অনুভূতি না কি উপলব্ধি?
লিখেছেন লিখেছেন স্নেহার জগত (ভালবাসার তিতলী) ০৬ ডিসেম্বর, ২০১৪, ০১:৫৮:৫২ দুপুর
আমার জীবনের কিছু কিছু উপলব্ধি
@রাগ করে কোন কাজ করার চেয়ে জেদ করে কাজটা করা ভাল ,ফলাফল আশানুরূপ আসে ।
@যদি তুমি সত্যিকার প্রেমে পড় ,তো বৃষ্টিও তোমার উপর পড়তে বাধ্য । [proved]
@প্রথম বার ভালবাসায় আঘাত পাবার পর দ্বিতীয়বার আরেকটা আঘাত পাওয়া জরুরী ,মন অধিক শক্তিশালী হয় ।
@Smartness is not depend on dresses or physical condition, its depend on attitude.
@কোন জিনিসের পিছনে অতিরিক্ত আকাঙ্ক্ষা নিয়ে ছুটো না ,এমন কাজ করো যেন জিনিসই তোমার পিছে ছোটে ।
@কারো স্মৃতি মুছে ফেলতে যা করা হয় তার সাথে নিজের অস্তিত্বের কিছু অংশকেও ধ্বংস করা হয় ।
@ভালবাসো ,তবে মন দিয়ে না ,অন্তরাত্মা দিয় ভালবাসো ।এতে কোন ব্যাথা নেই ,নেই কোন শেষ ।
@শ্রদ্ধাবোধ থেকে যে ভালবাসা আসে ,সেই ভালবাসা সত্যি না হলেও টিকে থাকে ।
@ভালবাসা থেকে মায়া বড় জিনিস ।যদি কাউকে কারো মায়ার বেঁধে ফেলে তবে তা ভোলা মুশকিল ।
@My life, my rules, love me or hate me i don't care.
ভুল হলে ক্ষমা করবেন ,
আর মিলে গেলে সৃষ্টিকর্তা জানেন :-)
বিষয়: বিবিধ
১৩৭১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই নিকি
মন্তব্য করতে লগইন করুন