শর্ত শুধু একটাই

লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ০৭ নভেম্বর, ২০১৪, ১১:০৭:৪৩ সকাল

মিশরে কোন ৭১ নাই, চেতনাধারী বা রাজাকার বলে পক্ষে বিপক্ষে কোন গ্রুপ নাই।আফগানিস্হান, কাশ্মীর, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন,আফ্রিকা,চীন কিংবা বার্মায় ও কোন যুদ্বঅপরাধী বা মানবতা বিরোধী বলে কোন ক্যাংগারু ট্রাইবুনালের অস্তিত্ব নাই। বলতে পারেন তারপর ও কেন মুসলিমরা বছরের পর বছর, যুগের পর যুগ ঐসব দেশে মার খাচ্ছে, শোষিত হচ্ছে। কেনইবা বিশ্ব মোড়লদের প্রতেক্ষ্য বা পরোক্ষ ইন্দ্বনে মুসলিম হচ্ছে জুলুমের শিকার।

ভাবছেন বুঝি, এই ট্রাইবুনালের সব বিচার কার্ষ সম্পন্ন হয়ে গেলে আপনারা হয়ে যাবেন গন মানুষের দল, রাজাকার খেতাব ঘুচে যাবে রাতারাতি। মানুষ দলে দলে যোগ দিবে আপনাদের দলে! আসলেই কি তাই? ইতিহাস কি বলে? যে সমাজে মুহাম্মাদুর রাসুলুল্লাহ সালে্ল্লাহু আলায়ইহে ওয়াসাল্লাম আল-আমীন খ্যাত ছিলেন, ছিলেন স্বভাব-চরিএ আর কাজ কর্মে উন্নত। আর যেই তিনি একাত্ববাদের কথা বললেন, ইসলামিক আর্দশের দাওয়াত দেয়া শুরু করলেন, পুরো জাতি উঁনার বিরোধিতা করা শুরু করলেন।

আসলেই বলতে চাচ্ছি, যুদ্বঅপরাধী বা মানবতা বিরোধী এইসব কথাগুলো ইসলামের দুশমনদের একটা ইস্যু মাএ। আসলে ওরা ভয় পায় ইসলামকে। ইসলাম প্রতিস্ঠিত হয়ে গেলে ওদের শয়তানী রাজত্বের অবসান হবে। আর তাই নতুন নতুন করে ওরা এক একটা বানায় যাতে করে ইসলামকে দমীয়ে রাখা যায়।

কিন্তু ইতিহাস বলে এই জুলুম নির্ষাতনের মধ্যে দিয়া ইসলাম এগিয়ে যাবে। আর কিছু লোককে আল্লাহ সুবাহানাতাল্লাহ বাছাই করে শহিদী মর্ষাদায় স্হান দিবেন।

আর যারা তাগুতের ইবাদতকে প্রত্যাখ্যান করে আল্লাহ তাদের সুসংবাদ প্রদান করেন:

“যারা শয়তানী শক্তির পূজা-অর্চনা থেকে দূরে থাকে এবং আল্লাহ অভিমুখী হয়, তাদের জন্যে রয়েছে সুসংবাদ। অতএব, সুসংবাদ দিন আমার বান্দাদেরকে। যারা মনোনিবেশ সহকারে কথা শুনে, অতঃপর যা উত্তম, তার অনুসরণ করে। তাদেরকেই আল্লাহ সৎপথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান।” (সূরা যুমার ৩৯:১৭-১

আল্লাহ সুবাহানাতাল্লাহ অন্যএ বলেন,

"তোমরা দুর্বল হয়ো না হতাশ হয়ো না,তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমীন হও"

এখন শর্ত শুধু একটাই আমাদেরকে হতে হবে প্রকৃত মুমীন। আল্লাহ আমাদের প্রকৃত মুমীন হওয়ার তৌফিক দান করুক, আমীন।

বিষয়: বিবিধ

১২৮৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281930
০৭ নভেম্বর ২০১৪ সকাল ১১:২১
কাহাফ লিখেছেন :
মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের-প্রকৃত মুমিনদের বিভিন্ন পরিক্ষায় নিপতিত করে তাদের পরকালীন মর্যাদা বুলন্দি করেন!
ধৈর্য্য ও নিষ্ঠার সাথে যারা এই পরিক্ষার মোকাবেলা করে তারাই সফলকাম!
১০ নভেম্বর ২০১৪ রাত ০৪:০৯
226118
ওরিয়ন ১ লিখেছেন : আল্লাহ সুবাহানাতাল্লাহ আমাদেরকে সকল প্রকার পরিক্ষায় সফল হবার তৌফিক দান করুক, আমীন।
281931
০৭ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৫
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ভাবছেন বুঝি, এই ট্রাইবুনালের সব বিচার কার্ষ সম্পন্ন হয়ে গেলে আপনারা হয়ে যাবেন গন মানুষের দল, রাজাকার খেতাব ঘুচে যাবে রাতারাতি। মানুষ দলে দলে যোগ দিবে আপনাদের দলে!....??? যথাযথই বলেছেন যতদিন এই উপলব্দি মুসলমানদের আসবেনা ততদিনই নিষ্পেশিত হবে মুসলমান, ভালো লাগলো অনেক ধন্যবাদ
১০ নভেম্বর ২০১৪ রাত ০৪:১০
226119
ওরিয়ন ১ লিখেছেন :
281934
০৭ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫৩
মামুন লিখেছেন : আমাদেরকে হতে হবে প্রকৃত মুমীন। আল্লাহ আমাদের প্রকৃত মুমীন হওয়ার তৌফিক দান করুক, আমীন।
- আপনার দোয়ায় আমীন।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Bee Bee
১০ নভেম্বর ২০১৪ রাত ০৪:১২
226120
ওরিয়ন ১ লিখেছেন :
281936
০৭ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫৪
আনিসুর রহমান লিখেছেন : আমীন। আমীন। আমীন।
১০ নভেম্বর ২০১৪ রাত ০৪:১৩
226121
ওরিয়ন ১ লিখেছেন :
281973
০৭ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৭
সন্ধাতারা লিখেছেন : Valuable writing mashallah. Jajakallahu khair.
১০ নভেম্বর ২০১৪ রাত ০৪:১৪
226122
ওরিয়ন ১ লিখেছেন :
281993
০৭ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৬
নোমান২৯ লিখেছেন : এখন শর্ত শুধু একটাই আমাদেরকে হতে হবে প্রকৃত মুমীন। আল্লাহ আমাদের প্রকৃত মুমীন হওয়ার তৌফিক দান করুক, আমীন। Praying Praying Praying Praying Praying Praying
১০ নভেম্বর ২০১৪ রাত ০৪:১৫
226123
ওরিয়ন ১ লিখেছেন :
281995
০৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৭
হতভাগা লিখেছেন : ৭১ এ কৃত অপরাধকে আপনারা ইসলামের দোহাই দিয়ে রেটিফাই করতে চাচ্ছেন ?

মুসলিম ভাইদের বিনা কারণে হত্যা করেও আপনারা ক্ষমা চাচ্ছেন না বরং ইসলামের দোহাই দেখিয়ে সেটাকে জায়েজ বলছেন - শুধু এই একটা বিষয়ই আপনাদের এবং আপনাদের নেতাদের পরকালে আটকিয়ে দেবে ।

একে তো অত্যাচার করেছেন , মাফও চান নি ,তার উপর আবার দাম্ভিকতা করছেন !

আল্লাহ কিন্তু বান্দার হক মাফ করবেন না যদি বান্দা নিজে তা মাফ না করে ।
১০ নভেম্বর ২০১৪ রাত ০৪:২০
226124
ওরিয়ন ১ লিখেছেন : আগেই একবার বলেছিলাম, হতভাগাদের জন্য আফসোস! দোয়া করি আল্লাহ সুবাহানাতাল্লাহ যেন আপনাকে মূক, বধির ও অন্দ্বত্যের অভিশাপ থেকে মুক্তি দিয়ে ইসলামের আলোকে আপনার মনকে ভরে তুলেন। আমীন।
282001
০৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
282769
১০ নভেম্বর ২০১৪ রাত ০৪:১৫
ওরিয়ন ১ লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File