জন্ম থেকেই লাঞ্ছিত চাই মানুষের মত বাঁচতে ...
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১১ নভেম্বর, ২০১৪, ০৩:০৮:২২ দুপুর
>বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক পরামর্শ সভায় এভাবেই সমাজের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃত হিজড়ারা তাদের সমাজে মানুষের মত বেঁচে থাকার আকুতি জানিয়েছে! (ইত্তেফাক) !
> আমার কাছে যেটা মনে হয়, সামাজিকভাবে স্বীকৃতি পাওয়ার আগে তাদের পারিবারিক স্বীকৃতিটা আগে জরুরী! কারন এ ধরনের মানুষেরা পরিবার থেকেই আগে বেশি লাঞ্ছিত হয়! এরপর আমরা যারা আছি এই সমাজের দুই লিঙ্গ তাদেরও উচিৎ এই অসহায় মানুষগুলিকে মানুষ হিসেবে মেনে নিয়ে সহযোগিতা করা!
>আর বেঁচে থাকার তাগিদে কিংবা খেতে- পড়তে না পেরে হিজড়ারা যে চাঁদাবাজি করছে কিংবা অন্য কোন উপায়ে মানুষের বাড়ী বাড়ী গিয়ে কিংবা রাস্তায় নানারকম অপকর্ম করার চেষ্টা করে তার কারনটা কিন্তু এই আমরাই এই সমাজের মানুষেরাই সৃষ্টি করে দেই... এখন ভেবে দেখুন সেটা কিভাবে করি......?
> আসুন এই মানুষগুলিকে আর লাঞ্ছনা/ বঞ্ছনা না করে তাদের সম্মান দেই, মানুষের মত বেঁচে থাকতে দেই, তাদের পাশে দাঁড়াই ... তাদেরকে আপন করে নেই!
বিষয়: বিবিধ
৯১৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন