তোমার জন্য সুখবর

লিখেছেন লিখেছেন অগ্রহায়ণ ১০ অক্টোবর, ২০১৪, ১১:১২:১৮ সকাল

এবার তোমার জন্য সুখবর। সেই সাথে সুখবর দেশবাসীর জন্য। অভিনন্দন তোমাকে এবং সবাইকে।

মুক্তি পেতে যাচ্ছেন দীর্ঘদিন ধরে কারারুদ্ধ জামাত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী, মতিয়ুর রহমান নিজামী, গোলাম আযম সহ যুদ্ধাপরাধে অভিযুক্ত সবাই।

মুক্তি পাচ্ছেন অলিখিত বিরোধীদল বিএনপির সব রাঘব বোয়াল নেতা,যারা দুর্নীতির দায়ে জেলে আছেন।

মুক্তি পাবেন সকল রাজবন্দী। বন্ধ হয়ে যাচ্ছে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা। তাই দেশে ফেরার সুযোগ পাচ্ছেন হাওয়া ভবনের রাজপুত্র তারেক রহমান।

ছাড়া পাবেন দেশের বিভিন্ন জেলে থাকা সকল বন্দী। যারা খুনের দায়ে ফাসির দড়ির অপেক্ষায় আছে, যারা পকেটমারে জেলে আছেন তারা, যারা বিনা অপরাধে আছেন তারাও।

বন্ধ হয়ে যাবে দেশের সকল জেলা ও দায়রা জজ আদালত। কারন বন্ধ করে দেওয়া হচ্ছে সারা দেশে জমা হওয়া লক্ষ লক্ষ মামলার কার্যক্রম।

সেই সাথে বন্ধ হবে দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট, সুপ্রিমককোর্ট।

জানা গেছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুপ্রিমকোর্ট ভবন কে যাদুঘরে রুপ দেওয়া হবে।

আর হাইকোর্ট, জজকোর্ট, দায়রাজজ কোর্ট পরিনত করা হবে মাছের আড়ত, কলার আড়ত, কাঠালের আড়ত সহ বিভিন্ন প্রোডাক্টিভ কাজে।

কি ব্যাপার, তুমি এমন অবাক হয়ে তাকিয়ে আছো কেন? এখানে এত অবাক হওয়ার কি আছে।

আচ্ছা বাদ দাও, আরো কিছু খবর শোন –

বেকার হতে যাওয়া হাজার হাজার উকিল,ব্যারিস্টার, জজ দের জন্য “বিলুপ্ত পেশাজীবী আশ্রম” বানানোর প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

এখন থেকে জাতির পিতা/ জাতির কন্যা কে ব্যাঙ্গ করলে কারো জেল হবে না।

কেউ চুরি করলেও কিছু বলা হবে না।

কেউ খুন করে থানায় হাজির হলে ওসি সাহেব তাকে চা-বিস্কিট খাওয়াবেন।

কোন রাজনীতিবিদ হাজার কোটি টাকার দুর্নীতি করলেও তাকে কেউ জিজ্ঞাসা করবেনা, এমন কেন করলা বাবা?





এত সব কিছু হতে যাচ্ছে যে মহৎপ্রাণ মানুষটির জন্য তার নাম – সৈয়দা সাজেদা চৌধুরী।

তিনি লইট্যা’র বিচার প্রশ্নে সরকারের অবস্থান ক্লিয়ার করতে গিয়ে বলেন – “আসল বিচার আল্লাহর হাতে। লইট্যা’র বিচার ও আল্লাহ তায়ালা করবেন।”

যেহেতু লইট্যা’র বিচার আল্লাহ করতে পারবেন সেহেতু সকল বিচার আচার আল্লাহ তায়ালাই করবেন।

মহান আল্লাহর প্রতি তার প্রগাঢ় আস্তা দেখে আমরা যারপরনাই খুশিতে বাকবাকম।

সাজেদা চৌধুরী একজন সম্ভ্রান্ত পরিবার ‘সৈয়দ’ বংশের মেয়ে। তার উপর মায়ের জাত। উনার কথা কি নসিমন-করিমনের মতো বস্তির মহিলার কথা নাকি

উনার কথার অবশ্যই মুল্য আছে।

আসুন প্রিয় দেশবাসী, আমরা এই দেশের বিপ্লবীক পরিবর্তনের নায়ক (থুক্কু নায়িকা) সৌয়দা সাজেদা চৌধুরী কে হাততালি দিয়ে অভিবাদন জানাই।

বিষয়: রাজনীতি

১০৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File