মন খারাপ? অসহায়? তবে পড়ুন||

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ২৭ মে, ২০১৫, ১২:১০:৪৯ রাত

আপনার যদি ফ্রিজে খাবার থাকে, গায়ে কাপড়

থাকে, মাথার উপর ছাদ থাকে, রাত্রে ঘুমোবার

যায়গা থাকে বুঝবেন, গোটা পৃথিবীর ৭৫%

মানুষের চেয়ে আপনি ধনী||

আপনার যদি পকেটে কিছু টাকা থাকে, কিছু ভাংতি

থাকে আর আপনি যদি আপনার মন মত যেখানে

খুশি যেতে পারেন বুঝবেন, আপনি গোটা

পৃথিবীর ১৮% বিত্তশালীদের একজন||

আপনি যদি সুস্থ-সবল, নিরোগ শরীর নিয়ে

আজকের দিনটা বাচতে পারেন তাহলে বুঝবেন,

আপনি পৃথিবীর সেই ১০ লক্ষ লোকের

চাইতে সুখী যারা আগামীকাল বা আগামী

সপ্তাহেই মারা যাবে||

আপনি যদি আমার এই লেখা পড়তে পারেন এবং

এর অর্থও বুঝতে পারেন তারমানে, আপনি সেই

৩০ লক্ষ মানুষের চেয়ে ভাগ্যবান যারা চোখে

দেখতে পায় না বা মানসিক সমস্যায় ভোগে||

এরকম হাজারো উদাহারন আছে যার বিপরীতে

আমাদের হ্যাপী থাকা উচিত ..........................||



ছবির লোকটা ভারতের এক প্রত্যন্ত অঞ্চলের

মানুষ, যার বাঁচার অবলম্বন এই ভাঙাচোরা শেলাই

মেশিন| প্রবল বন্যায় বাড়িঘর ডুবে গেলেও

লোকটার মুখের হাসি হারিয়ে যায়নি| উনি যদি যদি

হাসতে পারেন তো আপনি আমি কেন পারবো

না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মেলাবার স্থান

নয়, অহেতুক অভিযগের সময়কাল নয়। হাজারটা

কারনে আপনার উচিত কৃতজ্ঞ থাকা। আসুন আজ

যে আমরা মানবজীবন লাভ করেছি, স্বাভাবিক

জীবনযাপন করছি এটা উপলব্ধি করে সব কষ্ট

ভুলে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করি||

বিষয়: বিবিধ

১০৬৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322790
২৭ মে ২০১৫ রাত ০২:১৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। একটি দারুণ মেসেজ অল্প কথায় অনুভূতি সৃষ্টির মোহনা....... ভালো লাগলো ধন্যবাদ।
২৭ মে ২০১৫ সকাল ০৯:০৪
263998
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম!কেমন আছেন আপনি? আপনাকেও অনেক ধন্যবাদ!!!
২৭ মে ২০১৫ সকাল ০৯:০৪
263999
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম!কেমন আছেন আপনি? আপনাকেও অনেক ধন্যবাদ!!!
২৭ মে ২০১৫ সকাল ১০:৪০
264003
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আলহামদুলিল্লাহ।
322818
২৭ মে ২০১৫ সকাল ১০:১৮
দ্য স্লেভ লিখেছেন : চমৎকার করে লিখলেন। সত্যিই উপলব্ধী করার মত বিষয়। আমরা নিজেদের বিষয়ে আরও ভাবলে বুঝতে পারব সত্যিই আমরা সুখী থাকার মত যথেষ্ট উপাদান প্রাপ্ত হয়েছি।
322861
২৭ মে ২০১৫ দুপুর ০৩:৩৫
আফরা লিখেছেন : আলহামদুল্লিলাহ ! আল্লাহ আমাদের অনেক ভাল রেখেছেন ।

জাজাকাল্লাহ খাইরান ।
322880
২৭ মে ২০১৫ বিকাল ০৪:৫৮
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
323165
২৯ মে ২০১৫ রাত ১২:৩৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : উপদেশ মুলক লিখাটা ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File