নিষ্পেষিত (গল্প)

লিখেছেন লিখেছেন নিরবে ১৮ অক্টোবর, ২০১৪, ০৭:৪৭:৫৯ সন্ধ্যা



আজকাল বেশ ভাবুক হয়ে যাচ্ছে রনি।

দিন যায় আর তার ভাবনা ও বাড়ে।বেকার জীবনের সময়গুলো কেটে যায় কীসব ভেবে। আজ তার তমার সাথে দেখা করার কথা ছিল। কিন্তু যেতে ভাল লাগছে না একটুও।রোজকার ন্যাকা কথা শুনে আর পুচু পুচু করে প্রেম করে লোকে যে কি শান্তি পায় কে জানে... কিন্তু তুমিও একদিন এসব করেছ। খুব বেশি দিনের কথা তো না যে তুমি ভুলে যাবে। তাহলে রনি কি করবে এখন?

না গেলে মেয়েটা কষ্ট পাবে, ও ভাবে একবার। আবার ভাবে কিসের কষ্ট, ২ দিন বাদে ঠিক কাউকে পেয়ে যাবে।ফ্রেন্ডদের কাছে গল্প করার জন্যই তো তমা প্রেম করছে।বেকার ছেলে আর কদিন ...

এবার ও নিশ্চয় ভালো ছেলে খুজে নেবে। যার চাকরী আছে, ঘর আছে, কমপক্ষে মা আছে।

রনি মায়ের কথা ভাবে না কখনও। ও মাকে ভুলে ভালো থাকে ।ওর মা যদি ওকে ভুলে থাকতে পারে, তাহলে ও কেন পারবে না?

মাকে কোনদিন দেখিনি ও।

ঢাকা আসার সময় ২ টা সীট বুক করত ও। যদি কেউ এসে ওকে পৌছে দিয়ে যায়...

কিন্তু না কোনদিন কেউ আসেনি।বাবার প্রচুর আছে, কিন্তু ও বাবাকে প্রচন্ড অপছন্দ করে।তার নতুন স্ত্রীরা ওকে দেখলে ঘোমটা টানে।

আজ কেন এসব মনে পড়ছে ওর...কে জানে

মুখের দিকে তকাতে নিজেরই রাগ লাগছে।কি ভাবে দাড়ি গোফের জংগল হয়ে আছে। ২ সপ্তাহ দাড়ি কামাইনি ও। মেসের বড়ভাই এসে বলে গেছে ,পিকেটিং এ যেতে হবে। দেরী হলে কপালে খারাবি আছে।

আপাতত দাড়ি কামানোর চিন্তা বাদ দিয়ে জামাটা টেনে নিয়ে বেরিয়ে পড়লো রনি। উফ গন্ধে ভুত পালাবে । বডি স্প্রে টা রেখে আসা ভুল হয়েছে।বেকারদের এই বিলাসিতা আছে খুব।

আবার তার মনে দর্শন উকি দিচ্ছে...

একটু সাহস করলে কি নিজের অবস্থাটা পরিবর্তন করা যেত???

একটু খানি সাহস ...

ভাবতে ভাবতে হারিয়ে গেল সে হাজারো রনির মিছিলে।

বিষয়: বিবিধ

১০৩০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275708
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৮:১২
ফেরারী মন লিখেছেন : বাহ আপনি তো সুন্দর গল্পও লিখতে পারেন দেখি। চালিয়ে যান। Rose Rose Thumbs Up Thumbs Up
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৩
219576
নিরবে লিখেছেন : চেষ্টা করি ভালো লেখার। দোয়া করবেন।
275713
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৮
সায়েম আহমেদ লিখেছেন : ভালো লাগলো
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩০
219577
নিরবে লিখেছেন : Happy Happy
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪৪
219582
সায়েম আহমেদ লিখেছেন : Happy
275725
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩১
219613
নিরবে লিখেছেন : Happy Happy Happy
275730
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৯:০২
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ আপু ।
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩১
219614
নিরবে লিখেছেন : Happy Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File