জিহাদ স্মরণে
লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ২৭ ডিসেম্বর, ২০১৪, ১০:৪০:১৭ রাত
জিহাদ জিহাদ করে মায়
জিহাদ গেল কাদের নায়
আয়রে জিহাদ ঘরে আয়
কেঁদে অস্থির বাবা মায়।
এমন সময় খবর এলো
জিহাদ গেছে পড়ে
গাফলতির সেই খুড়া গর্তের
ছয়শত ফুট গভীরে।
চারদিক থেকে ছুটে আসলো
দক্ষ কত লোক
জুস খাওয়ালো,পানি দিল
আশায় বাধলো বুক।
বলল জিহাদ বেঁচে আছে
চেষ্টা করে দেখি
জীবিত অথবা মৃত তাকে
তুলতে পারি নাকি।
অনেক রাতে প্রতিমন্ত্রি এলেন
ডুলু ডুলু চোখে
বললেন সব গুজব নাকি
যা বলে সবলোকে।
সার্কিট ক্যামেরা যন্ত্রপাতি
যত ঢুকালাম তাতে
ব্যাঙ টিকটিকি ময়লা ছাড়া
কিছুই পড়ে না চোখে।
জানি তোমরা ছিলে সবাই
ছিলে মহা ব্যাস্ত
আপাতত ক্ষান্ত কর
গুটিয়ে নাও হস্ত।
তারপরে আসলো ক জন
ওয়ার্ক সপের শ্রমিক
জাল পেঁচিয়ে বের করে আনলো
জিহাদ সোনার মানিক।
কতদিন আর শুনতে হবে
মায়ের এমন আহাজারি!
সরকারের গাফলতিতে
কত জীবন যাবে ঝরি।
বিষয়: সাহিত্য
১০৮০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর কী তামাশা করতে পারে সরকার আর তার তাবেদার রাষট্রশোষকরা।
....
পিলাচ পিলাচ
মন্তব্য করতে লগইন করুন