সেদিন রোকেয়া কেদেছিলো...

লিখেছেন লিখেছেন নিরবে ২০ মে, ২০১৫, ১১:২৪:২৮ রাত



বিয়ার আগে আপনি আমারে দ্যাখছেন!!! মাসুমের দিকে তাকিয়

বিস্ময়ে ও লজ্জায় আধমরা হয়ে রোকেয়া প্রশ্ন করে ।

"হুম, দেখছি না? দেখছি তো । খালার বিয়েতে গিয়ে তোমারে পরথম দেখছিলাম বউ। তুমি খালার পাশে বসে ভেউ ভেউ করে কাদছিলে যে..."

লজ্জায় রোকেয়ার মুখ এতটুকু হয়ে গেল আবার।

সত্যিই এই মানুষটা তাকে বিয়ে করার জন্য বলা যায় আদা জল খেয়ে লেগেছিলো। কতবার যে রোকেয়ার আব্বাজান ফিরিয়ে দিয়েছেন মাসুমকে তার ই্য়ত্তা নেই। কিন্তু তবুও এই মেয়েকে তার বিয়ে করা লাগবে। বিয়ের আগে রোকেয়া মাসুমকে দেখেছে বলে মনে পড়ে না। কিন্তু তার এই পাগলা বরটা তাকে দেখেছে । ফিক্ করে হেসে ফেলে রোকেয়া। মাসুম সেটা ধরে ফেলে। "এই ক্যান হাসলা তুমি? "

"এমনি"।

একটা কিছু বলবে মাসুম তখনই রোকেয়া খেয়াল করলো মানুষটার মুখ কেমন জানি বিকৃত হয়ে যাচ্ছে। যেন কেউ মাসুমের দেহটা দুমড়ে মুচড়ে সবখানি প্রানশক্তি বের করে নিচ্ছে।

"কি হইচে আপনার? কষ্ট হচ্ছে ? কোতায় কষ্ট হচ্ছে?"

মা, ওমা আপনার ছেলে কেমন জানি করতেছে। ও মা , মা..."

চিতকারে পুরা বাড়ি মাথায় তুলে ফেলে রোকেয়া। সবাই ছুটে আসে । গ্রামের বাড়ি।আশপাশের লোকজনও আসে এগিয়ে।

মাসুমের মুখ দিয়ে কোন কথা বেরুচ্ছে না। ওর মা সমানে কাদছেন। রোকেয়া সারা বাড়ি ছুটোছুটি করছে।একবার পানি নিয়ে আসছে , একবার তেল নিয়ে আসছে। ও ভেবে পাচ্ছেনা কি করবে। এরই মধ্যে সবাই ওকে দোষ দিচ্ছে, গালিগালাজ করছে, কেউ অভিশাপ দিচ্ছে।

কেউ একজন ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার দ্রুত ঢাকায় নিতে বললেন। বুক ভেঙে কান্না আসছে রোকেয়ার। মাত্র ৬ মাসেই সে এই মানুষটাকে অনেক ভালোবেসে ফেলেছে। এতটা কষ্ট পাচ্ছে মাসুম কিন্তু রোকেয়া কিছু করতে পারছে না। আ্যম্বুলেন্সে উঠবে তখন কেউ ওকে যেতে দিলনা।

ও নাকি এই বাড়ির জন্য অভিশাপ। চলে গেল মাসুমের আ্যম্বুলেন্স ।আর কিছুক্ষন পর চলে গেল মাসুম। খবরটা শুনে রোকেয়া একটুও কাদেনি।

ওকে বাপের বাড়ি চলে যেতে বাধ্য করা হলো। যাবার আগে ওর শাশুড়ির হাত ধরে ও বলেছিল " মা ,আমার পেটে মাসুমের সন্তান।" বিস্ময়ে হা করে তাকিয়ে রইলেন ওর শ্বাশুড়ি। এর মধ্যেই ওর আব্বাজান ওকে হাত ধরে টেনে নিয়ে ভ্যানে উঠালেন। রোকেয়া শুনলো ওর শ্বাশুড়ি ওকে আবার গালি দিচ্ছে। তখনো কাদেনি রোকেয়া।

আজ ১ মাস হলো রোকেয়া বাপের বাড়ি এসেছে।এতটুকু মেয়ে বিধবা জেনে সবাই সহানুভুতি দেখায়। এই বিধবা শব্দটা রোকেয়া খুব ওপছন্দ করে। এটা যেন ওর কলিজা ফালি ফালি করে কেটে ফেলে। বাপের বাড়িতে কেউ ওর অযত্ন করেনি কিন্তু তবু ওর মন পড়ে থাকে শ্বশুরবাড়ি।ওর সন্তান বাপ-দাদার ভিটায় জন্মাক এটা ও মনেপ্রানে চায়।

(চলবে) আগামী পর্ব শেষ পর্ব।

বিষয়: সাহিত্য

১০৫৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321437
২১ মে ২০১৫ রাত ১২:২৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোকেয়ার কষ্টের কথা পড়ে ভীষণ খারাপ লাগলো। তবে আপনার সরব উপস্থিতিকে সুস্বাগতম। লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
২১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
262701
নিরবে লিখেছেন : আপনার আন্তরিকতার জন্য ধন্যবাদ
321465
২১ মে ২০১৫ রাত ০১:৪৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আগামী পর্বের অপেক্ষায়।
২১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
262704
নিরবে লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। শুকরান আপু
২১ মে ২০১৫ রাত ০৮:০৬
262712
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : http://www.monitorbd.net/blog/blogdetail/bloglist/9615/nor15 গুরে আসুন...!
321470
২১ মে ২০১৫ রাত ০১:৫২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভীষন কষ্ট লাগছে লেখাটির শুরু পড়ে। আল্লাহ আপনি রোকেয়ার সহায় হোন। পরের পর্বের অপেক্ষায়.......।
২১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
262706
নিরবে লিখেছেন : Crying Crying Crying
ধন্যবাদ আপুজি । পরের পর্বের আমন্ত্রন রইল
321481
২১ মে ২০১৫ রাত ০২:২১
স্ব.ঘোষিত.নাস্তিক লিখেছেন : চরম লিখছেন পরবর্তী পর্বের অপেক্ষায়
২১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
262707
নিরবে লিখেছেন : ধন্যবাদHappy
321491
২১ মে ২০১৫ রাত ০২:৫৪
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম। গল্পের শুরুটা ছিল চমৎকার ভালোলাগার ডোরে টেনে নিয়েছিলো শেষতক পর্যন্ত কিন্তু........ আসলে জীবন তো সবসময় শুধু ভোগের হয় না, ত্যাগ আর কষ্ট ও থাকে!

খুবি ভালো লাগলো গল্প(জীবন থেকে নেয়া?) এবং লিখার স্টাইলটি! পরের পর্ব পড়ার অপেক্ষায়.....

আমাদের সমাজে রোকেয়ারা বড়ই অসহায়.....
২১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
262708
নিরবে লিখেছেন : জি আপু। জীবনে ত্যাগই হয়ত বেশী। বিশেষ করে মায়েদের
321535
২১ মে ২০১৫ সকাল ১১:১৩
ছালসাবিল লিখেছেন : Surprised Surprised Surprised Surprised পড়ার সময় প্রথমে আস্তে আস্তে পড়ছিলাম Smug হঠাৎ পড়ার স্পিড বেড়ে গেলো Give Up এক নিশ্বাসে শেষ করলাম Waiting

এরখম করে কেউ লেখে Time Out যে নিশ্বাস নেবার সময় পাওয়া যায় না Day Dreaming
এই যে আপপপপি Day Dreaming Rose
২১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
262710
নিরবে লিখেছেন : ভাগ্যিস আমি ২ পর্বে লিখছি...নইলে আপনি এতক্ষন ওপারে চলে যেতেন। হা হা হা।
ধন্যবাদ
২২ মে ২০১৫ রাত ০৯:৪৪
262946
ছালসাবিল লিখেছেন : একটু ওয়েট আপনার জন্য হাতুড়ি নিয়ে আসছি Smug
পেরের পর্ব কই? Surprised লিংক প্লিজ Crying
321949
২৩ মে ২০১৫ সকাল ০৫:৩৬
নিরবে লিখেছেন : click here

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File