সাদাকালো
লিখেছেন লিখেছেন নিরবে ২৬ নভেম্বর, ২০১৪, ০৬:০০:১৩ সন্ধ্যা
চারদিকে কালো আর কালো,
কালোয় আচ্ছাদিত প্রহর।
আমার কলম সাদা,
কিন্তু কলমের কালি কালো।
আমার ঘরটা অন্ধকার,
কিন্তু সাদা ছোট্ট আলোটা।
আমার খাতাটা সাদা,
কিন্তু লেখাগুলো সব কালো।
আমার চোখদুটো সাদা ,
কিন্তু চোখের মণিটা তো কালো...
বিষয়: বিবিধ
১০৪৬ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাদা কালো
দুইটাই ভালো
থ্যাংকু, চুন্দর কবিতা বিলানোর জন্যি।
শুকরান আপুনি
আমার ব্লগবাড়িতে স্বাগতম
মন্তব্যটি ভালো লাগলো তাই.....
পড়ার জন্য শুকরান
মন্তব্য করতে লগইন করুন