¤ নামাজ সম্পর্কে কতিপয় দার্শনিকের মতামত ¤ -২

লিখেছেন লিখেছেন মাহফুজ আহমেদ ২০ আগস্ট, ২০১৪, ০৩:১২:০৬ দুপুর

< খ্রীস্টানদের ধর্মীয় পথপ্রদর্শক রায়ন জেমস মর্ডিলার বলেন,গোঁড়ামি দ্বারা কাজ আদায় করা সহজ কিন্তু সত্য বলা দোষের এবং আমি বর্তমানে এই সমস্যা সংকুল কাজ (সত্য বলা)কে বাছাই করে নিচ্ছি।আমি বারবার মুহাম্মদী বন্ধুদের(মুসলমানদের)সঙ্গে কথা-বার্তা বলেছি এবং তাদের বিশ্বাসের ব্যাখ্যার মধ্যে মশগুল ছিলাম।চৌদ্দ শতাব্দীর অধিককাল অতিবাহিত হ ওয়া সত্ত্বে ও এই মুসলমান নিজ পয়গাম্বর কে মহব্বত ও আনুগত্য করেছে এবং তাদের সাথে সম্পর্কশীল সকল জিনিসে ও ভালবাসা রাখে।খ্রীস্টান জগতের জন্য মুসলমানদের এই মহব্বত এবং একনিষ্টতার মধ্যে এক শিক্ষা রয়েছে।

ইসলামী আবাদীর এক গুরুত্বপূর্ণ অংশ এক গুরুত্বপূর্ণ ইবাদতের অনুসরণ-যার নাম নামাজ।মুসলমানদের বিশ্বাস হলো নামাজ অন্যায় ও অশ্লীলতা প্রতিরোধ করে।প্রকাশ্য এ আকিদা বৈধ নয়।কেননা নামাজী ও খারাপ দিকে ঝোঁকে এবং নজর দেয়।কিন্তু অভিজ্ঞতা থেকে প্রমাণ যে,ঐ ব্যক্তি যে দিনে পাঁচবার নামাজ পড়ে অর্থাৎ এক মাসে একশত পণ্ঞাশ বার নিজ আল্লাহ তায়ালা থেকে তাক ওয়া অর্জন এবং অপরাধ থেকে বেঁচে থাকার ওয়াদা করে,অবশেষে একদিন সে নিজের ওয়াদায় পূর্ণ হয়ে যায় অর্থাৎ সে বাস্তবিকই পরহেযগার;মুত্তাকী হয়ে যায়।

< সেন্ট হিটলার রোমের প্রসিদ্ধ পাদরী স্বীয় পুস্তক্ִ দ্যা প্রে ' তে লিখেছেনঃ

আমি যে যে ইসলামী রাষ্ট্র সফর করেছি,সেখানে উপসনালয়গুলো অবশ্যই দেখেছি।এ ধারাবাহিকতায় ইসলামী নামাজের ওপর ও চিন্তা করেছি।আমার দৃষ্টিতে এটা এক উত্তম ইবাদত।যখন এক আল্লাহতে ইবাদতকারী নিজস্ব সব কাজ বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য তাঁর প্রশংসা-কীর্তণের গান গায় তখন রুহ অস্তিত্বে আসে।তখন অবশ্যই ঐ নামাজী স্বীয় স্রষ্টা ও মালিকের নিকটবর্তী হয়ে যায়।

এমনকি সে সব শক্তির সাথে তাঁর সামনে মাথা ঝুঁকিয়ে দেয়।যার ফলে আত্মার পবিত্রতা এবং অন্তর কলুষমুক্ত হয়।বাড়তি এই ইবাদতের মধ্যে দৈহিক শক্তির আনুগত্য ও রয়েছে।আমি দেখেছি যে,নামাজী ব্যক্তি দুর্বল নয় বিশেষত্ত ফজর নামাজের জন্য ভোরে উঠা এক আশ্চর্য রকম প্রভাব রাখে। >..……চলমান। সত্যই আল্লাহ,তায়ালার প্রশংসা ও গুণকীর্তনের অন্যতম একমাধম হলো এই নামাজ।আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক ও সহীহ শুদ্ধ ভাবে নামাজ কায়েম করার তাওফিক দান করেন।আমীন

বিষয়: বিবিধ

১২৫৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256345
২০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫০
হতভাগা লিখেছেন : http://quraanshareef.org/index.php?sid=13&&ano;=43&&st;=15&&arabic;=

সূরা রা'দ ,আয়াত নং ২৮
256366
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪০
মাহফুজ আহমেদ লিখেছেন : ধন্যবাদ
256387
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৭
আফরা লিখেছেন : আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক ও সহীহ শুদ্ধ ভাবে নামাজ কায়েম করার তাওফিক দান করেন।আমীন ।

সুন্দর আলোচনা করেছেন আপনাকে অনেক ধন্যবাদ ।
256433
২০ আগস্ট ২০১৪ রাত ০৮:২৭
মাহফুজ আহমেদ লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
257077
২২ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫৮
চেতনাবিলাস লিখেছেন : কস্ট করে আমার পাতায় গিয়ে কবিতা পড়ে কমেন্ট করে আমাকে উত্সাহিত করার জন্য আপনাকে মুবারকবাদ জানাচ্ছি।
আমি মোবাইল থেকে ব্লগিং করছি। আমার মোবাইল থেকে আমার পোস্ট এ করা কমেন্ট এর জবাব দেয়া যায়না। তাই আপনার বাড়িতে এলাম। এসে দেখি আপনিও আপনার পোস্ট এ করা কমেন্ট এর জবাব দিচ্ছেন কমেন্ট এরই ঘরে। পোস্ট এর কোন কমেন্ট এর ডান দিকে সবুজ ও বাঁকানো তীর চিনহের উপর ক্লিক করন। জবাবের জন্য বক্স আসবে। জবাব লিখুন, বক্স এর নিচে "জবাব প্রকাশ করুন " লেখাতে ক্লিক করুন। ব্যস।
২২ আগস্ট ২০১৪ রাত ১০:৪৬
200902
মাহফুজ আহমেদ লিখেছেন : ধন্যবাদ।ব্লগে নতুন এসেছিতো তাই।আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File