ভালো আছি . .
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ৩১ অক্টোবর, ২০১৪, ০৮:৩৬:৩৪ রাত
নষ্ট মানুষ নষ্ট সমাজ,
নষ্ট দেশের নীতি;
ধ্বংস হয়ে বিবেক পাখি,
হারায় চোখের জ্যোতি ।
শিক্ষা-সমাজ-মুল্যবোধ সব,
হারায় তাদের গতি;
রক্ষক আজ ভক্ষক হয়ে,
টানে কানের লতি !
বনবাসে যাবে কোথায়?
বন কোথাও আর নেই !
বিশ্বায়ন আর ধ্বংস-যজ্ঞে
হারিয়ে গেল খেই ।
সন্ত্রাস আর দুর্নীতি,
পুঁজি সকল খানে;
মুল্যবোধের মুল্য যে নেই ,
জানে সবাই জানে ।
বুকে নিয়ে বিরহ ব্যাথা,
দুঃখ জ্বালা ক্লেশ;
এত কিছুর পরও সবাই
ভালো আছি বেশ !
(০৪/০১/২০০৬; ময়মনসিংহ)
বিষয়: বিবিধ
১০৪৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিও পড়েছি আমার ও ভাল লাগছে ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন