কলঙ্ক
লিখেছেন লিখেছেন অগ্রহায়ণ ০৩ নভেম্বর, ২০১৪, ১১:০৬:০৪ রাত
বেসিনের আয়নার সামনে দাড়িয়ে নিঃপলক অনেক্ষন নিজের চেহেরার দিকে তাকিয়ে রইল বিথী।
ভেজা হাতে গাল স্পর্শ করল। চোখ, নাক, মুখ।
চুল গুলো দেখতে লাগল গভীর ভালোবাসায়।
আবার গিয়ে বস্ত্রহীন গা এলিয়ে দিল বাথটাবে। হট ওয়াটার ছেড়ে শুয়ে রইল অনেক্ষন অনেক্ষন।
কিছুতেই সেই স্মৃতি মাথা থেকে ফেলতেই পারছেনা সে।
কলেজে ২য় ক্লাস সেরে কমন রুমে গিয়েছিল বিথী। একটু পরেই ভুল করে ঢুকে পড়ে কলেজের প্রিন্সিপাল স্যার।
বিথীকে দেখেই স্যারের চোখে দুষ্টমি খেলে যায়। পিছন ফিরে দরজার হুক লাগান তিনি। তারপর মুখে হাসির রেখা টেনে বিথীর দিকে এগুলেন প্রিন্সিপাল স্যার। প্রথমে হাত দিয়ে ছুয়ে দিলেন তার চুল। তারপর গাল। তারপর....
বিথীর এমন শক হয়েছিল যে বাধা দেবার শক্তিও যেন কোথায় হারিয়ে ফেলল সে।
[][][]
ঝট করে বাথটাব থেকে ওঠে আবার বেসিনের সামনে দাড়াল সে। আরেকবার নিজের প্রিয় মুখ খানা দেখল নয়ন ভরে।
তারপর ডানহাতে আস্তে করে টেনে নিল স্টিলনেস ব্লেড।
ব্লেড প্রথমে ছুয়ে দিল তার গাল,তারপর চোখ,তারপর ঠোট, তারপর পুরা শরীর...
যেতে যেতে বেসিনের আয়নায় বিথী তার রক্ত দিয়ে লিখে গেল -" কলঙ্ক মুছন করলাম"
[][][]
উপরের ঘটনায় যদি আপনাকে কমেন্ট করতে বলা হয় তাহলে আপনি কি বলবেন?
- মেয়েটি বোকা। -মেয়েটি এমন করা ঠিক হয়নি। - স্যারের ফাসি চাই,তবে বিথী নিজেকে শেষ না করলেও পারত। - মরে গেলে কলঙ্ক মুছন হয় না।।। ইত্যাদি ইত্যাদি বলবেন হয়তো।
তাহলে এখন হাসিনাকে কি বলবেন????
তিনি তো বাংলাদেশের সম্পদ কে ফাসিতে ঝুলিয়ে কলঙ্ক মুছতে চাইছে।
যাদের কে তিনি জুডিশিয়াল কিলিং এ শেষ করতে চাইছেন তারা কি এই সময়ের শ্রেষ্ট সন্তান নয়???
তিনি কি নিজেরই ক্ষতি করছেন না???
১৯৭১ সালে প্রিন্সিপাল স্যার হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। হাসিনা পারলে তাদের কিছু করে দেখায় না কেন।
নাকি আপনি ও মনে করেন স্যারের দোষে বিথী নিজেকে শেষ করেই কলংক মুছে গেছে।
সে কি তার বাকি জীবন কাজে লাগিয়ে নিজের, দেশের, সমাজের সম্পদ হতে পারতো না????
বিষয়: রাজনীতি
১০৩৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন