চিকিৎসায় ব্যবহৃত মধু।

লিখেছেন লিখেছেন ছালসাবিল ১১ নভেম্বর, ২০১৪, ০২:২২:৪৫ দুপুর



চিকিৎসায় ব্যবহৃত মধু।

জেনে নিন,

এক গ্লাস 'মধুর পানি' পানের সাতটি উপকারিতা।


মধুর যে কোন ২-১টা উপকারিতার কথা আমরা অনেকেই জানি। আজ জানবো পানির সহিত মিশিয়ে মধু পান। যাকে আমরা বলতে পারি মধুর সরবত। এক গ্লাস পানিতে সামান্য মধু মিশিয়ে খেলে তা আমাদের বহু উপকার করবে। ঠাণ্ডা লাগলে যেমন এটি উপকারে আসে তেমন তা আপনার ত্বকের বা হজমেরও উপকার করতে পারে।

এ রকম সাতটি উপকারিতার কথা জানবো আজ।

যথাক্রমেঃ

১. ওজন কমাতে সহায়ক:

মধুমিশ্রিত এক গ্লাস পানি আপনার দেহের ওজন কমাতে সহায়ক হতে পারে। মধু মিষ্টি হলেও এর মিষ্টতা প্রাকৃতিক। তাই এর মাধ্যমে যে উপকারিতা পাওয়া যাবে, তার কোনো তুলনা হয় না।

২. হজম ভালো করতে:

মধুর পানি হজম ভালো করতে সহায়তা করবে। দেহের পরিপাকতন্ত্রের উন্নতিতে কিংবা অ্যাসিডিটি কমাতে এটি ভূমিকা রাখতে পারে।

৩. এনার্জি বাড়াতে:

এক গ্লাস মধুমিশ্রিত পানি সকালেই আপনার এনার্জি বাড়িয়ে দেবে। এতে আপনার মানসিকতাও ভালো হবে।

৪. ব্যথা-বেদনা দূর করতে:

ঠাণ্ডার সমস্যা, মাথাব্যথাসহ নানা ছোটখাট ব্যথা-বেদনা দূর করতে পারে একগ্লাস মধুমিশ্রিত পানি।

৫. শরীরেরব্যথা/ বিষ দূর করতে:

পানি ও মধু একত্রে পান করলে তা শরীরের বিষ দূর করতে সহায়তা করে। এতে সামান্য লেবু যোগ করলে তা বাড়তি উপকার এনে দেবে।

৬. রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে:

মধু রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। মধুতে এনজাইম, ভিটামিন ও মিনারেল রয়েছে। আর সকালে এক গ্লাস পানির সঙ্গে তা পান করলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা আগের তুলনায় অনেকখানি বাড়বে।

৭. অ্যালার্জি কমাতে:

মধু সেবনে আপনার অ্যালার্জির প্রকোপ কমতে পারে। বিশেষ করে পরিবেশগত অ্যালার্জির ক্ষেত্রে এটি ভালো কাজ করে। এজন্য সকালে এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে সেবন করাই হতে পারে উপযুক্ত সমাধান।

আসুন মধু ব্যবহারের মাধ্যমে আমরা পার্শ্বপ্রতিক্রিয়া বিহিন চিকিৎসায় নিজেদেরকে সম্পৃক্ত করে নির্জন্ঝাট জীবন অতিবাহিত করার চেষ্টায় সচেষ্ট হই ইনশাআল্লাহ।

বিষয়: বিবিধ

১৫৬৯ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283221
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৫
ওমর শরীফ লিখেছেন : অনেক ধন্যবাদ Thumbs Up
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৪২
226499
ছালসাবিল লিখেছেন : ধন্যবাদ জানবেন ওমরভাই। Happy
283223
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৬
ফেরারী মন লিখেছেন : আলহামদুলিল্লাহ প্রতিদিন সকাল ও রাতে মধু পান করি। সকালে লেবুর শরবত করে পানি করি রাতে মাঝে মাঝে দুধ দিয়ে পান করি। আল্লাহর অশেষ এক নিয়ামত। মাশাআল্লাহ শরীর অনেক সুস্থ থাকে।

সুন্দর পোষ্টের জন্য অশেষ ধন্যবাদ Rose Rose
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৪২
226500
ছালসাবিল লিখেছেন : বেশি করে খান আপু, তাহলে আরো সুন্দর হবেন ইনশাআল্লাহ। Happy
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৪৬
226501
ফেরারী মন লিখেছেন : বেশী করে খাইলে কি মেয়ে থেকে পুরুষ হতে পারবো ভাইয়া? Broken Heart Broken Heart
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৭
226502
ছালসাবিল লিখেছেন : আল্লাহর সৃষ্টিতে কি কারো হাত আছে আপু।
283252
১১ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৯
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর উপকারী পোষ্ট, মধুর মত কালীজিরাও উপকারী । নিয়মিত মধু না খেলেও আমার নিয়মিত কালজিরা খাওয়ার অভ্যাস আছে ।
১২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১২
226680
ছালসাবিল লিখেছেন : হ্যা ভাই, বুখারীতে হাদীস আছে কালজিরা নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য।
283439
১২ নভেম্বর ২০১৪ রাত ০৩:০১
আফরা লিখেছেন : আমি প্রতিদিন সকালে এক গ্লাস মধুর শরবত খাই ।ধন্যবাদ
১২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১৩
226681
ছালসাবিল লিখেছেন : ওয়াও Thumbs Up Thumbs Up Thumbs Up
283456
১২ নভেম্বর ২০১৪ রাত ০৪:১৯
নিশা৩ লিখেছেন : I love sweet! With lemon I have to add half a bottle of honey! Do you think this will work for me? Bee
১২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১৪
226682
ছালসাবিল লিখেছেন : Allah Knows The BEST Rose Rose
283466
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৫:০৪
কাহাফ লিখেছেন :

নানাবিধ উপকারে ভরপুর'মধু'র বিবিধ ব্যবহারের কয়েক টা পদ্ধতি অত্যন্ত মধুময় ভাবে পরিবেশন করায় আপনাকে মধু মিশ্রিত অনেক ধন্যবাদ!!!
Thumbs Up Thumbs Up Big Hug Big Hug
১২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১৪
226683
ছালসাবিল লিখেছেন : আপনাকে মধু মিশ্রিত অনেক ধন্যবাদ Thumbs Up Thumbs Up Thumbs Up
আপনাকেও
283520
১২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : মধু একটি উপকারী ফল। Rolling on the Floor Rolling on the Floor
১২ নভেম্বর ২০১৪ দুপুর ০১:০০
226693
ছালসাবিল লিখেছেন : এটা কোথায় পেলেন Rolling Eyes
283610
১২ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:০২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম। খুব সুন্দর উপকারী একটি পোষ্ট উপহার দেয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।

১২ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০৭
226778
ছালসাবিল লিখেছেন : আপনাকেও।
283814
১৩ নভেম্বর ২০১৪ সকাল ১০:১৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ। ব্লগে স্বাগতম। Rose Rose Rose
১৮ নভেম্বর ২০১৪ রাত ১০:২২
228965
ছালসাবিল লিখেছেন : ধন্যবাদ আপু, আপনার জন্য এককাপ হানিটি

১০
284735
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪৬
এস এম আবু নাছের লিখেছেন : জাযাকাল্লাহু খাইর। কিন্তু ব্লগার ভাইয়ের পক্ষ থেকে এক কৌটা মধু হাদিয়া পেলে ভাল হত। Happy Happy Happy
১৮ নভেম্বর ২০১৪ রাত ১০:২৪
228967
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, শুধু মধুর কৈটো দিয়ে কি হবে? এই নেন মধুর চাকশুদ্ধ Tongue পরের বছর আবার এই মৈমাছি দিয়ে নতুন করে চাকবসিয়ে মধু আহরণ করতে পারবেন Not Listening Not Listening Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File