আদালত নিয়ে প্রশ্ন । ফাঁসি বাতিলের আহবান ইউরোপিয়ান ইউনিয়ন ,খ্যাতনামা আন্তর্জাতিক সংস্থা 'নো পিস উইদাউট জাস্টিস' , জাতিসংঘের। তার পর ও কি আন্তর্জাতিক মানের রায় ?।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৭ নভেম্বর, ২০১৪, ১২:৫০:৪৯ দুপুর



ফাঁসি বন্ধে ফের আহ্বান ইইউর।

মৃত্যুদণ্ডাদেশ বাতিল করার আহ্বান ইউরোপিয়ান ইউনিয়নের।

ইইউ আহ্বান জানিয়ে বলেছে, মৃত্যুদন্ড বাতিল করার প্রথম পদক্ষেপ হিসেবে মৃত্যুদন্ডের শাস্তি শিথিল করতে হবে।

মৃত্যুদণ্ডাদেশ বাতিল করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান। বুধবার ব্রাসেলস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখার প্রেক্ষাপটে এই আহ্বান জানালো ইউরোপিয়ান ইউনিয়ন।



এখানে বিবৃতি তে বলা হয়েছে : বাংলাদেশের বিচারপ্রক্রিয়া নিবিড় ভাবে পর্যবেক্ষণ ও নজর রাখছে এবং অনুসরণ করছি। ইউরোপিয়ান ইউনিয়ন সব ক্ষেত্রে এবং যেকোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশের কঠোর ও সম্পূর্ণ বিরোধী। আমরা মনে করি, মৃত্যুদণ্ড নৃশংস এবং অমানবিক শাস্তি, যা অপরাধী আচরণ নিবৃত্ত করতে পারে না এবং এটা মানবাধিকারের অগ্রহণযোগ্য প্রত্যাখ্যানের প্রতিফলন। যেকোনো ভুল বিচারে মৃত্যুদণ্ডের শাস্তি (যেকোনো আইনি ব্যবস্থাতেই তা হতে পারে) পরিবর্তন করা যায় না। ইউরোপিয়ান ইউনিয়ন সকল ফাঁসির আদেশ স্থগিত এবং মৃত্যুদণ্ড বাতিল করার প্রথম পদক্ষেপ হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যম হিসেবে তা বাতিল করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।’

http://eeas.europa.eu/statements-eeas/2014/141105_05_en.htm

EU again pushes for abolition of death penalty in Bangladesh

http://shar.es/10A66z

মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জাতিসংঘের





ইউরোপের সব দেশের কথা না শুনে এগুয়েমি করে ফাসির রায় কার্যকর করে কাদের খুশি করার পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে ?

মধ্যপ্রাচ্য , ব্রিটেন , ইউরোপের সবদেশের কথা না শুনে আজ বাংলাদেশের কি অবস্থা ? ভেবে দেখার কেউ নাই। কয়েকটা ফাসির রায়ে পাগল হয়ে গেছে আওয়ামিলীগ , কথাটি আদালতের একজন বিচারক স্কাইপিতে বলেছিলেন। সেটাই কি তাহলে বাংলাদেশের আদালতের বিচার ?

বৃটিশ পার্লামেন্টের মানবাধিকার সংক্রান্ত কমিটির ভাইস চেয়ারম্যান এবং বৃটিশ হাউজ অব লর্ডস এর সদস্য লর্ড এভিবুরি জানিয়েছেন - কামারুজ্জামানের ফাঁসি বাতিল করে তার আইনি অধিকার নিশ্চিত করা জরুরি।

http://my-silbury.co.uk/?p=96

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমালোচনায় 'নো পিস উইদাউট জাস্টিস'

এই অবস্থায়, নো পিস উইদাউট জাস্টিস, নন ভায়োলেন্ট রেডিকাল পার্টি এবং ট্রান্সিশনাল এন্ড ট্রান্সপার্টি রিভিউ আবেদন জমা এবং প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনাসহ কামারুজ্জামানের সব রকমের আইনি অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি যৌথভাবে আহবান জানায় সংস্থাটি।

এ ফাঁসির রায় কার্যকর করার প্রক্রিয়াকে স্থগিত করে তাকে সকল আইনি সুযোগ ও অধিকার প্রদান করা এবং মৃত্যুদ-াদেশ বাতিলের ব্যপারে সরকারের চিন্তা করা উচিত বলে মন্তব্য করে সংস্থাটি।

নো পিস উইদাউট জাস্টিস, নন ভায়োলেন্ট রেডিকাল পার্টি এবং ট্রান্সিশনাল এন্ড ট্রান্সপাটি মনে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে ঘটে যাওয়া পূর্বের অন্যায় ও অপরাধের সুরাহা করার ক্ষেত্রে একটি বড় ধরনের সুযোগ।

তবে বর্তমানে এটি যেভাবে চলছে তাতে একে রাজনৈতিক নিপীড়ন চালানোর হাতিয়ার ছাড়া ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই বলেও জানায় তারা।

কারণ হিসেবে তারা বলে, জাতীয় ও আন্তর্জাতিকভাবে যেসব প্রশ্ন ও উদে¦গ বিচারের ক্ষেত্রে তোলা হয়েছে, তার কোনো সমাধান দিতে ট্রাইব্যুনালের মতো আপিল বিভাগও ব্যর্থ হয়েছে।”

এছাড়া আইসিটি রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিরোধী দলের ওপর নিপীড়ন চালানোর জন্য ক্ষমতাসীনদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে বলেও বিবৃতিতে মন্তব্য করা হয়।

এ ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় নো পিস উইদাউট জাস্টিস, নন ভায়োলেন্ট রেডিকাল পার্টি এবং ট্রান্সিশনাল এন্ড ট্রান্সপাটি।

আর একই সঙ্গে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ট্রাইব্যুনালের যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার জন্য আহ্বান জানায় তারা।

বাংলা খবর

http://shar.es/10zkNM

বিবৃতির লিংক: http://www.npwj.org/ICC/Bangladesh-International-Crimes-Tribunal-unfair-trials-and-death-penalty-will-not-bring-justic-0



তাহলে বৃটিশ পার্লামেন্টের মানবাধিকার সংক্রান্ত কমিটির ভাইস চেয়ারম্যান এবং বৃটিশ হাউজ অব লর্ডস এর সদস্য লর্ড এভিবুরি ও কি রাজাকার ?

ভাঙ্গা রেডিও আর বাজে না। সুযোগ মত লাফালাফি করবে চেতনা।

বিষয়: বিবিধ

১৪৮৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281989
০৭ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৪
হতভাগা লিখেছেন : যেহেতু যুদ্ধাপরাধীদের পক্ষে তারা সাফাই গাচ্ছে তাই তারাও রাজাকার তথা রাজাকারদের দোসর বলে বিবেচিত হবে ।

৭১ এ উনাদের কোন দৌড়ঝাঁপ কি লক্ষ্য করা গিয়েছিল পাকি ও তার দোসরদের থামাবার জন্য ?
০৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
225556
মাহফুজ মুহন লিখেছেন : বিষয় তো হচ্ছে আদালতের কার্যক্রম। আন্তর্জাতিক নাম। কিন্তু দেশীয় কাজ। সেই সাথে আদালতের তদন্ত , পরিচালনা নিয়ে সারা বিশ্ব বিতর্ক তুলেছে। বিশ্বের বিভিন্ন সংস্থা বলছে আইসিটি রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিরোধী দলের ওপর নিপীড়ন চালানোর জন্য ক্ষমতাসীনদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে বলেও মন্তব্য করা হয়। গায়ের জোরে , ক্ষমতার জোরে হত্যা করা যাবে, কিন্তু বিচারের নামে অন্যায় করা হলে সেটা বুমেরাং হয়ে ক্ষমতাসীনদের উপর একদিন আসবে।
০৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১১
225568
হতভাগা লিখেছেন : বাংলাদেশ যখন ৭১ এ বিপদে পড়েছিল তখন এসব মোড়লেরা খুব কমই পাশে এসেছিল । যদি আসতো তাহলে যুদ্ধ বেশী দিন চলতো না । আলাপ আলোচনা করে তারা শুধু লিঙ্গারিং করেছে । ফলে মানুষ দিনকে দিন মরেছে ।

তবে এটা বাংলাদেশের জন্য শাপে বরই হয়েছে । বাংলাদেশ তদানীন্তন বিশ্বের অন্যতম সেরা সামরিক বাহিনীকে বলতে গেলে দেশী অস্ত্রসস্ত্রেই হারিয়ে স্বাধীন হয়েছে ।

খুব কম দেশেরই এরকম বিজয় ভাগ্যে জোটে যে তারা ইন্ট্রুডারস্‌দের (ডাকাতদের) হারিয়ে নিজেদেরকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে ।

শুধুমাত্র এটার কারণেই বাংলাদেশকে অনেক দেশ দেখতে পারে না । দূর্ভাগ্যের বিষয়- কিছু দেশী মানুষেরাও না ।
282236
০৮ নভেম্বর ২০১৪ সকাল ১০:২৬
মহি১১মাসুম লিখেছেন : এতেও শেষ রক্ষা হবেনা । বিশ্বের সমস্ত মানবাধীকার সংগঠনই মৃত্যুদন্ড বিরোধী,সে কোন ধরনের অপরাধী তা বিবেচ্য নয়।
একজন খুনী ডাকাতের ফাঁসি হলে,ওর পক্ষে কেউ ওদের শরনাপন্ন হলে ফাঁসি রহিতকরণে বিবৃতি দিবে।
শেখ হাসিনা দৃঢ় সংকল্পবদ্ধ। তাই এসব কাজে দিবেনা। এসব লাইনে সময় নষ্ট না করে
জানাযা প্রস্তুতি নেয়াই ভালো। বিশ্বমানবাধিকারীরা ইসলাম বিরুদ্ধ আয়োজনে ব্যস্ত,শরীয়া আইনে কিসাসের বিরুদ্ধেও ওরা বিবৃতি দেয়।
ধন্যবাদ।।
283128
১১ নভেম্বর ২০১৪ রাত ০৪:৫৬
কাঁচের বালি লিখেছেন : ইইউ তাহলে কি রাজাকার ? শেখ হাসিনার চোখে ভাবনার বিষয় !
283134
১১ নভেম্বর ২০১৪ সকাল ০৬:২৪
মহি১১মাসুম লিখেছেন : বাবারে,এতো শেখের বেটি। সপ্তম নৌবহর পাঠালেও কাজ হবে না। ফাঁসি থেকে বাঁচার উপায় নাই। এসব ধুনফুনে কাজ নাই। ফাঁসি থেকে বাঁচার উপায় -যদি এর মাঝে বাই-চান্স স্ট্রোক-ফোস্ট্রক করে মরে অথবা আত্মহত্যা করে। আর কোন উপায় খুঁজে পেলাম না। দুঃখিত।
সুরন্জিত বলেছিলো-বাঘে ধরলেও ছাড়ে,শেখ হাসিনা ধরলে ছাড়ে না।
283135
১১ নভেম্বর ২০১৪ সকাল ০৬:২৫
মহি১১মাসুম লিখেছেন : বাবারে,এতো শেখের বেটি। সপ্তম নৌবহর পাঠালেও কাজ হবে না। ফাঁসি থেকে বাঁচার উপায় নাই। এসব ধুনফুনে কাজ নাই। ফাঁসি থেকে বাঁচার উপায় -যদি এর মাঝে বাই-চান্স স্ট্রোক-ফোস্ট্রক করে মরে অথবা আত্মহত্যা করে। আর কোন উপায় খুঁজে পেলাম না। দুঃখিত।
সুরন্জিত বলেছিলো-বাঘে ধরলেও ছাড়ে,শেখ হাসিনা ধরলে ছাড়ে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File