কে বেশী শক্তিশালী?
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ০৭ নভেম্বর, ২০১৪, ১২:০৫:৪১ দুপুর
যখন লোহার শক্তি নিয়ে চিন্তা করলাম,
মনে মনে সিদ্ধান্তে পৌছলাম,লোহাই সবচেয়ে শক্তিশালী।
তারপর
যখন দেখলাম আগুন সেই লোহাকে গলিয়ে দেয়,
ভাবলাম আগুনই সবচেয়ে শক্তিশালী।
যখন দেখলাম পানি সেই আগুনকে নিভিয়ে দেয়,
ভাবলাম পানিই সবচেয়ে শক্তিশালী।
যখন দেখলাম মেঘমালা সেই পানিকে বহন করে,
ভাবলাম মেঘমালাই সবচেয়ে শক্তিশালী।
যখন দেখলাম বাতাস সেই মেঘমালাকে তাড়িয়ে নেয়,
ভাবলাম বাতাসই সবচেয়ে শক্তিশালী।
যখন দেখলাম পাহাড় সেই বাতাসকে থামিয়ে দেয়,
ভাবলাম পাহাড়ই সবচেয়ে শক্তিশালী।
যখন দেখলাম মানুষ সেই পাহাড় কেটে ফেলে,
ভাবলাম মানুষই সবচেয়ে শক্তিশালী।
যখন দেখলাম ঘুম সেই মানুষকে কাবু করে ফেলে,
ভাবলাম ঘুমই সবচেয়ে শক্তিশালী।
যখন দেখলাম দুশ্চিন্তা সেই ঘুমকে তাড়িয়ে দেয়,
ভাবলাম দুশ্চিন্তাই সবচেয়ে শক্তিশালী।
যখন দেখলাম সেই দুশ্চিন্তার বাসস্থান হচ্ছে অন্তর,
ভাবলাম অন্তরই সবচেয়ে শক্তিশালী।
যখন দেখলাম সেই অন্তর আল্লাহর জিকির ব্যতীত শান্তি লাভ করেনা, তখন নিশ্চিতরূপে বুঝলাম আল্লার জিকিরই সবচেয়ে বেশী শক্তিশালী।
আল্লাহ বলেনঃ "যারা ঈমান আনে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমুহ শান্তিপায়"। (সূরাহ রা'দঃ ২৮)
বিষয়: সাহিত্য
১১০৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন