অদৃশ্য.......... থেকে দৃশ্যমান......... <3
লিখেছেন লিখেছেন স্নেহার জগত (ভালবাসার তিতলী) ০৮ ডিসেম্বর, ২০১৪, ০৮:৪১:৪৫ রাত
এই ছোট পৃথিবীতে সংক্ষিপ্ত সময়ে কত না অজানা মুহুর্তে অজানা ঘটনার মুখোমুখি হতে হয় ।
ভালবাসা হয়তো এমনই অনুভুতি
তেমনি একজনের ভালবাসার অনুভুতি
"তোকে প্রথম যেদিন hi বলেছিলাম মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে উত্তর দিয়েছিলি ,hlw বলেছিলি । সেদিন থেকে তোকে ভাললাগতে শুরু করেছিল । তোর wall এ লেখা সব post গুলো আমি পড়ি ।লুকিয়ে লুকিয়ে like দেই । তোর আর নিলয়ের wall এর সবগুলো বাড়াবাড়ি আমি দেখেছি, সবগুলো পড়েছি । মনে মনে কষ্ট পেয়ে হেসেছি । আমি খুব খারাপ ছেলে । তোকে কোনদিন সুখী করতে পারবো না ।তোর সাথে কখনো আমার দেখা হবে না হয়তো ।আমি তোর কোনো আবদার পূরণ করতে পারবো না । আর সব থেকে বড় কথা ,আমি একটা মেয়েকে ভালবাসতাম ।যদিও তার সাথে আমার এখন আর কোনো যোগাযোগ নেই । তাই তোকে ভালবাসতে পারবো না । জানিনা কেন এমন হয় ? আমি না মাঝে মাঝে তোকে অনেক মিস করি"
এর পরিণতি কি হবে ?
চিন্তার সীমানা ছাড়িয়ে বাস্তবে রূপান্তর কি হবে ?
রূপান্তর হয়তো হয়ে গেছে....... :-)
"কখনো আয়নায় লেখি তোকে
কখনো চোখের জলে মুছে দেই
কথনো চিঠি ভেবে পড়ি তোকে
কখনো ডায়েরিতে লুকাই
এক পলকের জন্যেও তুই আমার থেকে আলাদা থাকিস না ।"
NB. কাল ৯ডিসেম্বর আমার ভালবাসার প্রথম বার্ষিকী ,দোয়া করবেন সবাই
বিষয়: বিবিধ
১১১৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর বার্ষিকী-টার্ষিকী না করে বিয়ে করে ফেললে হয় না? ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ ও শুভকামনা স্নেহার জগত (ভালবাসার তিতলী) আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন