হয়তো খোলা চিঠি......

লিখেছেন লিখেছেন স্নেহার জগত (ভালবাসার তিতলী) ১১ জানুয়ারি, ২০১৫, ১০:২৮:০৪ সকাল

ভালবাসা যে কি জিনিস তা বোঝার ক্ষমতা হয়তো আমার এখনো হয়নি । তবে যতটুকু বুঝেছি এটা একটা অনুভুতি , যেটার সাথে মিশে থাকে মনের সুখ ,দুঃখ ,আবেগ ,অপারগতা , বেদনা । মিশে থাকে মনের কোনে লুকিয়ে থাকা নীরব কথাগুলো । ভালবাসা সবার জীবনেই থাকে । আমি হয়তো ব্যাতিক্রমী হয়েও ব্যতিক্রম নই । কি জানি ? কেন নই ? সে কথা ভাবতে বসলে রাত দিন এক হয়ে যাবে ।

তুই হয়তো জানিস না ,তোকে ভাল না বাসতে বাসতে ভালবেসে ফেলেছি ।কি জানি !কষ্টের একটা ধাপ হয়তো এটা ,কত কষ্টই তো পেতে হয় জীবনে ।হয়তো জানিস না কতটা ভালবেসেছি ,যার প্রমান আজও দেই । ভাবতে পারিস তুই হয়তো প্রথম না তাই এতো ভালবাসি না । কিন্তু আমি তো জানি আর অনুভব ও করি ।আমি তাকে যতটা ভালবাসতাম তা যদি n দিয় লিখি তবে তোকে ভালবাসি n3 পরিমান ।ভাবতে পারিস মিথ্যা কিন্তু এটাই সত্য । কিন্তু এই কর্পোরেট জগতে আমার ভালবাসা নামক বস্তুটা চাওয়া তো অলীক কল্পনা । যেখানে মনের কোন দাম থাকে না ,নেই বললেই চলে ।আর আমার তো মন ছাড়া কিছুই নেই ।

তাই এখন চাই না আমায় ভালবাস ,আর সব জুটির মত পাশাপাশি থাক ।যেখানেই যত দুরে থাকিস না কেন চাই শুধু ভাল থাক । এতখানি ভালবাসি রে তোকে ।

কি ইচ্ছে করে জানিস ,

তোর বুকে মুক লুকিয়ে কাঁদতে , অনেক অনেক কাঁদতে ,যতটা কাঁদলে এক পাহাড় কষ্ট ভোলা যায় , যতটা কাঁদলে এক নদী জল তৈরি হয় ,যতটা কাঁদলে একটা মনের ভালবাসা বোঝানো যায় ,ঠিক ততটা কাঁদতে ইচ্ছে করে ।

আর কিছুই চাওয়ার নেই ।

পারবি কি এইটুকু ইচ্ছা পূরণ করতে ? শুধু একটি বার তোর বুকে মুখ লুকিয়ে কাঁদতে দিবি আমায় ?সময় হলে একটু মনে করিস ,একটু আমায় সময় দিস , দিবি তো ?

যতটা ভালবেসেছি তোকে ,

ততোটা আর কাউকে বাসিনি ।

যতটা কান্না করেছি তোর জন্য প্রতি রাতে ,

ততোটা অশ্রু আর কারো জন্য ঝরেনি ।

যতটা প্রহর গুনেছি তোর অপেক্ষায় ,

ততোটা হয়তো আর কারো জন্যই করিনি।

কোন দিন বুঝতে ও চাইলি না ,

যে তোকে কতটা ভালবাসি

.............

ভাবি ভালবাসিস না

মাঝে মাঝে ভাবি ভালবাসিস হয়তো

নাইলে কেন আমার এক ডাকে চলে আসিস ,যেখানেই থাকিস না কেন !

কোন সমস্যা চাওয়া আবদার থাকলে আমাকেই আগে বলিস !

অন্য কারো সাথে একটু এদিক ওদিক দেখলে কষ্ট পাস !

আবার আমার কাছ থেকেই কথা লুকাস !

ঝগড়া করিস !

কেন করিস ? আবার আমার কথা সব শুনিস না । আমি তো তোর ভালোর জন্যই বলি

ভাল আমাকে বাসতে হবে না

বললাম না একটু সময় দিস কাঁদার জন্য ।

ভাল থাকিস ।

" তুমি মানেই আমার বিশালতা

চাওয়া পাওয়ার মাঝে,

এক জীবন অপারগতা "

বিষয়: বিবিধ

১৯৬৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300130
১১ জানুয়ারি ২০১৫ সকাল ১১:০৭
নোমান২৯ লিখেছেন : Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin অনেক ধন্যবাদ Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File