মা এবং সন্তানের ভালবাসার বাজার দর!

লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ২১ নভেম্বর, ২০১৪, ১২:৪২:৪৯ দুপুর

একদিন

একটি ছেলে তার মা'র কাছে গিয়ে একটা বিল জমা দিল...

মা ছেলের দেয়া চিরকুটটা পড়লেন... ছেলে লিখেছেঃ

১. গাছে পানি দেয়াঃ ১০ টাকা

২. দোকান থেকে এটা-ওটা কিনে দেয়াঃ ১৫টাকা

৩. ছোটভাইকে কোলে রাখাঃ ৪০টাকা

৪. ডাস্টবিনে ময়লা ফেলাঃ ২০টাকা

৫. পরীক্ষায় ভালো রেজাল্টকরাঃ ৫০টাকা

৬. মশারী টানানোঃ ৫ টাকা

... মোটঃ ১৪০ টাকা!!

মা বিলটা পড়ে মুচকি হাসলেন...

তারপর তার আট বছরের ছেলের মুখের দিকে খানিকক্ষণbতাকিয়ে রইলেন...

তার চোখে পানি চলে আসছে...তিনি এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন..

১. তোমাকে ১০মাসপেটে ধারনঃ বিনা পয়সায়

২. তোমাকে দুগ্ধপানকরানোঃ বিনা পয়সায়

৩. তোমার জন্য রাতের পর রাতজেগে থাকাঃ বিনা পয়সায়

৪. তোমার অসুখ-বিসুখে তোমার জন্য দোয়াকরা, সেবা করা,

ডাক্তার এর কাছে নিয়ে যাওয়া,তোমার জন্য চোখের পানি ফেলাঃ বিনা পয়সায়

৫. তোমাকে গোসল করানোঃ বিনা পয়সায়

৬.তোমাকে গল্প,গান,ছড়া শোনানোঃ বিনা পয়সায়

৭. তোমার জন্য খেলনা, কাপড় চোপড় কেনাঃবিনা পয়সায়

৮. তোমার কাথা ধোওয়া, শুকানো,বদলে দেওয়াঃ বিনা পয়সায়

৯.তোমাকে লেখাপড়া শেখানোঃ বিনা পয়সায়

১০. এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসাঃ সম্পূর্ন বিনা পয়সায়

অতঃপর সন্তান তার মার হাত থেকে বিল টা নিয়ে নিচে ছোট্ট করে লিখে দিল...

''এ বিল জীবন দিয়েও পরিশোধ করা সম্ভব নয়।''

বিষয়: বিবিধ

১২২২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286469
২১ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪৯
কাহাফ লিখেছেন :
"স্বার্থবিহীন এতো ভালবাসা-
দেবে কর মায়ের মতন???
স্বার্থের আঘাতেই সব কিছু ভাংগে তবু-
মা-ই তো আপন!!!"
Thumbs Up Thumbs Up I Don't Want To See I Don't Want To See
286482
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২২
লজিকাল ভাইছা লিখেছেন : আর ও একটা গুরুত্ব পূর্ণ পয়েন্ট বাদ পড়ল, যথাঃ পায়খানা- প্রস্রাব করার পর ঐ নোংরা কাজটি মা করে দিতেন বিনে পয়সায়। শীতের রাতে বিচানায় প্রস্রাব করে দিলে, শুকন কাঁথাটা আমাকে দিয়ে মা থাকতে শুইতেন খালি বিছানায়, খালি গায়ে। "স্বার্থবিহীন অকৃত্রিম ভালবাসা শুধু মা ই দিতে পারেন।
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৩
229960
লজিকাল ভাইছা লিখেছেন : ধন্যবাদ ভাই।
286483
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৩
হতভাগা লিখেছেন : মায়েরা শুধু ছেলেদেরকেই জন্ম দেন । মেয়েরা আসে সরাসরি আসমান থেকে ।
286495
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : যদিও অনেক আগে একবার পড়েছিলাম তারপরও ভালো লাগলো।
286510
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৬
শয়নে তুমি স্বপনে তুমি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
286600
২১ নভেম্বর ২০১৪ রাত ০৯:২৩
ক্ষনিকের যাত্রী লিখেছেন : খুব ভালো লাগলো। Rose Rose Rose অনেক অনেক ধন্যবাদ। Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File