আ ম জ ন তা নি দ্রি ত
লিখেছেন লিখেছেন মন সমন ২৬ নভেম্বর, ২০১৪, ০৬:৫৬:১৬ সন্ধ্যা
আ ম জ ন তা নি দ্রি ত
... ... মুহাম্মদ ইউসুফ
ভোট না পেয়েও এম.পি হলেন
তিনিও তো শিক্ষিত ?
গণতন্ত্রের আজব ধারায়
লুট-তন্ত্রে দীক্ষিত !!
আমরা আছি গিট্টূ ধাঁধাঁয়
মাইনকা চিপায় দুঃখিত !
অনাচারে ভরছে স্বদেশ
আমরা সবাই খুব ভীত !
কোন কারণে সব জেনেও
আমজনতা নিদ্রিত ?
আত্মপীড়ন ? বিকার-ব্যামোয়
নিজে নিজেই ধিকৃত !
এই সুযোগে সব লুটেরা
দারুণ মউজে খুব প্রীত !!
১৯-০৯-২০১৪
ঢাকা, বাংলাদেশ ।
বিষয়: বিবিধ
১০২৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন