আল্লাহ ওয়ালাদের মিলন মেলা ঐতিহাসিক চরমোনাই মাহফিলের জিকিরের সাথে যোগদিন। আজ থেকেই শুরু..।সরাসরি দেখুন
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ২৬ নভেম্বর, ২০১৪, ০৬:২৬:৫৬ সন্ধ্যা
আলহামদুলিল্লাহ।
এখনই লাখ লাখ মুসল্লির জিকিরে মুখরিত হচ্ছে চরমোনাই’র ময়দান।
সারা দুনিয়া থেকে সরাসরি দেখা যাবে http://www.CharmonaiVS.net
পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক ভাইগণ আগত মুসল্লীদের খেদমতে প্রস্তুত হয়েছে। মুসলিম উম্মাহর রুহানিয়াত অর্জনের এ মার্কাজ চরমোনাই’র ময়দান আজ শুধু গুটি কয়েক লাখ মানুষ নয়; ছড়িয়ে পড়েছে কোটি মানুষের হ্নদয়ে।
মাহফিল সরাসরি সম্প্রচার করা হবে- http://www.CharmonaiVS.net এ ঠিকানায়।
এবং আমাদের সাথে ফেসবুকে সরাসরিও দেখতে পাবেন http://www.facebook.com/CharmonaiVS/app_196506863720166 এ ঠিকানায়।
আমীরুল মুজাহিদীন এবং নায়েবে আমীরুল মুজাহিদীনের মাহফিল প্রতিদিন শুনতে পারবেন-
২৬ নভেম্বর যহোর বাদ উদ্বোধনী বয়ান দিয়ে মাহিফল শুরু হবে ইনশাআল্লাহ। এবং বাদ মাগিরব।(যহোর নামাজ শুরু হবে- ২.০০টা।)
২৭ নভেম্বর ফজর ও মাগরিব বাদ।
২৮ নভেম্বর ফজর ও মাগরিব বাদ।
২৯ নভেম্বর ফজর বাদ মূল্যবান নসিহত এবং আখিরি মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে ইনশা আল্লাহ।
ফজর বাদ মূল্যবান নসিহত পেশ ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন- আমিরুল মুজাহিদ্বীন, হযরত পীর সাহেব হুজুর চরমোনাই।
২৭ নভেম্বর মাগিরব বাদ এবং ২৮ নভেম্বর বাদ ফজর বয়ান করবেন-নায়েবে আমিরূল মুজাহিদ্বীন আল্লামা মুফতী সৈয়দ ফয়জুল কারিম সাহেব।
সময়সূচির মধ্যে বাকি সময় মাহফিল করবেন হযরত পীরসাহেব চরমোনাই।
এছাড়া আরো মূল্যবান নসিহত পেশ করবেন দেশ-বিদেশ থেকে আগত বিভিন্ন শায়খুল হাদীস,মুফাসসিরেকরাম,ওলামায়েকরাম,পীর-মাশায়েখগণ।
২৮ নভেম্বর সকাল ১০টা ওলামা ও শুধি সমাবেশ।
২৭ নভেম্বর সকাল ১০টা ছাত্র-জনতা সমাবেশ।
বিষয়: বিবিধ
১৬৫৫ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাদের কাজ গুলো আমার শিরকের মত মনে
হয়েছে। যদিও এই পীরের আস্তনা আমার বাড়ীর পাশে ছিল।আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম কুরআন সুন্নাহ থেকেই গ্রহন করার তাওফিক দিন।
কোন কাজটি আপনার কাছে শিরকের মত মনে হয়েছে একটু ক্লিয়ার করলে আমরা সতর্ক হতাম।
মন্তব্য করতে লগইন করুন