শীতে এলার্জি থেকে বাঁচতে করণীয়
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২১ নভেম্বর, ২০১৪, ১১:৩৮:১৮ সকাল
ঋতুর পরিবর্তনে আবহাওয়ারও পরিবর্তন হয়। এতে স্বাস্থ্যের ওপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। শীতকালীন কিছু উসপর্গ যেমন- কোল্ড অ্যালার্জি বা শীত সংবেদনশীলতা এর মধ্যে অন্যতম।শীত এলে অনেক শিশু বা বয়স্ক ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে বা সারা শীতজুড়ে অসুস্থ থাকেন। এর বেশিরভাগ কারণ কোল্ড অ্যালার্জি।
ঠাণ্ডা বাতাস, সিগারেটের ধোঁয়া, সুগন্ধি, তীব্র দুর্গন্ধ, পুরনো পত্রিকা বা বইখাতার ধুলা যাতে মাইট থাকে, ফুলের রেণু, মোল্ড ইত্যাদির উপস্থিতি অনেকে সহ্য করতে পারেন না। এসবের উপস্থিতিতে শ্বাসকষ্ট, হাঁপানি বা অ্যাজমা, সর্দি ইত্যাদি দেখা দেয়। এ বিষয়কে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এলারজেন বলা হয়। এলারজেনজনিত উপসর্গকে অ্যালার্জি বলা হয়।
এলার্জি হওয়ার কারণ: আমাদের নাসারন্ধ ও শ্বাসনালিতে স্নায়ুকোষের কিছু রিসেপ্টর থাকে। এ রিসেপ্টর ভ্যাগাস নার্ভ (এক জোড়া নার্ভ যা শ্বাসনালি ও কণ্ঠনালির মাংসপেশির সংকোচন ও প্রসারণকে উদ্দীপ্ত করে) এর সঙ্গে সংযুক্ত।অ্যালার্জেন শ্বাসনালির রিসেপ্টর নার্ভকে উদ্দীপ্ত করে। ফলে শ্বাসনালির মাংসপেশির সংকোচন ঘটে এবং শ্বাসনালি সরু হয়ে যায় তখন রোগীর শ্বাসকষ্ট বা হাঁপানি দেখা দেয়।
শীতে এলার্জির প্রকোপের কারণ: আবহাওয়ার অবস্থা, তামপাত্রা এবং বায়ুচাপের পরিবর্তন, উচ্চ আর্দ্রতা, মোল্ড ও মাইটের বংশ বিস্তারের জন্য উপযোগী বা শীতকালীন রোগের কারণের মধ্যে অন্যতম
উপসর্গ: নাক দিয়ে পানি পড়ে, নাক চুলকায়, কাশি, শ্বাসকষ্ট, শ্বাসের সঙ্গে বাঁশির মতো আওয়াজ বের হওয়া, বুক চেপে আসা ইত্যাদি।
এই সমস্যা থেকে মুক্তি পেতে করণীয়: অ্যালার্জির টেস্ট করে কারণ নির্ণয় করে তা পরিহার করে চলা উচিত। ঠাণ্ডা বাতাস থেকেব পরিত্রাণ পাওয়ার জন্য এক ধরনের মুখোশ (ফিল্টার মাস্ক) বা মুখবন্ধনী ব্যবহার করা যেতে পারে। মুখের অর্ধাংশসহ মাথা, কান ঢেকে রাখতে হবে।
এছাড়া প্রয়োজনীয় ওষুধ এবং সালবিউটামল ইনহেলার নেয়া যেতে পারে। দীর্ঘমেয়াদি ভালো থাকার জন্য স্টেরয়েড ইনহেলার নেয়া যেতে পারে।ভ্যাকসিন পদ্ধতি- এ পদ্ধতি ব্যবহারে কর্টিকোস্টেরয়েডের ব্যবহার অনেক কমে যায়। উন্নত দেশগুলোতে এ পদ্ধতিতে চিকিৎসা দেয়া হয়ে থাকে। এটা অ্যালার্জি রোগীদের দীর্ঘমেয়াদি সুস্থ থাকার চিকিৎসা পদ্ধতি।আগে ধারণা ছিল অ্যালার্জি একবার হলে আর সারে না। বর্তমানে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে। উন্নত দেশের সব প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা বর্তমানে বাংলাদেশেই রয়েছে।
-সতর্কতা: আমি কিন্তু ডাক্তার নই, তাই আপনার ফেমিলি ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না।
বিষয়: বিবিধ
১৩৪৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রয়োজনীয় দ্বীনি বিদ্যার্জন ফরজ! আর জাগতিক বিষয়ে ক্ষেত্র বিশেষে ফরজে কেফায়া-সুন্নত-মুস্তাহাব!
আপনার দু'নো বিষয়ের পারদর্শিতা বিমুগ্ধ করল!
যদিও এখানে ঠান্ডা-শীতের আমেজ পুরোপুরি শুরু হয়নি,আগ থেকেই সতর্কতা অবলম্বন করে চলবো ইনশা আল্লাহ!
উপকারী বিষয়ে কী-বোর্ড চালানোয় অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানাচ্ছি!
অননেননক ভালো লাগলো আপনার কমেন্টস।
একান্তই স্বার্থময় দোয়া! আপনি-আমি-সবাই কে আল্লাহ সুস্হ্য রাখুন!আমিন!!!*- *-
আমার সন্দেহ হয়েছিলো যে আপনি পড়বেন না। তবে আজ স্বার্থক যে আপনি পুরোটাই পড়েছেন অলসের খাতাথেকে নাম কাটিয়েছেন।
সো..... ডোন্ট ওয়ারি... পড়া চলিতেছে, প্রায় অর্ধেক শেষ করে ফেলছি @সালসাবিল আপু
(দুষ্টামি কোরলাম)
প্রেসক্রিপশন:
Rx.
Reffed to eye specialist
আমার খুবি পছন্দ ঠান্ডা বাতাস, কিন্তু অ্যাজমা রোগী হওয়ায় তাতে বেশী থাকতে পারি না।
আমি কিন্তু ডাক্তার না
মন্তব্য করতে লগইন করুন