(ফান পোষ্ট) বেয়ায়দের জন্য অফার জেতার কিছু শর্ত (বেয়াইনরাও সাথে থাকতে পারেন)

লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ২১ নভেম্বর, ২০১৪, ১১:৩১:১১ সকাল

প্রিয় বেয়ায়গণ

আপনার আদর্শ পুত্রবধু পাওয়ার জন্য কিছু শর্ত পালন করতে হবে। আপনি অবশ্যই চান আপনার পুত্রবধু আদর্শ হোক, সাংসারিক হোক, পর্দানশীল হোক, ভদ্র-নম্র হোক, মোট কথা আপনার পুত্রবধু আপনার মনের মত পাওয়ার জন্য কিছু শর্ত আপনাকেই পালন করতে হবে। পরে যাতে বলতে না পারেন আমার পুত্রবধু খারাপ, বা নেগেটিভ অন্য কিছু তাই, আপনার ছেলেকে আগে ভালো করতে হবে তারপর ভালো পুত্রবধু আশা করতে হবে। এমনটা যাতে না হয়, আমার ছেলে তো মদখোর, জুয়াড়ু, কিন্তু পুত্রবধুটা যেন নামাজি, পর্দানশীল হয়। তাই আপনার কিছু শর্ত পালন করতে হবে-

১। আপনার ছেলের বয়স যথন সাত বছর তখন তাকে তার আম্মুর কাছ থেকে দোয়া দরুদ ও সূরা শিখতে ও শিখাতে উৎসাহ প্রদান করতে হবে।

২। আপনার সাথে মসজিদে নামাজে নিয়ে যান, ওজু করতে শিখান, যতদুর পারায় আপনার সাথে আমলগুলোর সাথে পরিচিত করাতে হবে।

৩। আপনার ছেলের প্রাইমারী স্কুল হচ্ছে ওর আম্মু মানে আমাদের বিয়াইন। তারপর যে কোন স্কুলে ভর্তি করেন না কেন, তাকে পাশাপাশি আরবি শিক্ষা দিন।

৪। টাখনুর উপর কাপড় সেলায় করে দিন, যাতে এভাবেই অভ্যস্ত হতে থাকে।

৫। কোন ভুল করলে, রাগ না গিয়ে আদর করে ভুল বুঝিয়ে দিন।

৬। যে কোন লেখাপড়ার পাশাপাশি আরবি জ্ঞান তথা কোরআন হাদীস নিয়ে তার সাথে আলোচনা করুন, বাসায় কম্পিউটার থাকলে শিক্ষা দিন, পৃথিবী সর্ম্পকে ধারনা দিন।

৭। ছেলের সামনে স্বামী-স্ত্রী মানে (বেয়ায়-বেয়াইন) ঝগড়া করবেন না।

৮। এভাবে তিলে তিলে আপনার সন্তানকে যোগ্য ও পারদর্শী করে গড়ে তুলুন তারপর আমাদের মেয়েদের পুত্রবধু করার জন্য প্রাতিযোগীতা করুন। আশা করি বুঝতে পারছেন।

সবাই ভালো থাকুন ধন্যবাদ।

বিষয়: বিবিধ

১১৭৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286450
২১ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪৩
কাহাফ লিখেছেন :
বেয়াই আর বেয়াইনদের সতর্ক দৃষ্টি কামনা করছি শর্তাবলী পর্যালোচনায়!
ঠিক আছে তো না-কী??? Thumbs Up Thumbs Up
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৫
229972
ইসলামী দুনিয়া লিখেছেন : হ্যা পর্যালোচনা করতে বলুন।
286458
২১ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০০
হতভাগা লিখেছেন : এসব নিয়মে চললেই কি ''আদর্শপূত্রবধু'' পাওয়া সম্ভব ?

দেনমোহর কি ছেলের সামর্থ্য অনুযায়ী ধরে যতই পরহেজগার হোক না কেন ?

বিয়ের পর স্বামীর কথার উপর নিজের কথা চালাবেনা সংসারে ?

ঈদে নিজের জন্য ব্যাপক হারে খরচ করবে না বা কোন অনুষ্ঠানে যেতে সাজুগুজু করে সময়নষ্ট করবে না ?
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৭
229973
ইসলামী দুনিয়া লিখেছেন : নিজের ছেলে ভালো না হলে কি ভালো পুত্রবধু পাওয়া সম্ভব?
সে জন্য নিজেকেই তৈরি করতে হবে আগে। ছেলে নিজের সামর্থ অনুযায়ী দেনমোহন দিবে, জোর করে ছেলের উপর বেশি চাপিয়ে দেয়া যাবে না, যেটা সে দিতে পারবে না। মন্তব্যের জন্য ধন্যবাদ।
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৫
230013
হতভাগা লিখেছেন : মেয়ে ভাল না হলে কি ভাল মেয়ে জামাই পাওয়া সম্ভব যে মেয়ে কি না শরিয়ত মোতাবেক যেমন পাবার দাবী রাখে তেমনি শরিয়ত মোতাবেক দেবারও যোগ্যতা রাখে ?

বিয়ের পর যে স্বামীর অনুগত হয়েই তাকে চলতে হবে সেভাবে মেয়েকে গড়ে তুলতে হবে ।

বিয়ের জন্য আমাদের সমাজে ছেলেকে অনেক কিছু এচিভ করতে হয় । আর একটা মেয়ের হাত পা বেড়ে উঠলেই বাবা মা বিয়ের জন্য নামিয়ে দেয় । ক্লাস ফাইভ বা মাস্টার্স ডিগ্রী এখানে কোন মুখ্য বিষয় না ।

মেয়েকে একটা সংসারের হাল কিভাবে ধরতে হয় তা শিখায় না । যার ফলে শশুর বাড়ি তথা ছেলেকে মহা ঝামেলায় পড়তে হয় । কারণ বাইরেরটা যেহেতু ছেলে সামলায় ভিতরেরটা মেয়ে সামলাতে না চাওয়াতে সংসারে অশান্তি নেমে আসে ।

তাই ছেলের গার্জিয়ানদের পরামর্শ না দিয়ে পরামর্শ দিন মেয়ের অভিভাবকদের । একজন ছেলে সে যত ধার্মিক হোক বা ইয়ো ইয়ো হানি কিডস্‌ টাইপেরই হোক না কেন - তাকে তার স্ত্রীর ভরন পোষন করতে হবে । এটা মেয়ের অভিভাবকেরা জানে , জানে মেয়েটিও ।

কিন্তু মেয়েটি কি তার স্বামীর অনুগত হয়ে চলার মানসিকতা অর্জন করেছে বা তার অভিভাবকেরা কি তাকে সে শিক্ষা দিয়ে বিয়ের জন্য তৈরি করেছেন ?
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫১
230027
ইসলামী দুনিয়া লিখেছেন : অবশ্যই মেয়েকেই সেই শিক্ষাও দিতে হবে। ধন্যবাদ।
286461
২১ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০৮
দ্য স্লেভ লিখেছেন : এইডা তো কড়া উপদেশমূলক পোস্ট ,,,ফান পোস্ট ক্যামনে হইলো দাদী ???? Happy
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৮
229974
ইসলামী দুনিয়া লিখেছেন : আপনি তো বুঝেও না বুঝার ভান করেন। বুইঝা লন।
286503
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : নিঃসন্দেহে ভালো পরামর্শ । অস্সাধারণ আইডিয়া,, কাজে লাগবে। Rose Rose Good Luck Good Luck
289466
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪৪
অবাক মুসাফীর লিখেছেন : fun post!! That means apni biyai biyaain ekhon e khoja shuru korsen?? ... But topic gula important. Ekhonkar family gulate religion educationer kono dhar dhara hoy naa ... Shobai e best kauke chay, nijer she joggota ache kina ta vebe dakhe na. Zazhakallah.
২৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
233328
ইসলামী দুনিয়া লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File