কথায় নয় কাজে দেব
লিখেছেন লিখেছেন টিপু এসডি দেব ২৪ এপ্রিল, ২০১৮, ১২:২৪:০৩ রাত
দেব কথায় নয় কাজেই সেরা। কিছু দিন যাবৎ দেবকে নিয়ে প্রচুর খিল্লি হতো। বুঝতেই পারেন কেন বা কি কারন। প্রথমে বাংলা ছবিতে আতেল গিড়ি। তারমধ্যে সবচেয়ে পপুলার অভিনেতা। টলিউডে দেবকেই বেশি সমর্থন করেন। সেই দেবের ছবি পাগলু, মানতে পারেননি অনেক। আবার অন্যদিকে রাজনীতি তো লেগেই আছে। আর সেই বিপাকে দেব। কিন্তু তিনি করে দেখালেন কি করতে পারেন। তাই একের পর এক চাঁদের পাহাড় বুনোহাঁস, আমাজন অভিযান, জুলফিকারের মতো ছবি উপহার দেন। এবং অনেক সাফল্য পান। সব থেকে বড় কথা কদিন হলো নিজের একটি প্রযোজনা প্রতিষ্টান করেন। সেই প্রতিষ্টানের দাড়া ভিন্ন ধর্মীয় ছবি উপহার দিয়েই যাচ্ছেন। যেমন চ্যাম্প একজন বক্সার, ককপিট একজন পাইলট, আর কবির একজন নেগেটিব রূপ সত্যি আর্শয্য। বিশ্বাস করেন। খুব আফসোস হচ্ছে কেন আমি দেব ফ্যান হলাম না। অভিনেতা হতে হলে দেবের মতো হও। প্রযোজক হতে হলে দেবের মতো। বেশি না আর কিছুদিন পর মানুষ এমনই বলবে। স্যালুট দেবকে। এগিয়ে যাও।
বিষয়: বিবিধ
৯০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন