কাব্যে সূরা- নাসর

লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ৩১ অক্টোবর, ২০১৪, ০৮:৩১:০৭ রাত

মক্কা বিজয়ের পূর্বে আল্লাহ তায়ালা

দিলেন সুসংবাদ

প্রবোদ দান করে বললেন

শোন হে! মুহাম্মাদ (সঃ)।

মহান রবের সাহায্য আর বিজয়

আসতে দেখবে যখন

আল্লাহর দ্বীনে দলে দলে মানুষ

প্রবেশ করবে তখন।

প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা কর

তোমার প্রতিপালকের

বিনম্র চিত্তে ক্ষমা প্রার্থনা কর

কাছে রহিম ও রাহমানের।

যদি করতে পারো খালেস অন্তরে

তাওবা তাঁহার কাছে

ক্ষমা করে দেবেন ভুলত্রুটি সব

যা করেছ আগে পিছে।

রহমতেরই ভাণ্ডার তিনি

তাঁর ভাণ্ডারে যখন আসে জোয়ার

দেখিবে তখন পার পেয়ে যাবে

অনেক পাপি-তাপি গোনাহগার।

আমরা বসে আছি প্রভু তোমার

সেই রহমতেরই আশায়

ক্ষমা করে দিয়ে কাছে টেনে নিও

সেই মহা মুসিবতের বেলায়।

বিষয়: বিবিধ

১২৫৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280059
৩১ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৪
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ।
০১ নভেম্বর ২০১৪ রাত ০১:১৫
223778
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ।
280061
৩১ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose জাজাকাল্লা খায়রান। অনেক সুন্দর লিখেছেন।
০১ নভেম্বর ২০১৪ রাত ০১:১৭
223779
রফিক ফয়েজী লিখেছেন : আলহামদুলিল্লাহ।ধন্যবাদ।
280154
০১ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৩৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.. ... খুবই সুন্দর হয়েছে কাব্যিক অর্থ - ভালো লাগলো অনেক Good Luck Good Luck যাজাকাল্লাহু খাইর Rose Good Luck Good Luck Rose
280155
০১ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৩৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : কিছু মনে না করলে একটা পরামর্শ দিতে চাই। ----- কবিতার শেষে সুরার সরল অর্থ (মানে ইকজেক্ট অনুবাদও) যদি এ্যাড করে দিতেন, বেশি ভালো হতো। ( ঠিক যেমনটি শ্রদ্ধেয়া ব্লগার ফাতিমা মরিয়াম আপু করেন উনার রচিত কাব্যিক অনুবাদ এর ক্ষেত্রে)। ---- অনেক সময় কবিতা থেকে সঠিক অর্থ বুঝতে সক্ষম হয় না অনেকেই - ভুল বুঝার আশঙ্কা থেকেই যায়! তাই বলছিলাম।

ক্ষমা করবেন ছোট হয়েও বিজ্ঞজনকে পরামর্শ দেয়ার জন্য।
০১ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৮
223901
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্যে। ইনশাআল্লাহ সামনের দিকে চেষ্টা থাকবে পরামর্শ কাজে লাগানোর।
290567
০২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২৩
ইবনে আহমাদ লিখেছেন : যদি করতে পারো খালেস অন্তরে
তাওবা তাঁহার কাছে
ক্ষমা করে দেবেন ভুলত্রুটি সব
যা করেছ আগে পিছে।

ব্যক্তিগত উদ্দোগে যা করছেন তার জন্য মহান আল্লাহর কাছে আপনার জন্য দোয়া চাই। আরো শানিত,সহজবোধ্য,এবং সাহিত্যিক মান রক্ষা করে যেন লিখতে পারেন।
আপনাকে মোবারকবাদ।
290757
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৩৫
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ।আপনাদের সুপরামর্শ এবং দোয়াই কাম্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File