জাবিতে ছাত্রীদের টয়লেটে ছাত্রলীগ! (ক্যারেক্টার লুজ) লোল লোল

লিখেছেন লিখেছেন এম-এম-রহমান ২৭ মে, ২০১৫, ১২:৩৪:৪৫ রাত

এবার ছাত্রীদের টয়লেটে এক বহিরাগত

মেয়েসহ আপত্তিকর অবস্থায় আটক হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা

ছাত্রলীগের এক কর্মী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জহির রায়হান

মিলনায়তনের মেয়েদের টয়লেটে এ ঘটনা

ঘটে। কয়েকজন সাধারণ শিক্ষার্থী তাদেরকে

আটক করে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির

সদস্যদের কাছে হস্তান্তর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগত এক মেয়েকে

নিয়ে ছাত্রলীগ কর্মী প্রীতম আরিফ

বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনে মেয়েদের

টয়লেটে প্রবেশ করেন।

বিষয়টি জানাজানি হলে সাধারণ শিক্ষার্থীরা তাকে

আপত্তিকর অবস্থায় আটক করে। পরে বিশ্ববিদ্যালয়

সহকারী প্রক্টর ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা এসে

তাদেরকে উদ্ধার করে।

প্রধান নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী

সজল বলেন, ‘দুই জনকে আটক করা হয়েছে।

পরে তাদেরকে প্রক্টরের কাছে পাঠিয়েছি।’

আরিফকে ছাত্রলীগকর্মী দাবি করে মীর

মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ

সম্পাদক আশফিক সরকার বলেন, ‘সে জুনিয়র

কর্মী, এ জন্য তার সঙ্গে আমার সরাসরি পরিচয়

নেই।’

আরিফমেয়ে নিয়ে ধরা পড়েছে এমন কিছু

জানেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ

বিষয়ে আমি এখনো কিছু জানি না।’

এ বিষয়ে সহকারী প্রক্টর সিকদার মো: জুলকার

নাইন বলেন, ‘এটি একটি সাধারণ বিষয়। ছেলেটি তার

বহিরাগহত গালফ্রেন্ডকে নিয়ে টয়লেটে

প্রবেশ করেছে। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ

করেছি। বিষয়টি মেয়ের অভিভাবককে জানানো

হয়েছে।’

উল্লেখ্য, এর কয়েকদিন আগে একই জায়গায়

দর্শন বিভাগের ৩৯তম ব্যাচের এক ছাত্র

মেয়েকে নিয়ে ছাত্রীদের টয়লেটে

প্রবেশ করেন।

সূত্রঃ http://www.manobkantha.com/2015/05/26/37908.php

আমি ছোট্ট পোলা এতো ক্যাচাল করি ক্যা?!!!

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322780
২৭ মে ২০১৫ রাত ০১:৫৯
শেখের পোলা লিখেছেন : অপেক্ষা করেন কবে মেয়েরা ছেলেদের নিয়ে ছেলেদের টয়লেটে যাবে৷ সমান অধিকার আর দেশ উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে কিনা!
322789
২৭ মে ২০১৫ রাত ০২:১২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এসমস্ত খবর পড়তে পড়তে বিরক্ত!!!
322800
২৭ মে ২০১৫ রাত ০৩:৪৫
এ,এস,ওসমান লিখেছেন : দ্যাশ দেখচি ডিজিটেরের বন্যায় ভাসছে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
322830
২৭ মে ২০১৫ দুপুর ১২:৫৩
দুষ্টু পোলা লিখেছেন : এ,এস,ওসমান লিখেছেন : দ্যাশ দেখচি ডিজিটেরের বন্যায় ভাসছে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
322839
২৭ মে ২০১৫ দুপুর ০১:৪৬
হতভাগা লিখেছেন : জাবিতে এটা একটা সাবজেক্ট । তারই প্র‍্যাক্টিক্যাল হচ্ছে ।

মানিক সেন্চুরী করে সেখানে এটাকে সাবজেক্ট করতে বাধ্য করিয়েছে।
322843
২৭ মে ২০১৫ দুপুর ০২:০২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! মন্তব্যের ভাষা নেই।
322862
২৭ মে ২০১৫ দুপুর ০৩:৪৬
আমি মুসাফির লিখেছেন : সহকারী প্রক্টর সিকদার মো: জুলকার
নাইন বলেন, ‘এটি একটি সাধারণ বিষয়।
তাই যদি হয় তাহলে উবার মেয়েকে ঐভাবে টোয়লেটে ধরে নিয়ে যাক কেউ। তখন উনি কি বলবেন।
322883
২৭ মে ২০১৫ বিকাল ০৫:০১
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ‘এটি একটি সাধারণ বিষয়।
তাই যদি হয় তাহলে উবার মেয়েকে ঐভাবে টোয়লেটে ধরে নিয়ে যাক কেউ। তখন উনি কি বলবে?????

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File