চিকিৎসায় ব্যবহৃত মধু।
লিখেছেন লিখেছেন ছালসাবিল ১১ নভেম্বর, ২০১৪, ০২:২২:৪৫ দুপুর
চিকিৎসায় ব্যবহৃত মধু।
জেনে নিন,
এক গ্লাস 'মধুর পানি' পানের সাতটি উপকারিতা।
মধুর যে কোন ২-১টা উপকারিতার কথা আমরা অনেকেই জানি। আজ জানবো পানির সহিত মিশিয়ে মধু পান। যাকে আমরা বলতে পারি মধুর সরবত। এক গ্লাস পানিতে সামান্য মধু মিশিয়ে খেলে তা আমাদের বহু উপকার করবে। ঠাণ্ডা লাগলে যেমন এটি উপকারে আসে তেমন তা আপনার ত্বকের বা হজমেরও উপকার করতে পারে।
এ রকম সাতটি উপকারিতার কথা জানবো আজ।
যথাক্রমেঃ
১. ওজন কমাতে সহায়ক:
মধুমিশ্রিত এক গ্লাস পানি আপনার দেহের ওজন কমাতে সহায়ক হতে পারে। মধু মিষ্টি হলেও এর মিষ্টতা প্রাকৃতিক। তাই এর মাধ্যমে যে উপকারিতা পাওয়া যাবে, তার কোনো তুলনা হয় না।
২. হজম ভালো করতে:
মধুর পানি হজম ভালো করতে সহায়তা করবে। দেহের পরিপাকতন্ত্রের উন্নতিতে কিংবা অ্যাসিডিটি কমাতে এটি ভূমিকা রাখতে পারে।
৩. এনার্জি বাড়াতে:
এক গ্লাস মধুমিশ্রিত পানি সকালেই আপনার এনার্জি বাড়িয়ে দেবে। এতে আপনার মানসিকতাও ভালো হবে।
৪. ব্যথা-বেদনা দূর করতে:
ঠাণ্ডার সমস্যা, মাথাব্যথাসহ নানা ছোটখাট ব্যথা-বেদনা দূর করতে পারে একগ্লাস মধুমিশ্রিত পানি।
৫. শরীরেরব্যথা/ বিষ দূর করতে:
পানি ও মধু একত্রে পান করলে তা শরীরের বিষ দূর করতে সহায়তা করে। এতে সামান্য লেবু যোগ করলে তা বাড়তি উপকার এনে দেবে।
৬. রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে:
মধু রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। মধুতে এনজাইম, ভিটামিন ও মিনারেল রয়েছে। আর সকালে এক গ্লাস পানির সঙ্গে তা পান করলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা আগের তুলনায় অনেকখানি বাড়বে।
৭. অ্যালার্জি কমাতে:
মধু সেবনে আপনার অ্যালার্জির প্রকোপ কমতে পারে। বিশেষ করে পরিবেশগত অ্যালার্জির ক্ষেত্রে এটি ভালো কাজ করে। এজন্য সকালে এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে সেবন করাই হতে পারে উপযুক্ত সমাধান।
আসুন মধু ব্যবহারের মাধ্যমে আমরা পার্শ্বপ্রতিক্রিয়া বিহিন চিকিৎসায় নিজেদেরকে সম্পৃক্ত করে নির্জন্ঝাট জীবন অতিবাহিত করার চেষ্টায় সচেষ্ট হই ইনশাআল্লাহ।
বিষয়: বিবিধ
১৫৬৯ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর পোষ্টের জন্য অশেষ ধন্যবাদ
নানাবিধ উপকারে ভরপুর'মধু'র বিবিধ ব্যবহারের কয়েক টা পদ্ধতি অত্যন্ত মধুময় ভাবে পরিবেশন করায় আপনাকে মধু মিশ্রিত অনেক ধন্যবাদ!!!
আপনাকেও
।
মন্তব্য করতে লগইন করুন