প্রবাস জীবনে মায়ের অভাব!!!✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১০ মে, ২০১৫, ১২:৪০:৫৪ রাত



মা তোমাকে মনে পড়ছে প্রবাসের এই মরুময় জীবনে ,

মা তোমাকে কেন দেখিনা মন কেঁদে উঠে অভিমানে ।

Rose Rose Rose Thumbs Up Thumbs Up Thumbs Up Love Struck Love Struck Love Struck মায়ের মুখের হাসি দেখিনা হয়ে গেল কত কাল ,

মা তোমার ভাবনার মোহনায় বসে অচানক নামে দু'চোখে অশ্রু জল ।

Rose Rose Rose Thumbs Up Thumbs Up Thumbs Up Love Struck Love Struck Love Struck মন চাই কাছে গিয়ে ভালবাসতে কাছে পেতে মাকে ,

ঘুমের গোরে কাছে পেয়েছি ভেবে কত বার মন স্বপ্ন আঁকে !

Rose Rose Rose Thumbs Up Thumbs Up Thumbs Up Love Struck Love Struck Love Struck মায়ের মায়া মমতা শাসন মনের মাঝে তুলে কৌতহল ,

মায়ের মায়া মমতা শাসনের অভাবে নেমে আসে চোখে জল ।

Rose Rose Rose Thumbs Up Thumbs Up Thumbs Up Love Struck Love Struck Love Struckমা তোমার মমতা মাখা আদর পেতে চাই আমি ,

আমার কাছে তুমিই সব চেয়ে দামী ।

Rose Rose Rose Thumbs Up Thumbs Up Thumbs Up Love Struck Love Struck Love Struck

মা তোমার পায়ের নিচে রয়েছে জান্নাত বলেছেন প্রিয় রসুল ,

মা সব সময় বলত নামাজ পড় সময় নষ্ট না করে , আল্লাহ করবেন কবুল ।



Rose Rose Rose Thumbs Up Thumbs Up Thumbs Up Love Struck Love Struck Love Struck

বিষয়: বিবিধ

১২৫৯ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319121
১০ মে ২০১৫ রাত ০২:২১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।

খুব চমৎকার লিখেছেন। আমি অনেক বার ভেবেছি মাকে নিয়ে লিখবো ! হয়ে উঠছে না!

দোআ রইলো আপনাদের সবার জন্য!শুভকামনা জানবেন।
১০ মে ২০১৫ বিকাল ০৫:২২
260362
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই কবিতাটি ২০১৩ সালে লিখে ছিলাম!! দু তিন দিন ধরে মাকে খুব বেশি মিস করছি তাই ভাবলাম লেখাটি প্রিয় ব্লগে শেয়ার করি!! ধন্যবাদ মন্তব্যেের জন্য.।
319142
১০ মে ২০১৫ রাত ০৩:৩২
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনি কি প্রবাসে থাকেন? আহারে প্রবাসের যারা থাকে তাদের যে অনুভূতি বলা যায়না।

কবিতাটা ভাল লাগল। মাতো মা ই। মায়ের সাথে তুলনা হয়না।
১০ মে ২০১৫ বিকাল ০৫:২৪
260364
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ প্রিয় মজুমদার ভাইয়া আমি প্রবাসে থাকি!! আসলেই তাই মায়ের তুলনা মা'ই। ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
319151
১০ মে ২০১৫ সকাল ০৬:১৭
মেজর রাহাত০০৭ লিখেছেন : কপিতা ভালো লাগলো। ইমো দিয়ে কবিতার ইমোশন কমিয়ে দিয়েছেন
১০ মে ২০১৫ দুপুর ১২:৩৫
260315
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ইমো ছাড়া কবিতা টুডে ব্লগে চ..রা চ....রা লাগে তাই ইমো দেয়া....!!!
319157
১০ মে ২০১৫ সকাল ০৭:১৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : এই সমস্ত মা দিবস, বাবা দিবস...এগুলো হচ্ছে ঐ সমস্ত সন্তানদের জন্য, যারা সারা বছর মা বাবার খোজ নেয় না, শুধু বছরে একটা দিন তাদের নিয়ে দরদ দেখায়। আমি আমার মা কে ৩৬৫ দিনই ভালবাসি, আমার মা আমার জান্নাত। একজন মুসলিম হিসেবে পশ্চিমাদের এই দিবস কে আমি গ্রহন করতে অপারগ।
১০ মে ২০১৫ সকাল ১০:৩৯
260299
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার সাথে সম্পূর্ণ একমত, দিবসকে কেন্দ্র করে নয় প্রবাস জীবনের অনুভূতি থেকেই এই লেখার উৎপত্তি। ধন্যবাদ সচেতন মুলক মন্তব্যার জন্য।
319169
১০ মে ২০১৫ সকাল ০৯:৫২
বৃত্তের বাইরে লিখেছেন : মাকে সালাম। দোআ রইলো আপনাদের জন্য! Good Luck Rose
১০ মে ২০১৫ বিকাল ০৫:২৫
260365
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার দোয়া যেনো মহান আল্লাহ কবুল করে নেন, আমিন।
319170
১০ মে ২০১৫ সকাল ০৯:৫৫
কাহাফ লিখেছেন :
স্বার্থহীন ভালবাসা একমাত্র মা-বাবার কাছেই! মা সব ক্ষেত্রেই এগিয়ে সন্তানের মংগল কামনায়!
অবুঝ আমরা যথাসময়ে না বুঝলেও এক সময় মায়ের অভাব প্রকৃতই অনুভূত হয়!
সরাসরি বলতে না পারলেও-'অনেক ভালবাসি মা তোমায়!'
১০ মে ২০১৫ বিকাল ০৫:২৮
260366
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার মন্তব্যটি অত্যন্ত গোছানো যাকে বলা চলে সত্যের ধ্রুবতারা.... ধন্যবাদ।
319179
১০ মে ২০১৫ সকাল ১১:১৬
আওণ রাহ'বার লিখেছেন : ভালো লাগলো পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ।
ভাইয়া মা দিবস কবে? সত্যিই আমি জানিনা তবে পোষ্ট দেখে মনে হচ্ছে আজকে Thumbs Up Thumbs Up
১০ মে ২০১৫ বিকাল ০৫:৩২
260367
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এই কবিতাটি ২০১৩ সালে লিখে ছিলাম!! দু তিন দিন ধরে মাকে খুব বেশি মিস করছি তাই ভাবলাম লেখাটি প্রিয় ব্লগে শেয়ার করি!!

মা দিবসকে গুরুত্ব দেয়ার জন্য লেখাটির উদ্দেশ্য নয়! মাত্র মাকে ভালোবাসার ক্ষুদ্র প্রকাশ।
319216
১০ মে ২০১৫ দুপুর ০২:৪৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগল, ধন্যবাদ
১০ মে ২০১৫ বিকাল ০৫:৩২
260368
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ! আপনার ভালোলাগা হূদয়ে রেখে দিলাম।
319219
১০ মে ২০১৫ দুপুর ০২:৫২
আবু জান্নাত লিখেছেন : সময় করে ছুটি নিয়ে বেশী বেশী বাড়ি যাবেন, অন্তত প্রতি বছরে একবার করে হলেও। কবিতাটির জন্য ধন্যবাদ।
১০ মে ২০১৫ বিকাল ০৫:৩৩
260369
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চেষ্টা থাকবে প্রিয় জান্নাতের বাবা। আপনাকেও ধন্যবাদ।
১০
319246
১০ মে ২০১৫ বিকাল ০৫:৩৫
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৭
260381
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
এত গুলো গোলাপ কোনটা রেখে কোনটা ধরি???
১১
319299
১০ মে ২০১৫ রাত ০৯:৩৭
nirvik sottobadi লিখেছেন : Rose Rose ভালো লাগলো ধন্যবাদ
১০ মে ২০১৫ রাত ০৯:৪৪
260411
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকে ধন্যবাদ।
১২
319394
১১ মে ২০১৫ দুপুর ০৩:০৩
আফরা লিখেছেন : প্রবাসে থাকলে ও মা আছে সাথেই তাই অভাব তেমন বুঝি না । তবে ইউনির্ভাসিটি থেকে যখন বাড়ি ফিরি মায়ের মুখটা না দেখা পর্যন্ত শান্তি পাই না ।

আল্লাহ আপনার মাকে ভাল রাখুন দুয়া রইল ।
১১ মে ২০১৫ দুপুর ০৩:৪৩
260512
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমিন, মাকে যেন সব সময় মনে প্রাণে ভালবাসতে পারি।
১৩
319658
১২ মে ২০১৫ রাত ১০:৪৮
নিরবে লিখেছেন : হ্রদয় ছুয়ে গেল
১২ মে ২০১৫ রাত ১১:০১
260762
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : নীরবে এসে হূদয় ছোঁয়া অনুভূতি রেখে যাবার জন্য ধন্যবাদ।
১৪
319836
১৩ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : প্রবাসে আসলে মায়ের ভালবাসা যেন আরোও বেড়ে যায়, একটুও ভুলা যায় না,আমার মা আমার জান্নাত। আপনাকে কবিতাটির জন্য ধন্যবাদ।
১৪ মে ২০১৫ রাত ১২:২৪
260974
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমাদের ব্লগে আপনার আগমনে ব্লগিংয়ে মায়া মমতা বাড়বে নিঃসন্দেহে!!!

মা আসলেই একটি স্তম্ভ যার তুলনা শুধু মা'ই। ধন্যবাদ সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য।
১৫
320342
১৬ মে ২০১৫ দুপুর ০১:৫৪
হতভাগা লিখেছেন : মাকে নিয়ে আসেন প্রবাসে , নিজের কাছে । না হয় ফিরে যান দেশে মায়ের কাছে ।
১৭ মে ২০১৫ রাত ০১:৫৫
261513
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভাই, মাকে নিয়ে আসতে পারছিনা বলেই মায়ের অভাবে মনটা চৌচির, বুকের মাঝে হাহাকার!!! কম বেতনের চাকরি করলে যা হয় তাই আমার বাস্তবতা.....। ধন্যবাদ দেরিতে হলেও ব্লগে এসে মন্তব্য করার জন্য.।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File