'মা ' লিখে গুগলে সার্চ দিয়ে যা দেখি,আসুন এবারের মা দিবসে সেগুলো মুছে দেই!!!
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ০৯ মে, ২০১৫, ১১:৩০:০৪ রাত
মা দিবস নিয়ে বিস্তারিত জানতে গুগলে মা লিখে
সার্চ দিলাম।যা দেখেছি তা ভয়ানক ছিল।মানুষ
কেমনে পারছে এসব লিখতে? আসুন মুছে
দেই সব নোংরা গল্প। মাকে নিয়ে হাজার হাজার
সুন্দর গল্প ছড়াই সার্চ ইঞ্জিন গুগলে।
১।গুগল রিপোর্ট করার নিয়মঃ
ফার্স্ট এ মা লিখে google সার্চ দিন।
এরপর একদম নিচে থাকা প্রতিক্রিয়া /feedback
য়ে চাপ দিন। এরপর অত্যন্ত অসন্তুষ্ট বাটন টি
নিন। তারপর নিজের প্রতিক্রিয়া জানান।
কিছু কাজ তো হবে।
প্রতিক্রিয়া এমন হতে পারেঃ
The word মা (Mother) is one of the most
heavenly words in all of the languages in the
world. we never want to see any porn or চটি
(choti) sites which are relating মা (mother)
with these kind of odious groups, blogs, or
websites.
It is a kind request to our lovely GOOGLE
authority to have a careful eye on the fact
and remove these groups, blogs, and websites
to maintain google's clean image to its
users...
Thank you...
প্রতিক্রিয়া লিখার পর বাজে লিখাগুলি হাইলাইট করে
স্ক্রিনশট জমা দিন।
২।ফেসবুকে রিপোর্ট করার নিয়মঃ
1. প্রথমে একদম নিচে যান।দেখুন settings &
privacy, tarms and policies এইগুলার সাথেই
report a problem আছে।
এটায় ক্লিক করুন।দেখবেন নতুন একটা পেজ
আসবে।
2. সেখানে 1st box এ select a product লেখা
আছে। ক্লিক করুন সেখনে।কিছু অপসন
পাবেন।সেখান থেকে pages সিলেক্ট করুন।
3. তারপর নিচে একটা বড় box আছে।সেখানে
যে পেইজের বিরুদ্ধে রিপোর্ট করবেন
সে পেইজের আই ডি নাম্বার copy করে ওই
box এ পেস্ট করে দিন।
মনে রাখবেন প্রত্যেক টা পেইজে একটা
করে আইডি নাম্বার থাকে সেটা বের করে
[***********:]
লিখে মেনশান করতে হয়
■ ════════════════════════════════ ■
এখন শুধু রিপোর্ট করেই আমাদের দায়িত্ব
শেষ হয় না। গুগল হয়তো আমাদের
রিপোর্টের ভিত্তিতে সেই পেইজ/সাইট গুলি
মুছে ফেলবে। কিন্তু সেখানে যদি মা'কে
নিয়ে ভালো কোন লেখা না থাকে তবে
আবার সেই একই ধাঁচের সার্চ রেজাল্ট সামনে
আসবে। আর এটা বন্ধ করতে হলে আমাদের
নিজেদের মা'কে নিয়ে ভালো ভালো গল্প,
কবিতা, স্মৃতি, আত্মকথা কিংবা ইচ্ছে গুলি বেশি
বেশি করে লিখতে হবে। আর সেটা ছড়িয়ে
দিতে হবে সব স্থানে। যদি আপনার নিজের
ব্লগ থাকে তবে সেখানে লিখুন, সাথে
অবশ্যই "মা" কথাটা ট্যাগ হিসেবে ব্যবহার করতে
ভুলবেন না। ব্লগ না থাকলে ফেসবুকে বিভিন্ন
পেইজে লিখুন বা নিজেই একটা পেইজ খুলে
নিন। তবে সবচেয়ে ভালো হয় মা'কে নিয়ে
যেইসব পেইজে লেখা হয় সেই ধরণের
পেইজে লিখা দিতে পারলে।
সব শেষে মা'কে নিয়ে লেখা ব্লগ গুলি বেশি
বেশি গুগলে সার্চ করুন। আর সেগুলি ভিজিট
করুন। আশা করি খুব দ্রুতই পরিবর্তন নজরে
আসবে।
বিষয়: বিবিধ
১১৫৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন