প্রবাস জীবনে মায়ের অভাব!!!✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১০ মে, ২০১৫, ১২:৪০:৫৪ রাত
মা তোমাকে মনে পড়ছে প্রবাসের এই মরুময় জীবনে ,
মা তোমাকে কেন দেখিনা মন কেঁদে উঠে অভিমানে ।
মায়ের মুখের হাসি দেখিনা হয়ে গেল কত কাল ,
মা তোমার ভাবনার মোহনায় বসে অচানক নামে দু'চোখে অশ্রু জল ।
মন চাই কাছে গিয়ে ভালবাসতে কাছে পেতে মাকে ,
ঘুমের গোরে কাছে পেয়েছি ভেবে কত বার মন স্বপ্ন আঁকে !
মায়ের মায়া মমতা শাসন মনের মাঝে তুলে কৌতহল ,
মায়ের মায়া মমতা শাসনের অভাবে নেমে আসে চোখে জল ।
মা তোমার মমতা মাখা আদর পেতে চাই আমি ,
আমার কাছে তুমিই সব চেয়ে দামী ।
মা তোমার পায়ের নিচে রয়েছে জান্নাত বলেছেন প্রিয় রসুল ,
মা সব সময় বলত নামাজ পড় সময় নষ্ট না করে , আল্লাহ করবেন কবুল ।
।
বিষয়: বিবিধ
১২৫৯ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব চমৎকার লিখেছেন। আমি অনেক বার ভেবেছি মাকে নিয়ে লিখবো ! হয়ে উঠছে না!
দোআ রইলো আপনাদের সবার জন্য!শুভকামনা জানবেন।
কবিতাটা ভাল লাগল। মাতো মা ই। মায়ের সাথে তুলনা হয়না।
স্বার্থহীন ভালবাসা একমাত্র মা-বাবার কাছেই! মা সব ক্ষেত্রেই এগিয়ে সন্তানের মংগল কামনায়!
অবুঝ আমরা যথাসময়ে না বুঝলেও এক সময় মায়ের অভাব প্রকৃতই অনুভূত হয়!
সরাসরি বলতে না পারলেও-'অনেক ভালবাসি মা তোমায়!'
ভাইয়া মা দিবস কবে? সত্যিই আমি জানিনা তবে পোষ্ট দেখে মনে হচ্ছে আজকে
মা দিবসকে গুরুত্ব দেয়ার জন্য লেখাটির উদ্দেশ্য নয়! মাত্র মাকে ভালোবাসার ক্ষুদ্র প্রকাশ।
এত গুলো গোলাপ কোনটা রেখে কোনটা ধরি???
আল্লাহ আপনার মাকে ভাল রাখুন দুয়া রইল ।
মা আসলেই একটি স্তম্ভ যার তুলনা শুধু মা'ই। ধন্যবাদ সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য।
মন্তব্য করতে লগইন করুন