জুতা নিক্ষেপের রহস্য ও সহজ সমাধান। অতিমাত্রায় রস দিতে গিয়ে ধরা খেলো আওয়ামেলীগের ঢাকা ট্রিবিউন নামক অনলাইন পোর্টাল
লিখেছেন লিখেছেন আদি মানব ৩১ অক্টোবর, ২০১৪, ০৮:৫৪:১৪ রাত
কিছু কথা না বললেই নয়, আওয়ামেলীগপন্থি সাংবাদিকদের বিভেক বলতে সত্যিই কিছু নাই, মিথ্যা জুতা মারার বিষয়টাকে এমনভাবে উপস্থাপনা সত্যই লজ্জাকর। কিছু প্রশ্ন থেকে যায়, ঘটনার এত্তদিন পর হঠাৎ পাওয়াগেলো(কথিত জুতা নিক্ষেপকারীকে) আর ঢাকা ট্রিবিউন নামের অখ্যাত অনলাইন পত্রিকা সাক্ষাতকারে একবারেও জুতা নিক্ষেপ করার সত্যটা নিয়ে প্রশ্ন করেন নি, আবার যেই ছবি ব্যবহার করা হয়ে ছিলো তা এমন ঘোলাটে যে উহা মনে হয় ১৯৭০ সালে তোলা। আবার গণজাগরণের সেই মহান! জুতা নিক্ষেপকারী বলেছেন তিনি হঠাৎ করে জুতা নিক্ষেপ করেছেন যা তার সহযোদ্ধারাও বুঝতে পারেন নি বা যানতেন নাহ। তাহলে হঠাৎ করে উক্ত ফটোগ্রাফার কে? তিনি বললেন জামাত-শিবির প্রতিক্রিয়া দেখিয়ে ছিলো, তিনি সেখানে গিয়েছেন ২০-৪০ জন নিয়ে তাহলে কি তাকে ছিড়ে ফেলার সুযোগ জামাত-শিবিরের ছিলো নাহ? আমি চ্যলেঞ্জ দিলাম সাহস থাকলে বাংলা ট্রিবিউন উক্ত কথিত ছবি প্রকাশ করুক। আসলে তারা এই মিথ্যা টাকে সত্য বলে বানাতে চায়, ভবিষ্যৎ এ যখন এই জানাজা নিয়ে প্রশ্ন হবে উক্ত কল্পিত জুতার গল্প ফাঁদতেন পারেন। অনেক অসামঞ্জস্যতা পাবেন, সাক্ষাতকার সাধারণত এমন হয় নাহ। রস বেশি দিতে গিয়ে ধরা।
নিচে লিংক দিলাম আপনারা আমার থেকেও বুদ্ধিমান, আরো মিথ্যা হাতে নাতে ধরতে পারবেন - http://www.bdmonitor.net/newsdetail/detail/200/96718#tips
বিষয়: রাজনীতি
১৫৯৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন