বাংলাদেশের প্রথম নাস্তিক হল আরজ আলী মাতাব্বর !
লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০৯:৪৪ সকাল
বাংলাদেশের প্রথম নাস্তিক হলে
আরজ আলী মাতাব্বর !
.
সে সর্ব প্রথম এদেশে
নাস্তিক্যবাদের প্রচলন করেন !
.
১৭ডিসেম্বর ১৯০০সালে বরিশাল
জেলায় জন্ম গ্রহন করে !
.
খুব ছোট বেলায় সে তার পিতা
মাতাকে হাঁরায় !
.
আরজ আলী প্রকৃত পক্ষ্যে একজন
অশিক্ষিত কৃষক !
.
তাই সে পড়া লেখা একদম করতে
পারে নি !
.
তবে নিজের প্রচেষ্টায় ,বরিশাল
লাইব্রেরী থেকে বই এনে সে নিজে
নিজে পড়ত !
.
তারপর শুরু করেঃ দুনিয়া, আখিরাত ,পরকাল ইত্যাদি গবেষনার কাজ !
.
দীর্ঘদিন গবেষনা করে তিনি আবিষ্কার করেন ,"সৃষ্টি কর্তা বলতে পৃথিবীতে কেউ নেই" !
.
তার সাথে সাথে সে ধরেছে ইসলামের বিভিন্ন বিষয়ে অনেক ভূল !
.
"অল্প বিদ্যা ভয়ংকরী ,জুতারে কয়
আলমারী" এখানে এ প্রবাদটি আমি
যথার্থই মনে করি !
.
যার নেই কুরআন ,হাদীস এবং ইসলাম
সম্পের্কে ধারনা ,সে ধরে ইসলামের
ভূল !
.
আমরা জানি ,নাস্তিক মানেই হল সব
ধর্ম সম্পর্কে তার চুলকানী থাকবে !
.
কিন্তু আরজ আলী তার ব্যতিক্রম ,
অন্য ধর্ম বাদে শুধুমাত্র ইসলাম
সম্পর্কে তার চুলকানী !
.
তাই তাকে আমি নাস্তিক না বলে
প্রচন্ড ইসলাম বিদ্ধেশী হিসাবে
উল্লেখ করছি !
.
তার লিখিত ,"সত্যের সন্ধানে" বইটি
আমি পড়েছি ,বইয়ের প্রতিটি লাইনে সে
ইসলামকে স্পষ্টভাবে কটাক্ষ্য
করেছে !
.
অতি সাধারন অশিক্ষিত এক কৃষক
হয়েও সে বাংলার নাস্তিক সমাজের
মধ্যমনি !
.
শুধুমাত্র ইসলাম বিরোধীতা করার
কারনে নাস্তিকরা তাকে নিজেদের
ধর্মগুরু বানিয়ে নিয়েছে !
.
আরজ আলীকে বাংলার নাস্তিকদের
জনকও বলা হয় !
.
তারই সৃষ্টিঃ তাসলিমা ,লতিফ ,
গাফ্ফার ,হুমায়ূন আজাদ ,কবীর চৌধুরী
সহ আরও অনেকে !
.
আল্লাহ রাব্বুল আলামীন আরজ আলীর
সঠিক বিচার করুন !
.
আমীন !
বিষয়: বিবিধ
১৮৯৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হুমম!! যে আল্লা নিজের ঘর কাবা শরিফের ভাংগন ঠেকাতে পারেন্না তিনি করবেন বিচার!! হাসি পেল।
সবুজ ভাই @এদেশে সর্ব প্রথম প্রকাশ্যে নাস্তিক্যতাবাদ প্রচার করে আরজ আলী তাই নাস্তিকরাও তাকে বাংলাদেশের প্রথম নাস্তিক বলে !
মন্তব্য করতে লগইন করুন