপ্রহরীকেও পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
আর তাদের নিয়োগ দিয়েছেন উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম।
মিরপুরের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পোলিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন হজরত শাহ আলী মহিলা কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী (দারোয়ান) মো. শাহজাহান, মো. শুক্কুর আলী, মো. মোজ্জামেল হক, মো. সামসুল হক ও মো. সামসুল হক।
এ ছাড়া নিয়োগ পেয়েছেন বিদ্যালয়ের ঝাড়ুদার দেলোয়ারা খাতুন ও রুনা আক্তার, নৈশপ্রহরী মো. জামাল, মালি মো. একরামুল হক, সুইপার মো. কবীর হোসেন, আয়া পারুল আক্তার ও পিয়ন মনোয়ারা বেগম।
গত ১৩ এপ্রিল শাহ আলম চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগ-প্রক্রিয়া শুরু করেন।
পিয়ন, সুইপার, মালি ও ঝাড়ুদার নির্বাচনী কর্মকর্তা!
http://shar.es/1pnErB
১৬ আ.লী প্রার্থীকে রেহাই: গ্রেফতার হচ্ছেন বিএনপি সমর্থকরা
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন মামলায় বিরোধী জোট তথা বিএনপি-জামায়াতের প্রার্থীদেরকে গ্রেফতার করা হলেও নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন সরকারি দল সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা। তাদের কয়েকজনের বিরুদ্ধে মামলা থাকলেও তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না ।
জানা গেছে, সিটি নির্বাচন ২০১৫ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত ১৬ জন কাউন্সিলর প্রার্থীকে ২২টি হত্যা ও হত্যাচেষ্টার মামলা থেকে বিভিন্ন উপায়ে রেহাই দেওয়া হয়েছে।
http://shar.es/1pnKLW
বিষয়: বিবিধ
১২১৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশটাকে ধ্বংস করা কি আর বাকি আছে ?
মন্তব্য করতে লগইন করুন