নন্দিতা

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ০৯ অক্টোবর, ২০১৪, ০২:০৪:১৬ দুপুর



মরু-মেরু-অতল সাগর

সর্বত্র নন্দিতা।

হাসি-কান্না-ক্রোধ

সর্বত্র নন্দিতা।

বিকালের আবছা রোদ,

সকালের মিষ্টতা

অথবা দ্বি-প্রহরের উদ্দীপ্ততা

সর্বত্র নন্দিতা।

বারুদের গোলা

অথবা জালালী কবুতরের চিঠি

সর্বত্র নন্দিতা।

শ্বাস-প্রশ্বাস

অথবা নিঃশেষিত জীবন

সর্বত্র নন্দিতা।

রাতের আলো

অথবা দিনের অন্ধকার

সর্বত্র নন্দিতা।

ডাহুকের ডাক

অথবা কোকিলের স্বর

সর্বত্র নন্দিতা।

মটর গাড়ি

অথবা বাইসাইকেলে

নন্দিতা।

সাত সমুদ্রের এপাড়ে-ওপাড়ে

অথবা মরু প্রান্তরের আলেয়ায়

নন্দিতা।

বাস স্টপেজে

অথবা ট্রেনের বগিতে

নন্দিতা।

আবছা আলোয়

কাছে দূরে চলমান অষ্টাদশী

নন্দিতা।

খেলার মাঠে

অথবা টিভি সেটের পর্দায়

নন্দিতা।

দোকানের পোস্টারে

অথবা ফেসবুক পেজ জুড়ে

নন্দিতা।

উড়ন্ত পাখির ডানায়

অথবা পুরনো নগরীর নস্টালজিক রাস্তায়

নন্দিতা,

আমার নন্দিতা,

সর্বত্র নন্দিতা,

সর্বক্ষণ নন্দিতা।

-------------------

শেষ

-------------------

সবার জীবনে নন্দিতা থাকে, সবার জীবনে নন্দিতা থাকবেই। আর নন্দিতাকে নিয়ে সবাই ভাববেই। নন্দিতা যেন প্রেয়সীরই এক নাম, এক গন্ধ। একেক জনের নন্দিতাকে একেকজন একেকভাবে খুজে নেবে তার মনের মাঝে। এই প্রত্যাশায়।

বিষয়: সাহিত্য

১৩৮০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272517
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
ফিরে আসার জন্য অনেক ধন্যবাদ
272518
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৮
নোমান২৯ লিখেছেন : সব জাগায় খুঁজে ফিরি,তবু নাহি পায়...|সুন্দর|ভাল লাগ্লো ভাইয়া|ধন্যবাদ|
272520
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১১
প্রবাসী মজুমদার লিখেছেন : জ্যী। হৃদয়ে রাজ-রানী করে রাখা মানুষটির কাছে নিজের সব স্বত্বাধিকার দিয়ে অসহায়ের মত এক টুকরা ভালবাসার নাম নন্দিতা। সেই নন্দীতার বিচরণ সর্বত্র। আর সেই নন্দিতার অনুভুতি আর উপস্থিতিকে ধারণ করে লিখার আপনার কবিতায় বর্নিত রুপ সত্যিই চমতকার। ধন্যবাদ।
272521
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১৪
ফেরারী মন লিখেছেন : কি লিখলেন ভাই মাথায় খেললো না। গোবরে মাটি দিয়ে মাথা তৈরি তো। Sad
272527
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২১
কাহাফ লিখেছেন :
'সবার জীবনেই নন্দিতারা থাকে' কথাটা সত্যি বটে,কারো জীবনে সম্ভাবনার অথৈ সমুদ্র হয়ে নন্দিতারা আসে, আবার কারো জীবনে ধ্বংশের শীষ বাজিয়ে।
তবুও নন্দিতাদের জন্যে শুভ কামনা......।
272550
০৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৩
রাইয়ান লিখেছেন : সুন্দর লিখেছেন ..... Applause
272574
০৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩২
আবু সাইফ লিখেছেন : পড়লাম, জাযাকাল্লাহ.. দোয়া করি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File