চাদের দুনিয়ায় একখন্ড মেঘ
লিখেছেন লিখেছেন নিরবে ০৯ অক্টোবর, ২০১৪, ০১:৪০:৩৬ দুপুর
সফেদ জোছনাময় তরুনি রাত
সলজ্জ নিরবতায় ঢাকা,
টুকরো টুকরো চাদের আলো
নিসিম মায়ায় আকা।
আলোকিত এই চাদনি রাতে
কারো ভিষন মন খারাপ,
উজ্জলতায় ডুবে গিয়ে
সে বারে বার চাইছে মাফ।
মেঘ ,সে তো কুতসিত নয়
আলোর অভাব বর্তমান,
চাদের দুনিয়ায় বেড়াতে এসে
ভাস্বর সেও এক সমান।
আমি ভালো বাংলা লিখতে পারি না ,তাই বানান ভুল আছে।
মাফ করবেন সবাই।
বিষয়: বিবিধ
১১২২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি ভালো বাংলা লিখতে পারি না ,
তাই বানান ভুল আছে।
লিখতে ভুল হয়ে গেলে এডিট করে দেয়া যায়,
কিন্তু মাথায় ভুল রয়ে গেলে, বল কী উপায়??
দোয়া করি, ভুল দূর হোক, জাযাকিল্লাহ..
মন্তব্য করতে লগইন করুন