মুক্তিযোদ্ধা দাবীকারী কাজী সিরাজের কিছু তথ্য জানুন..
লিখেছেন লিখেছেন অনিবার্য বিপ্লবের ইশতেহার ১১ নভেম্বর, ২০১৪, ০২:১১:১৫ দুপুর
• ২০০১-২০০৬ সালে জোট সরকারের মেয়াদে সুবিধা আদায় করার জন্য যা না তাই করেছেন এই কাজী সিরাজ
• নিজের স্ত্রীকে মহিলা সংসদ সদস্য বানানোর জন্য জামায়াত-বিএনপির কাছে ধর্না দিয়েছেন বার বার।
• সাম্প্রতিক সময়ে তারেক রহমানকে বেফাঁস মন্তব্যের জন্য অভিযুক্ত করলেও ঐ সময়ে তারেক রহমানের দালালি করে বিএনপি সমর্থিত দৈনিক দিনকালের সম্পাদক হিসেবে কাজ করেছেন বছরের পর বছর। সরকারী বিজ্ঞপ্তি নিজের নামে এনে কামিয়েছেন কোটি টাকা। আর বিনিময়ে দিনকাল পত্রিকাকে করেছেন গনবিচ্ছিন্ন। করেছেন দেউলিয়া।
• আর নীচের ছবিটি দেখুন।তথাকথিত যুদ্ধাপরাধীদের মুখপাত্র দৈনিক সংগ্রামের ২৯তম প্রতিষ্টা বার্ষিকীতে বক্তব্য রাখছেন আজকের মক্তিযুদ্ধের স্বপক্ষের দাবীদার কাজী সিরাজ। পাশে বসা আছেন জামায়াতের সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী জনাব আলী আহসান মো: মুজাহিদ। যাকে আজ কাজী সিরাজ যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করছেন। 
• এই দুমুখো সাপ সারাজীবন বিএনপির দালালি করে এখন সিনিয়র সাংবাদিক সেজে ৭১ সহ আওয়ামী চ্যানেলগুলোতে এসে বিএনপি জামায়াতের সমালোচনা করে।
• আসলে এই সব জ্ঞানপাপীরাই জাতির মুল সমস্যা। এরা যেমন কাউকে দেশপ্রেমিক হিসেবে সার্টিফিকেট দিতে পারে ঠিক তেমনি শুধু স্বার্থের কারনে আবার তাকে যুদ্ধাপরাধীও বলতে পারে।এই সব ভন্ডদের চিনে রাখুন। প্রত্যাখান করুন এই দুমুখো সাপদের।
বিষয়: বিবিধ
১৬০২ বার পঠিত, ১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন