ভালোবাস তাই ভালোবেসে যাই...
লিখেছেন লিখেছেন নিরবে ১৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৩২:০৪ রাত



যখন আমি তোমাকে ভলোবাসি
হ্রদয় শান্ত হয়,
মন ত্রিপ্ত হয়,
বুক ভরে যায়,
প্রাণ ফিরে পাই ,
আর তুমি আমাকে সবসময়ই ভালোবাস ।
যখন আমি তোমার কাছে আসি
জীবন সুন্দরে ভরে যায়,
সফলতা স্পর্শ করে,
অনুভবে শুধু তুমি,
মন বদলে যায়।
আর তুমি সবসময়ই আমার পাশে আছো।
যখন তোমার থেকে দুরে সরে যায়
পংকিলতায় নিমজ্জিত হই ,
নির্লজ্জতায় মাখামাখি করি,
বিবেককে কবর দিই ।
অত:পর অনুশোচনায় ভুগি।
তখনো তুমি আমাকে ভালোবাস।
তোমার ভালোবাসায় আমি হতবাক...
দিনশেষে বলতে চাই ,
ভালোবাস তাই ভালোবেসে যাই।

বিষয়: বিবিধ
১৭৯৭ বার পঠিত, ৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
ত্রিপ্ত নয়, তৃপ্ত হবে।
মন্তব্য করতে লগইন করুন