মনে রেখো
লিখেছেন লিখেছেন udash kobi ২৭ ডিসেম্বর, ২০১৪, ১০:৫১:৫৩ রাত
ভুলে যাও তুমি জীবনে কী পেলে
হিসেব করো যা প্রদত্ত পরের প্রতি
মনে রাখো লাভের কথা হৃদয় ঘরে
ভুলে যাও যা কিছু হয়েছে ক্ষতি!
আনন্দকে করো উপভোগ জীবন ভরে
বিড়ম্বনা যা কিছু দুর্ভাগ্যের কবলে
মনে রেখো বন্ধুত্ব আত্মার খোরাকে
শত্রুতা ভুলে গিয়ে মন দখলে!
হিসেব করো যতনে সম্মানের মুলধন
অর্থ-সম্পদ মিছে মায়া সংসারে।
ভালোবাসো পরকে নিজেরই মতো
যে তোমায় ভালোবেসে মন কাড়ে!!
স্মৃতিতে রাখো হাসি-খুশি দিনগুলি
ভুলে গিয়ে অশ্রু প্লাবিত ক্ষণমাখা।
বছরের হিসেব কেন রাখো মিছে
উপভোগ করে যাও বেঁচে থাকা!!
বিষয়: সাহিত্য
৮১৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিড়ম্বনা যা কিছু দুর্ভাগ্যের কবলে
আপাতত এই নীতিতেই বিশ্বাসী। ছোট্ট এই জীবনে আনন্দ ছাড়া আর কিইবা আছে।
ধন্যবাদ। ভালো থাকুন
মন্তব্য করতে লগইন করুন