অভিনয় করতে চাই

লিখেছেন লিখেছেন টিপু এসডি দেব ০৪ জানুয়ারি, ২০১৫, ১২:৩৮:৩৪ দুপুর

আমার নাম টিপূ সূত্রধর (দেব) ।

গ্রামের নামঃ কালার গাঁও ।

উপজেলাঃ মৌলভীবাজার।

জেলাঃ মৌলভীবাজার ।

থানাঃ মৌলভীবাজার ।

বিভাগঃ সিলেট ।

রাজধানীঃ ঢাকা ।

দেশঃ বাংলাদেশ ।

যোগাযোগঃ http://www.facebook.com/tipu.sddev

আমার ইচ্ছা অভিনয় করবো । কিন্তু আমি যে অভিনয় করবো তার কোনো চাঞ্জ ও পাচ্ছি না । সিলেটি অনেক আঞ্চলিক নাটক হয় । চাই তাদের সাথে অভিনয় করবো । কিন্তু তা ও পারি না । কিন্তু আমার ইচ্ছা আমি অভিনয় করবো । অনেকে বলে আমি এইসবে না ঢুকতে ।কারন তাতে অভিনয় করতে পারবো না । হ্যা আমি মানতে পারি । তাদের মতো অভিনয় করতে পারবো না । কিন্তু মনের সাথে কথা বললেই মন ছুটে যায় অভিনয়ের পাল্লায় । অনেক সময় অভিনয় করার জন্য মঞ্চনাটক করতে যোগ দেই । কিন্তু তাতে ও সমস্যা মঞ্চনাটক অনেক দিন পরে পরে হয় । তাতে আমার মনটা ও ভেঙ্গে পড়ে । আমি অনেক সময় অভিনয়ের জন্য সময় ব্যায় করি । কিন্তু তাতে কোনো লাভ আসে না । কারন অনেকে আমায় দেখে হাসতে থাকে । আমি তা ও এরিয়ে চলি । মন একেক সময় বলে । যদি না পারিস তবুও চেষ্টা চালিয়ে যা , পিছ পা দেইস না । কিন্তু কে কার শুনে মনকে কন্ঠল রাখতে পারি না । অভিনয় কাকে বলে , কত প্রকার , ও কি কি ? কিন্তু মনটা বলে । তুই যা করিয়ে দেখাস এটাকে অভিনয় বলে । অভিনয় অনেক প্রকার , জানি তুই পারবি না । কিন্তু চেষ্টা চালিয়ে যা । একদিন তুই ও করতি পারবি । কিন্তু আমি মনকে বুঝাবো নাকি আমাকে বুঝাবো । মন+আমি । যে দুইটাই বলে তুই অভিনয় কর । একেক সময় আড়ালে কাঁদি আর বলি । গোটা বাংলাদেশে কি এমন মানুষ নাই যে আমাকে এইরকম চাঞ্জ দেয় । নাকি তারা শুধু টাকার পিছনে ছুটে । আমি কি করবো এটাই মাথায় কাজ করছে । বারে বারে বল তুই অভিনয় কর । হ্যা আমার একটা রোগ আছে । রোগটির নাম সপ্ন । ঘুম আসলেই দেখি আমি অভিনয় করছি সপ্নে । কিন্তু বাস্তবে কিছু ঘটে না ।

হয়তো ব্লগে অনেক জন এই কথা শুনে হাসতে পারেন । দয়া করে হাসবেন না । আমি আসলেই ওইরকম । না বলতে পারি ,না সইতে পারি । কিন্তু অভিনয় ছাড়া আমার মাথায় আর কিছু বিরাজ করেই না ।

দয়া করে কেউ আমাকে সাহায্য করো ।

বিষয়: বিবিধ

২২০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File