মন খারাপ? অসহায়? তবে পড়ুন||
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ২৭ মে, ২০১৫, ১২:১০:৪৯ রাত
আপনার যদি ফ্রিজে খাবার থাকে, গায়ে কাপড়
থাকে, মাথার উপর ছাদ থাকে, রাত্রে ঘুমোবার
যায়গা থাকে বুঝবেন, গোটা পৃথিবীর ৭৫%
মানুষের চেয়ে আপনি ধনী||
আপনার যদি পকেটে কিছু টাকা থাকে, কিছু ভাংতি
থাকে আর আপনি যদি আপনার মন মত যেখানে
খুশি যেতে পারেন বুঝবেন, আপনি গোটা
পৃথিবীর ১৮% বিত্তশালীদের একজন||
আপনি যদি সুস্থ-সবল, নিরোগ শরীর নিয়ে
আজকের দিনটা বাচতে পারেন তাহলে বুঝবেন,
আপনি পৃথিবীর সেই ১০ লক্ষ লোকের
চাইতে সুখী যারা আগামীকাল বা আগামী
সপ্তাহেই মারা যাবে||
আপনি যদি আমার এই লেখা পড়তে পারেন এবং
এর অর্থও বুঝতে পারেন তারমানে, আপনি সেই
৩০ লক্ষ মানুষের চেয়ে ভাগ্যবান যারা চোখে
দেখতে পায় না বা মানসিক সমস্যায় ভোগে||
এরকম হাজারো উদাহারন আছে যার বিপরীতে
আমাদের হ্যাপী থাকা উচিত ..........................||
ছবির লোকটা ভারতের এক প্রত্যন্ত অঞ্চলের
মানুষ, যার বাঁচার অবলম্বন এই ভাঙাচোরা শেলাই
মেশিন| প্রবল বন্যায় বাড়িঘর ডুবে গেলেও
লোকটার মুখের হাসি হারিয়ে যায়নি| উনি যদি যদি
হাসতে পারেন তো আপনি আমি কেন পারবো
না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মেলাবার স্থান
নয়, অহেতুক অভিযগের সময়কাল নয়। হাজারটা
কারনে আপনার উচিত কৃতজ্ঞ থাকা। আসুন আজ
যে আমরা মানবজীবন লাভ করেছি, স্বাভাবিক
জীবনযাপন করছি এটা উপলব্ধি করে সব কষ্ট
ভুলে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করি||
বিষয়: বিবিধ
১১১৮ বার পঠিত, ৮ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহ খাইরান ।
মন্তব্য করতে লগইন করুন