ছাত্রলীগ নিষিদ্ধ নয় কেন?

লিখেছেন লিখেছেন খান জুলহাস ২১ নভেম্বর, ২০১৪, ১২:৫৭:০৭ দুপুর

বাংলাদেশ ছাত্রলীগ। শিক্ষাঙ্গনে সন্ত্রাস জাতীয় ভাইরাস। ছাত্র সেজে সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনে ধর্ষন, খুন, টেন্ডারবাজি, ছিনতাই র‌্যাকিংসহ নানা অপকর্মে চলে এদের নিত্যদিনের সাংগঠনিক কাজকর্ম।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্রীদেরকে তাদের বিছানায় জোরপূর্বক নেয়াসহ বহু অপকর্ম করছে তারা। ছাত্রলীগের দারুন কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে কলমের বদলে অস্ত্রের ঝনঝনানিতে দিশেহারা সাধারন শিক্ষার্থীরা। শিক্ষকদের অস্ত্রের ট্রেনিং, ধর্ষণে সেঞ্চুরি উৎযাপনও রয়েছে ছাত্রলীগের সাংগঠনিক কাজের মধ্যে।

সারা বাংলাদেশের সিংহবাগ শিক্ষাঙ্গনে শিক্ষাকার্য ব্যাহত হচ্ছে এদের সন্ত্রাসী কর্মকান্ডের কারণে। এতো অপকর্মের পরও কেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হচ্ছে না এ প্রশ্ন এখন সব মহলের মুখে।

ছাত্রলীগকে ফৌজদরি আইনেই নিষিদ্ধ করা সম্ভব। তাহলে কেন নিষিদ্ধ করা হচ্ছে না কেন?

আমি একজন সচেতন ছাত্রহিসেবে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি।

বিষয়: রাজনীতি

১০০৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286472
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০১:০৩
কাহাফ লিখেছেন :
আমার কাছে প্রশ্নটা যথার্থ মনে হল না! ছাত্রলীগ আকাশ থেকে হটাৎ নাজিল হয়নি! ওরা তো আওয়ামীলীগের একটা অংগ! বিষাক্ত ভাইরাসে পরিপুর্ণ শরীরের একটি অংগ কেটে ফেললেই লাভ কিছু হবে না! বরং শরীর টা দাফন বা পুড়িয়ে ফেলতে হবে! Time Out Time Out Time Out
286476
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০১:২১
খান জুলহাস লিখেছেন : আসলে আমি আমার স্থান থেকে বলেছি। অর্থাৎ শিক্ষাঙ্গন থেকে।
286481
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২১
হতভাগা লিখেছেন : শুধু ছাত্রলীগ নয় , পুরো ছাত্র রাজনীতিই নিষিদ্ধ করতে হবে । এটা এখন দেশের জন্য একটা বিষফোঁড়া ছাড়া আর কিছুই না।
286494
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ভালো লাগলো লেখাটি.. বাংলাদেশের ফালতু রাজনীতি নিয়ে কিসু কৈবার চাই না। It Wasn't Me!
286547
২১ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৮
লজিকাল ভাইছা লিখেছেন : ছাত্রলীগ নিষিদ্ধ নয় কেন? উত্তরঃ তারা চেতনায় ভর পুর, মুক্তিযুদ্ধাদের নাতি পুতি, তারা নিষিদ্ধ হয়ে গেলে জাতি চরম চেতনা সংকটে পড়বে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File