Bee Bee ছবি ব্লগ (সফর নামা) Bee Bee

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ২০ মে, ২০১৫, ১১:৪৫:৫১ রাত

আমিরাতে শুক্রবার সাপ্তাহিক সাধারণ ছুটি। শনিবার শুধু গভমেন্ট সেক্টরে ছুটি থাকে। আমরা যারা প্রাইভেট সেক্টরে কাজ করি, শনিবারের ছুটি আমাদের ভাগ্যে জোটে না। কিন্ত গত শনিবার প্রাইভেট সেক্টরেও ছুটি ছিল, উপলক্ষ্য মে'রাজ। শুক্র ও শনি দু'দিন একসাথে ছুুটি পাওয়ায় সফরে বের হলাম। শুক্রবার সকাল ৯টায়. প্রথমে আবুধাবী বাস স্ট্যন্ড।



দেখতে ছোটখাটো বিমানবন্দরের মতই।



অতঃপর টিকিট অটোমেশিন থেকে



গন্তব্য বুর-দুবাই, প্রায় দু'ঘন্টায় পৌছলাম। ৫ মিনিট হেঁটে বোর্টে ছড়ে নদী পার হওয়া, গন্তব্য দেইরা দুবাই.











সেখানে জান্নাতের মামার সাথে সাক্ষাৎ, জুম'আর সালাত, খাওয়া দাওয়া, অতঃপর বিদায়।

গন্তব্য শারজাহ:

দেইরা দুবাই বাস স্ট্যান্ড এ গেলাম, বলা হলঃ বাস কার্ড নিতে হবে, দো'তলা বাস।

ঢাকাতে অনেক বার ভ্রমন হলেও দুবাইয়ের বাস গুলো অনেক উন্নতমানের। কিন্তু আমার সহযাত্রী অমত করায় পুণঃরায় বোর্টে করে বুর-দুবাই বাস স্ট্যন্ড এ ফিরে এলাম।





বুর-দুবাই বাস স্ট্যন্ড এসে দুই বগী বাসে উঠার আগ্রহ হল, কিন্তু এখানেও বাস কার্ডের ঝামেলা.



কিছুক্ষণ পর প্রাইভেট টেক্সি করেই শারজাহর উদ্দেশ্যে যাত্রা করলাম। G.N.B মোড় বা শারজাহ সানাইয়া মোড়ে নামিয়ে দিল। এ যেন অন্ধকে হাতীর সন্ধান দিলো। সবকিছুই অপরিচিত। গন্তব্যের বন্ধুকে ফোন দিলাম। হোয়াটস এ্যপ এ লোকেশন ম্যাপ পাঠালাম। আসরের সালাম শেষ না হতেই তিনি গাড়ি নিয়ে হাজির। উঠে বসলাম, ইয়াসমিন হোটেলে (শেখ যায়েদ ষ্টেডিয়াম এর পাশে) গিয়ে নাস্তা পর্ব সেরে নিলাম।

পুণঃরায় যাত্রা করলামঃ গন্তব্য আজমান। শারজার এয়ারপোর্ট স্ট্রিট পেরিয়ে আজমান নুয়াইমিয়া এলাকায় পৌছলাম। মাগরীব ও এশা এখানেই আদায় করলাম।

চায়না শপিংমল ঘুরতে বের হলাম।









রাত প্রায় ১২টা, এক সিলেটি রেস্টুরেন্ট এ গিয়ে রাতের খাবার খেলাম।

পুণঃরায় যাত্রা করলাম, গন্তব্য উম্মুল ক্বুইন। রাতে বিশ্রামের জায়গাও সেখানে নির্ধারিত হল।



রাত ৩টায় ঘুমাইলাম। ৪.৩০ উঠে ফজর সালাত, অতঃপর আবার ঘুম সকাল ৯টা পর্যন্ত।

আবার গাড়িতে উঠলাম, সালমা নামক উপশহরে এসে চিলি চিকেন আর পাঠান রুটি দিয়ে নাস্তা পর্ব শেষ করলাম।

পুণঃরায় যাত্রা করলাম, আজমান সানাইয়া, এক বন্ধুর দোকান। দুপুর পর্যন্ত ওখানে কাটালাম।

পুণঃরায় আজমানের নুয়াইমিয়া, গোসল, দুপুরের খাবার, সামান্য বিশ্রামের পর ফিরার পালা। পথে দুবাইয়ের সানাইয়া আলকূস এক পুরানো বন্ধুর সাক্ষাতে গেলাম। সেখানে আছর পড়লাম।

পথে মাগরীবের সালাত। এশা এর সময় মহান প্রভূর দয়ায় আবুধাবীতে পৌছলাম।





গত সাপ্তাহে শেখ যায়েদ মসজিদে জুমা পড়ে ছিলাম।

কিছু স্মৃতিঃ





আপনাদের মূল্যবান সময় ব্যায় করে পোষ্টটি পড়ার/দেখার জন্য অনেক ধন্যবাদ।

বিষয়: বিবিধ

২০৬৮ বার পঠিত, ৪৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321429
২০ মে ২০১৫ রাত ১১:৫৮
আহসান সাদী লিখেছেন : সময় নষ্ট হয় নি। ভালো লেগেছে এবং ব্লগে এমন পোস্ট পেলে আমার ভালো লাগে। ছবিসহ বলে কমপক্ষে তিনগুন ভালো লেগেছে।

একটা প্রশ্ন ছিলো। বাংলাদেশী পাসপোর্ট নিয়ে কি দুবাইতে চাকরি পাওয়া সম্ভব? শুনলাম বাংলাদেশীদের নাকি ওদেশে চাকরি দেয়া বন্ধ করে দিয়েছে। বিস্তারিত জানালে খুব উপকৃত হবো। ফেইসবুক বা ইমেইলে বিস্তারিত আলাপ করলে ভালো হয়।

আপনাকে ধন্যবাদ ভাই।
২১ মে ২০১৫ দুপুর ১২:০১
262605
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম সাদী ভাই। আপনার ভালো লেগেছে জেনে আমি আনন্দিত। ধন্যবাদ আপনাকে।
বাংলাদেশীদের জন্য ২০১২ সালের অক্টোবর থেকে পুরোপুরি সব প্রকারের ভিসা বন্ধ, জানি না স্থায়ী নাকি অস্থায়ী।
বাঙ্গালী জাতী আজ এখানে অবহেলিত ও ঘৃণার পাত্র। বিস্তারীত পরে এক সময় জানাবো। ফেসবুকে এই নাম্বার লিখে চার্চ দিলেই আমাকে পাবেন। +৯৭১৫৫৩৫৭২৯১৬। ধন্যবাদ।
321432
২১ মে ২০১৫ রাত ১২:০৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ Good Luck Rose
২১ মে ২০১৫ দুপুর ০১:২৬
262622
আবু জান্নাত লিখেছেন : আপনার পাশ দিয়ে ঘুরে এলাম, দেখাতো করেনই নাই, শুধু ধন্যবাদ দিয়েই দায়িত্ব শেষ। চমৎকার আইডিয়া। ধন্যবাদ
321433
২১ মে ২০১৫ রাত ১২:০৯
অবাক মুসাফীর লিখেছেন : ঘুরে ফিরে ভালোই লাগলো... চায়না শপিংমলে খুব বেশি ঘুরেছেন বলে তো মনে হচ্ছে না...! বাইচ্চা কাচ্চার এলাকাতেই তো সবটুক সময় কাটায় দিলেন... Rolling on the Floor
২১ মে ২০১৫ রাত ০২:৪৭
262544
সাদিয়া মুকিম লিখেছেন : ভাইয়া বাচ্চাদের খেলনাগুলো দেখছিলেন আর জান্নাতমনির কথা ভাবছিলেন! জান্নাতমনি এখানে খেলতে পারলে অনেক আনন্দিত হতো নিশ্চয়!Happy
২১ মে ২০১৫ দুপুর ১২:১৯
262607
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হি হি হি
২১ মে ২০১৫ দুপুর ০১:২৯
262624
আবু জান্নাত লিখেছেন : মুসাফির ভাই, আসলে সব জায়গায়ই মোটামুটি ঘুরেছি। নিজের ছবি পোষ্ট করি নাই। অন্য স্থানের ছবিগুলোতে আমি ছিলাম, তাই আমি বিহীন ছবি পোষ্ট করলাম। ধন্যবাদ ভাইয়া।
২১ মে ২০১৫ দুপুর ০১:৩১
262625
আবু জান্নাত লিখেছেন : সালাম রইল সাদিয়া আপি, মনের কথা আসলে মনের মানুষরাই বুঝে। জান্নাতের কথা মনে হলে মাঝে মাঝে কাঁদতে ইচ্ছে করে, অনেক মিস করছি, জান্নাতও আমাকে অনেক মিস করছে..............:Thinking :Thinking :Thinking
২১ মে ২০১৫ দুপুর ০২:৫৩
262654
আবু জান্নাত লিখেছেন : Winking) Winking) Winking) Winking) @ রহিম ভাই
321434
২১ মে ২০১৫ রাত ১২:১০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী।
২১ মে ২০১৫ দুপুর ০১:৩৩
262626
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শ্রদ্ধেয়া খালাম্মুনি।
321436
২১ মে ২০১৫ রাত ১২:১৮
সন্ধাতারা লিখেছেন : ব্লগে পদার্পণ করে আপনার লিখা পাবো ভাবতেও পারিনি। অনেক আনন্দ হলো এতো সুন্দর উপভোগ্য একটি পোষ্ট দেখে। ভ্রমণের চমৎকার বর্ণনার সাথে অদেখা ও অচেনা দেশের আকর্ষণীয় ছবিগুলো সত্যিই অনুপম যা ষ্টীকি হওয়ার উপযুক্ত বটে। হৃদয় ছোঁয়া লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।

আপনার জন্য আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা রইলো। খালামণির জন্য দোয়া রাখবেন।
২১ মে ২০১৫ দুপুর ০১:৫০
262633
আবু জান্নাত লিখেছেন : কিছুদিন ধরে আপনাকে আবারো মিস করেছিলাম। এসেছেন দেখে আনন্দিত হলাম। আমার মত অধমের লিখা কখনো ষ্টিকি হবার ধারনাও করতে পারি না। আপনার আবেগমাখা কথাগুলো আমাকে ষ্টিকি থেকেও বেশী আনন্দ দেয়। আপনার অনিঃশেষ দোয়ার সাথে প্রাণভরে বলছি আমীন। ইয়া রব্বাল আলামীন। আপনার দুনিয়া ও আখিরাতের মঙ্গলের দোয়া করছি। জাযাকিল্লাহ খাইর।
321462
২১ মে ২০১৫ রাত ০১:৪০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। মোবাইল থেকে মন্তব্য করতে সমস্যা হচ্ছে.....!! তার পরও ধন্যবাদ পেয়ে যাওয়াতে স্বার্থপরতা করতে চাইনি।

দুবাইতে আমিও গিয়েছিলাম গত জুমার দিন, তবে আমি গিয়েছিলাম আল - কোঝ।
আপনি যাচ্ছেন আগে জানলে হয়তো এক সাথে যেতে পারতাম!!!!

ধন্যবাদ আপনার সফর ছবি ও লেখা ভালো লাগলো।
২১ মে ২০১৫ দুপুর ০১:৫৫
262634
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ভাই, আসলেই অনেক দিন থেকে আপনার সাথে দেখা হচ্ছেনা, মান চাচ্ছে একটু দেখা করি, কিন্তু আপনি তো অনেক ব্যস্ত মানুষ। যাক দেখা না হলেও দোয়া করতে ভুলবেন না।
আমিও আসার পথে আল-কুজ গিয়েছিলাম অনেক আগের এক বন্ধুর সাথে দেখা করলাম। সত্যিই এক সাথে সফরে অনেক মজা হতো! কিন্তু জানা ছিল না যে আপনিও যাবেন। শুভ কামনা রইল। জাযাকাল্লাহ খাইর।
321471
২১ মে ২০১৫ রাত ০১:৫২
বৃত্তের বাইরে লিখেছেন : ভালো লাগলো ছবিগুলো দেখে। অনেক কিছু নতুন দেখলাম। কর্নিশে প্রায় বিকেলে যাওয়া হত. আমরা যখন ছিলাম শেখ জায়েদ মসজিদ তখনও তৈরী হয়নি। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে Good Luck Rose Good Luck
২১ মে ২০১৫ দুপুর ০১:৫৭
262635
আবু জান্নাত লিখেছেন : আপনিও তাহলে আবুধাবীতে ছিলেন! কবে? কোথায়? জানাবেন। আবুধাবী এখন আগের চেহারায় নেই। ১০বছর আগে দেখা মানুষদের থেকে জানলাম, অনেক পরিবর্তন হয়েছে। আপনার উপস্থিতি অনেক আনন্দ দেয়। শুকরিয়া আপুমনি।
২২ মে ২০১৫ রাত ০৯:৫১
262948
বৃত্তের বাইরে লিখেছেন : ২০০৩ এ আবুধাবি থেকে কানাডায় চলে আসি। শৈশব, কৈশোর বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছাড়া বেশিরভাগ সময়টা আবুধাবিতে কেটেছে তাই এখনো টান অনুভব করি। হামদান স্ট্রিটের আল ফার্দান টাওয়ারে ছিলাম অনেকদিন। গোল্ড সুকের কাছে ইতিসালাত বিল্ডিং (নাম মনে করতে পারছিনা, এখন চেঞ্জও হতে পারে) এ ও ছিলাম কিছুদিন। তখনও বাস সার্ভিস চালু হয়নি। বাসা থেকে কর্নিশে হেটে যাওয়া যেত তাই বিকালে যাওয়া হত প্রায়ই।
২৩ মে ২০১৫ দুপুর ১২:০৬
263085
আবু জান্নাত লিখেছেন : আগের আবুধাবীর সাথে এখনকার আবুধাবীর তুলনা করুন। Click this link
321478
২১ মে ২০১৫ রাত ০২:০০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া! ভালো লাগলো খুবই। মনে হচ্ছে যেন নিজেই ঘুরে এলাম আবুধাবী। সুন্দর পোস্ট ছবিসহ আহঃ এ যেন দুধ-মধুর আপ্যায়ন। জাযাকুমুল্লাহ খাইরান।
২১ মে ২০১৫ দুপুর ০২:০১
262636
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শ্রদ্ধেয়া প্রিয় বোন। আরব দেশ হলেও মদিনার মত এত আনন্দ নেই। এদেশের কালচার ইউরোপকে হার মানাবে। সত্যিই আল্লাহ তায়ালা কখনো মদিনায় আসার সুযোগ করে দেন, দুধ-মধুর আপ্যায়নের অপেক্ষা করবো। জাযাকিল্লাহু খা্ইরান আপুজ্বি Love Struck Love Struck
321488
২১ মে ২০১৫ রাত ০২:৫০
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ।

আপনাদের ওখানে কি তাহলে শবে মিরাজ উপলক্ষে সরকারী ছুটিও দেয়া হয়?

ভালো লাগলো ছবি এবং ভ্রমন কাহিনী!সমুদ্রের পানি দেখে মন জুড়িয়ে গেলো! ওখানের সব মসজিদ কি এমন কারুকার্য করা?

জাযাকাল্লাহু খাইর চমৎকার পোস্ট শেয়ার করার জন্য!
২১ মে ২০১৫ দুপুর ০২:১২
262638
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শ্রদ্ধেয়া আপু, আমিরাত ছাড়াতো কোন দেশ আমার ভ্রমন করা হয়নি। আমার মনে হয় আমিরাতের মত এত সুন্দর মসজিদ পৃথিবীর কোথাও নেই। (আমার ধারনা থেকে বলছি, ভূল ও হতে পারে)। শেখ যায়েদ মসজিদের কিছু মনকাড়া ছবি আপনার জন্য দিলাম।





আজমান শেখের মসজিদ যাহা রাতে আমার মোবাইল দিয়ে তোলাঃ

অনুভুতি জানাবেন। অনেক শুকরিয়া আপু।
২১ মে ২০১৫ বিকাল ০৫:০৮
262674
সাদিয়া মুকিম লিখেছেন : আসলেই মসজিদের ছবিগুলো খুবই নয়নকাড়া এবং আকর্ষনীয়! একবার ঢুকলে মন হয় আর বের হতে ইচ্ছে করবে না!

সুন্দর মসজিদ দেখলে সবারই ভালোলাগে পাশাপাশি মনের কোনে প্রশ্ন এসে ভর করে শুধু সৌন্দর্যবৃদ্ধির জন্য এতো পয়সা, এতো কারুকাজ অথচ আমাদের মুসলিম বিশ্বেরই শতকোটি শিশু থেকে বুড়ো আজ অভুক্ত, দ্বীনের মৌলিক শিক্ষা তাদের কাছে পৌঁছার কোনো ব্যবস্থা পর্যন্ত নেই!মুসলিম বিশ্বে যারা আজ ধনকুব তাদের আরো একটু বেশী দরিদ্র ভাইবোনদের নিয়ে পেরেশান থাকা প্রয়োজন!

আপনাকে আবারো শুকরিয়া শেয়ার করার জন্য!
২৩ মে ২০১৫ সকাল ১১:৫৬
263081
আবু জান্নাত লিখেছেন : অবশ্য একেবারে উদাসীন নয়, সোমালিয়া, ফিলিস্তিন, সিরিয়াসহ অসহায় অনেক মুসলিম দেশের জন্য তাদের সহযোগিতা চোখে পড়ার মত। সারা বছরই এ আয়োজন চলে, বিশেষ করে সামারে ও রামাদানে। কাপড়, পানি, চিকিৎসা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব বিষয়ে অকাতারে দান করে যাচ্ছে। তবে তাদের তাওফীক অনুযায়ী আরো বেশী করার দরকার ছিলো। ধন্যবাদ
১০
321507
২১ মে ২০১৫ সকাল ০৫:১৯
কাহাফ লিখেছেন :
ছমৎকার দৃষ্টি নন্দন ছবি ও সাবলীল বর্ণনার জন্যে জাযাকাল্লাহ!
কিছুটা খারাপও লাগল নিজের কাছে! প্রায় আট বছর হল প্রবাসে! দেশে যাওয়া ছাড়া 'ছুটি' কী জিনিস বুঝতেই পারলাম না! ঈদের দিনও ১২ঘন্টাই ডিউটি করতে হয় আমাদের! সপ্তাহে ৭দিন,মাসে ৩০দিন,বছরে ৩৬৫দিনই ডিউটি!
২১ মে ২০১৫ দুপুর ০২:১৪
262639
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই। সত্যিই দুঃখের ব্যাপার, আমাদের এখানেও অনেক কোম্পানী এমনই। আপনার দুঃখের কথা শুনে আমারও অনেক কষ্ট হচ্ছে।
কোথায় খাকেন? কি কাজ করেন? জানাবেন প্লিজ।
২২ মে ২০১৫ সকাল ০৫:০২
262789
কাহাফ লিখেছেন :
ওয়ালাইকুমুস সালাম ওয়ারহমাতুল্লাহ.....
আমি সাউদি রিয়াদে আছি ভাই!
'ফর রেস্ট' নামে এক আবাসিক হোটেলে কাজ আমার! মালিক খুবই খারাপ প্রকৃতির! কিছুই করার দেখছি না! আর কিছু দিন পরে একেবারেই দেশে চলে যাব ইনশা আল্লাহ! বেতনও একেবারেই কম তো!!
২২ মে ২০১৫ রাত ১১:২০
262984
আবু জান্নাত লিখেছেন : আল্লাহ আপনার সহায় হোক। ধন্যবাদ।
২৩ মে ২০১৫ রাত ০৩:২২
263042
আব্দুল গাফফার লিখেছেন : কাহাফ ভাইয়ার জন্য অনেক শুভকামনা রইলো Praying Praying
১১
321509
২১ মে ২০১৫ সকাল ০৭:৪৩
শেখের পোলা লিখেছেন : সম্পদশালী মুসলীম ভাইদের রাজকীয় স্থাপনা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ৷
২১ মে ২০১৫ সকাল ০৯:৫২
262591
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হাচা মন্তব্য কইরছেন শেখের বাইচ্চ্যা!
২১ মে ২০১৫ দুপুর ০২:৪৪
262652
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নানা ভাই। রাজকীয় স্থাপনাতো এখানে নেই, এগুলো সাধারণ। বিস্তারীত দেখার জন্য আমন্ত্রণ রইল। শুকরিয়া।
২১ মে ২০১৫ দুপুর ০২:৫৫
262655
আবু জান্নাত লিখেছেন : আন্নে কেমন আছেন? @ গ্যাঞ্জাম
১২
321584
২১ মে ২০১৫ দুপুর ০২:৫২
আফরা লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু ভাইয়া ।


খুব সুন্দর !!জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ।
২১ মে ২০১৫ দুপুর ০৩:০৯
262658
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপি, Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck জাযাকিল্লাহ খাইরান
১৩
321665
২১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
আপনার সাথে আমি ও ঘুরে আসলাম আমিরাত এর বিশেষ স্থানগুলিতে।
২১ মে ২০১৫ রাত ০৮:৫৪
262721
আবু জান্নাত লিখেছেন : আপনাকেও ধন্যবাদ বদ্দা ভাই। কল্পনায় নয়, বাস্তবে ঘুরতে আসুন। অনেক ধন্যবাদ।
১৪
321794
২২ মে ২০১৫ দুপুর ১২:৫৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : আসসালামু আলাইকুম।


চমৎকার ছবি সমৃদ্ধ পোস্ট Rose Rose Rose
২২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
262917
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, মাঝে মাঝে হারিয়ে যান মনে হচ্ছে। নিয়মিত হওয়ার প্রত্যাশা রইল।
১৫
321869
২২ মে ২০১৫ রাত ০৯:০৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : এতো যে মজা করেন একা একা, অর্ধাঙ্গীর জন্য মন কাঁদেনা? উনাকে ছাড়া এতো মজা আল্লাহ্‌ সইলেও আমি সইতে পারছি না!
২২ মে ২০১৫ রাত ১১:২৩
262986
আবু জান্নাত লিখেছেন : সে কথা কি আর বলতে হয়! এমন কথা বলে কষ্ট আরো বাড়িয়ে দিবেন না প্লিজ। অবশ্য তখন উম্মে জান্নাত বাপের বাড়িতে বেগাতে গিয়েছিলো। শুকরান ভাই।
১৬
321939
২৩ মে ২০১৫ রাত ০৩:২৬
আব্দুল গাফফার লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সুন্দর! খুব ভালো লাগলো পড়েও দেখে । ধন্যবাদ অনেক Good Luck
২৩ মে ২০১৫ সকাল ১১:৪৫
263080
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, ভাই অনেক দিন পর আপনাকে পেলাম। খুব ব্যস্ত বুঝি! অনেক অনেক শুকরিয়া।
২৩ মে ২০১৫ দুপুর ১২:২১
263094
আব্দুল গাফফার লিখেছেন : এভাবে মনে করার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ । না ব্যস্তা আগের মতেই তবে কেন জানি হয়ে উঠছে না,ব্লগে নাম লেখালেই ব্লগার হওয়া যায়না একজন ব্লগার সমাজের কাছে দেশের কাছে দায়ী, দেশ ও সমাজের অসংগতি গুলো তুলে ধরা পরিএাণ খুঁজে বের করা ।নিজেকে আজকাল খুবি ছোট মনে হয় দিকনির্দেশনা মূলক লেখা আজো লেখতে না পারায় আমার সব লেখায় নিজ ব্যক্তি কেন্দ্রিক । দোয়া করবেন ভাইয়া Good Luck Good Luck
২৩ মে ২০১৫ দুপুর ০১:৩০
263110
আবু জান্নাত লিখেছেন : আমার ও যে একই হাল। আমার জন্যও দোয়া চাই। জাযাকাল্লাহ খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File