সমাজ মন্ত্রী মহসিন আলির মৃত্যু সিঙ্গাপুরে
লিখেছেন লিখেছেন টিপু এসডি দেব ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:০৭:০৬ দুপুর
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার
স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিটে ৬৬ বছর বয়সী এই
রাজনীতিবিদের মৃত্যু হয় বলে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনার
মাহবুব উজ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গভীর শোক প্রকাশ করেন বলে তার উপ-প্রেস সচিব আশরাফুল আলম
খোকন জানিয়েছেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ
ডিলুও সমাজকল্যাণমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গত ৩ সেপ্টেম্বর
সমাজকল্যাণমন্ত্রীকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা
হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় গত ৫ সেপ্টেম্বর তাকে এয়ার
অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিঙ্গাপুর। ছোট মেয়ে সৈয়দা
সাবরিনা শারমীন এবং স্ত্রী সৈয়দা সায়রা মহসিনও তার সঙ্গে যান।
এর আগে একবার বাইপাস সার্জারি হয়েছিল মহসিন আলীর। এছাড়া
ডায়াবেটিসের সমস্যার কারণে দিনে দুই বেলা ইনসুলিন নিতে হত
তাকে।
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য সৈয়দ মহসিন
আলী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য ছিলেন।
২০০৮ সালে মেলভীবাজার-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত
হওয়ার পর তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন
করেন।
আর গতবছর দশম জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হওয়ার
পর তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী।
১৯৪৮ সালের ১২ ডিসেম্বর মৌলভীবাজারে জন্ম নেওয়া সৈয়দ মহসিন
আলী রাজনীতিতে আসেন ছাত্রলীগের মাধ্যমে। একাত্তরে সিলেট
বিভাগ সিএনসি স্পেশাল ব্যাচের কমান্ডার হিসেবে তিনি
সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন।
১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের
সভাপতির দায়িত্ব পালন করেন মহসিন। মৌলভীবাজার পৌরসভার
চেয়ারম্যান নির্বাচিত হন তিনবার। সেক্টরস কমান্ডার ফোরামের
কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন তিনি।
কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের এমবিএ ডিগ্রিধারী সৈয়দ মহসিন
আলী মৌলভীবাজার চেম্বারের সভাপতির দায়িত্বও পালন করেন।
তিন মেয়ের বাবা সৈয়দ মহসিন আলী বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে
একাধিকবার সংবাদের শিরোনামে আসেন। সাংবাদিকদের নিয়ে
মন্তব্যের কারণেও বিভিন্ন সময়ে তাকে সমালোচিত হতে হয়।
বিষয়: আন্তর্জাতিক
১৩২৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন