কাব্যে সূরা- নাসর
লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ৩১ অক্টোবর, ২০১৪, ০৮:৩১:০৭ রাত
মক্কা বিজয়ের পূর্বে আল্লাহ তায়ালা
দিলেন সুসংবাদ
প্রবোদ দান করে বললেন
শোন হে! মুহাম্মাদ (সঃ)।
মহান রবের সাহায্য আর বিজয়
আসতে দেখবে যখন
আল্লাহর দ্বীনে দলে দলে মানুষ
প্রবেশ করবে তখন।
প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা কর
তোমার প্রতিপালকের
বিনম্র চিত্তে ক্ষমা প্রার্থনা কর
কাছে রহিম ও রাহমানের।
যদি করতে পারো খালেস অন্তরে
তাওবা তাঁহার কাছে
ক্ষমা করে দেবেন ভুলত্রুটি সব
যা করেছ আগে পিছে।
রহমতেরই ভাণ্ডার তিনি
তাঁর ভাণ্ডারে যখন আসে জোয়ার
দেখিবে তখন পার পেয়ে যাবে
অনেক পাপি-তাপি গোনাহগার।
আমরা বসে আছি প্রভু তোমার
সেই রহমতেরই আশায়
ক্ষমা করে দিয়ে কাছে টেনে নিও
সেই মহা মুসিবতের বেলায়।
বিষয়: বিবিধ
১২৫৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ক্ষমা করবেন ছোট হয়েও বিজ্ঞজনকে পরামর্শ দেয়ার জন্য।
তাওবা তাঁহার কাছে
ক্ষমা করে দেবেন ভুলত্রুটি সব
যা করেছ আগে পিছে।
ব্যক্তিগত উদ্দোগে যা করছেন তার জন্য মহান আল্লাহর কাছে আপনার জন্য দোয়া চাই। আরো শানিত,সহজবোধ্য,এবং সাহিত্যিক মান রক্ষা করে যেন লিখতে পারেন।
আপনাকে মোবারকবাদ।
মন্তব্য করতে লগইন করুন