একটি অভিব্যাক্তি ও বাস্তবতা

লিখেছেন লিখেছেন স্নেহার জগত (ভালবাসার তিতলী) ২৯ ডিসেম্বর, ২০১৪, ০৭:২৩:১৪ সন্ধ্যা

""তুমি আমাকে যে পরিমান ভালবাসা দিয়েছিলে,

আমি তা পাবার যোগ্য নই...! আমার জায়গায় অন্য

কোন ছেলে হলে তোমার ভালোবাসা হাজার গুন

করে ফিরিয়ে দিত....! সবাই

বলে ভালোবাসা স্বর্গীয়..., তো এই মূল্যবান

জিনিসটা মূল্যহীনের পেছনে ব্যয়

করা মানে ভালোবাসার সম্মানহানি করা....!

আমি আসলেই কাওকে ভালোবাসতে জানিনা...!

তোমার

পরবর্তী জীবনে সুখ কামনা করছি...!'"

আসলে ভাল করেছ সরে গিয়ে

আসলেই হয়তো তুমি ভালবাসার যোগ্য ছিলে না

চলে গিয়ে সুখী হতে পেরেছ কি না জানা হয় নি,

জানতে চাই না

মনের অজান্তেও না

কারন যা বোঝার বুঝে নিয়েছি

আর আমি?

হ্যাঁ আমি সুখে আছি

অন্তত তুমি যতটুকু রাখতে পারতে তার

থেকে বেশি সুখে আছি।

ভালবাসার কমতি নেই :-) :-)

শ্রেয় তবে দূরে থাকা

হয় যদি সেই ভাল বদলে যাওয়া,

শ্রেয় তবে অপুরনতা

হয় যদি সেই ভাল ফিরে না দেখা।

আর একটা কথা

যত ছবি স্মৃতিরর দেয়ালে

রাখা আছে,

দুঃস্বপ্ন ভেবে ভুলে যেয়ো।। .................

বিষয়: বিবিধ

১৪১১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297926
২৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
সুমন আখন্দ লিখেছেন : হাতে আর বেশি সময় নেই
দুঃস্বপ্ন ভেবে ভুলে যেয়ো!
309991
২০ মার্চ ২০১৫ সকাল ০৯:৩৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : সুখীই যেন হয়য়! আপনার আশায় বসে থেকে কষ্ট পাবে নাকি!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File