আমার পথচলা .............
লিখেছেন লিখেছেন স্নেহার জগত (ভালবাসার তিতলী) ০৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:০৪:০৪ সন্ধ্যা
আমাকে তোমার ভাল নাও লাগতে পারে
তো কথা বলো না
কিন্তু কথা বলে খোঁচা দেবার দরকার নাই ।
আমার কাজকর্ম তোমার মনে নাও ধরতে পারে
তো নজরে এনো না
কিন্তু সবার সামনে অপমানের কারণ নেই ।
আমার সাথে চলতে তোমার ইচ্ছা না থাকতে পারে
চলতে বলছি না
তবে চলতে যেয়ে ছোট করার প্রয়োজন নেই ।
আমি দেখতে সুন্দর নাও হতে পারি
তবু তোমার উপহাসের অধিকার নেই ।
আমার কাজে সঙ্গী হয়ে উপকার করতে বলি নি
তবুও বাঁধা দিতে উদ্যত হয়ো না ।
কোন কথা জানতে বা বলতে চাইলে
আমার কাছে জিজ্ঞাসা করো
অন্যের মারফতে জানতে চেয়ো না
বা অন্য কাউকে জিজ্ঞাসা করো না
কোন অভিযোগ বা দুর্নাম করতে হলেও
সামনাসামনি করো
আড়ালে আবডালে না ।।
আমার খুত ধরার আগে নিজের
মনটা আগে দেখে নিয়ো
আর কিছু বলার আগে দশবার ভেবে নিয়ো ।।
আমি পানি না ,আগুন !
বৃষ্টি না ,ঝড় ।।
._|\_________________/\___
../ /////___(___)_________ ()
./_________________(____()
......)-------(_(__))
..//-----//
.//-----//
//_____//................
Just Shoot the low & narrow
minded behaviour
বিষয়: সাহিত্য
১০৩৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনটা আগে দেখে নিয়ো
আর কিছু বলার আগে দশবার ভেবে নিয়ো ।।
আমি পানি না ,আগুন
ওয়াও হোয়াট এ নাইচ কবিতা।
ভুলটা ধরিয়ে দেয়ার কারনে যদি আপনি অসম্মান বোধ করেন আমার কি করার আছে?
মন্তব্য করতে লগইন করুন