অসমাপ্ত ভালবাসা থ্রী
লিখেছেন লিখেছেন টিপু এসডি দেব ৩০ নভেম্বর, ২০১৪, ১২:৩৩:১৫ দুপুর
>রিয়াঃ আমায় ভালবাসিস।
>প্রিয়ঃ হুম ।
>রিয়াঃ কতটুকু ।
>প্রিয়ঃ অনেক ।
>রিয়াঃ আমায় বিয়ে করতে পারবি ।
>প্রিয়ঃ হুম ।
>রিয়াঃ তাহলে কালকে আমরা পালিয়ে বিয়ে করবো । ওইখানে আসিস ।
>প্রিয়ঃ ঠিক আছে ।
যেখানে আসার কথা সেখানে রিয়া এসে বসে আছে । কিন্তু প্রিয়র খবর নাই । প্রায় রাত ৮ টায় বসেছিল রিয়া সকাল ১০ টায় বাড়িতে যায় । কিছুদিন পর রিয়ার বিয়ে হয়ে যায় । হঠাৎ একদিন প্রিয়র বাসায় রিয়া আসলো । প্রিয়কে খুঁজতে , যখন বলে, প্রিয় কোথায় তখন প্রিয়র বোন, ওকে একটা চিঠি দেয় । তাতে লিখা সরি রিয়া । জানি আমি, তুই রেগে আছিস আমার উপর । তুই যতক্ষণ ছিলে ওইখানে ততক্ষন আমিও ছিলাম । তোকে পাহারা দিয়েছি । আমি জানতাম আর কয়েকটা দিন মাত্র আমি বাঁচবো । তাই তোর জীবনটা নষ্ট করে দিতে চাইনি । খবরদার এই কথা শুনে কাঁদবি না । তোর চোখের জল দেখলে আমি কষ্ট পাবোরে । লক্ষ্মী মেয়ের মতো থাকিস । আমি তোকে আমার জীবন থেকেও ভালবাসতাম । বেঁচে থাকতেও চেয়েছি । কিন্তু পারলাম না । সবি উপরওয়ালার ইচ্ছা । ভুল করে থাকলে মাফ করে দিস । ইতি তোর প্রিয় । সাথে সাথে রিয়ার চোঁখে অঝোরে পানি পড়তে থাকলো । ভালবাসা একটা অদ্ভুত ।
বিষয়: সাহিত্য
১১৭৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন