গুরুত্বপূর্ন হাদিস থেকে আমাদের শিক্ষা
লিখেছেন লিখেছেন মিজবাহ ২১ নভেম্বর, ২০১৪, ১১:৪৫:৪৮ সকাল
কয়েকদিন আগে ডেনমার্কের এক দ্বীনি ভাই থেকে খুবই গুরুত্বপূর্ন একটি হাদিস শুনলাম যার সারমর্ম হলো," কালকেয়ামতের ময়দানে অনেকে পাহাড় পরিমান পূন্য নিয়ে গিয়েও কিছুই পাবেনা কারণ ঐ পূন্য থেকে তারা ঐসব মানুষদের দিতে বাধ্য হবে যার বিরুদ্ধে সে গীবত করেছে। "!
আমাদের শিক্ষা: আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া থেকে শুরু করে দুনিয়ার সব সুন্দর সুন্দর পূন্যের কাজ করছি পাশাপাশি গীবতও করছি যা কালকেয়ামতের কঠিন মুচিবতের সময় ঐ পূন্যের কাজ কোন কাজে দিবেনা। কী ভয়ংকর কথা। আল্লাহ আমাদের তওফিক দান করুন যাতে আমরা মৃত্যুর আগ পর্যন্ত গীবত থেকে বিরত থাকতে পারি। আমিন।
বিষয়: বিবিধ
১৩৮১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গীবতের ভয়াবহতা ছড়িয়ে গেছে সমাজের প্রতিটা ক্ষেত্রে!
গীবত থেকে মুক্ত থাকতে পারলেই অনেক অনিষ্ট হতে বেচে থাকা যায়!
আল্লাহ আমাদের সবাই কে তৌফিক দিন!
আমিন
মন্তব্য করতে লগইন করুন