" বর্তমান মুসলিম উম্মাহর দূরাবস্থা " কিন্তু কেন?-১
লিখেছেন লিখেছেন মাহফুজ আহমেদ ১৩ আগস্ট, ২০১৪, ১০:১৭:৩৭ সকাল
আজ মুসলিম উম্মাহ বিশ্ব জুড়ে কি কঠিন ও ভীষণ দূরাবস্থার মধ্য দিয়ে বর্তমান সময় পার করছে তা সবাই ভাল করে ই জানেন,বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তে প্রতিদিন মুসলিমরা জুলুম আর নির্যাতনের স্বীকার হচ্ছে।বসনিয়া।চেচনিয়া,ইরাক,আফগানিস্থান,ফিলিস্তিন,মায়ানমার,কাশ্মীর সহ মুসলিম ভূখন্ড গুলোতে আজ মুসলিমদের নিষ্ঠুর নির্যাতনের স্টিমরোলারে পিষ্ট হচ্ছে।আগ্রাসন শুরুর সময় মুসলিমদের সারি সারি লাশ,ছিন্ন-ভিন্ন দেহ আর রক্ত স্রোত দেখে তাৎক্ষনিকভাবে আমরা কিছু মৌন প্রতিবাদ জানাই,কিন্তু দু,দিন পর মিডিয়ায় তাদের খবর আসা বন্ধ হয়ে গেলে আমরা ও নীরব হয়ে যাই।ইস্যু শেষ মনে করে আমরা আবার ঘুমিয়ে পড়ি গাফলতীর গভীর ঘুমে।তখন ও মিডিয়ার আড়ালে চলতে থাকে সাম্রাজ্যবাদী কুফরী শক্তির আগ্রাসন।একের পর এক তা বিস্তৃত হয় আরেক ভূখন্ডে।আবার প্রথম কয়েকদিন মুসলিম বিশ্বে খানিকটা বিক্ষোব এরপর আবার নীরব। মুসলিম উম্মাহ আজ বিশ্বজুড়ে নির্যাতিত,নিপীড়িত এবং নিষ্পেষিত কিন্তু কেন?তাদের কি সম্পদের অভাব?না,বরং গ্যাস সম্পদের ক্ষেত্রে বর্তমান বিশ্বের ৫৭% এককভাবে তাদের হাতে,তেলের ক্ষেত্রে পৃথিবীর ৭৫% তেল মুসলিম ভূমি থেকে উত্তোলন হয়,দেশ হিসাবে মুসলমানদের ৫৭টি ভূখন্ড আছে,জনসংখ্যার দিক থেকে দেড়শত কোটির ও বেশী।মুসলিম ভূখন্ডগুলো খনিজ সম্পদের উপর ভাসমান।মুসলিমদের রয়েছে ৬৭ লক্ষের ও অধিক প্রশিক্ষিত সেনাবাহিনী…চলবে
বিষয়: বিবিধ
১৩১১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুসলিমরা ভুলে গেছে তাদের প্রকৃত পরিচয়।।
সহায়ক এই লেখাটি পড়তে পারেন- http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9499/play/49941
যে দ্বিজাতী তত্ত্বের উপর দাঁড়িয়ে উপমহাদেশ ভারত-পাকিস্তান এ ভাগ হয়েছিল , সেই পাকিস্তান ভাগ হয়ে গেছে ২৪ বছরেই ।
ভারত অনেক বড় রাষ্ট্র , বিভিন্ন ভাষা ও কালচারের হয়েও এবং মাঝখানে আরেকটা দেশ থাকা সত্ত্বেও দোর্দন্ড প্রতাপে টিকে আছে এবং প্রতিবেশীর উপরে ভালই ছড়ি ঘোরাচ্ছে ।
কেন মুসলমান হওয়া সত্ত্বেও পাকিস্তান (পূর্ব ও পশ্চিম) এক থাকতে পারলো না ? যেরকম অমিল ভারতের বিভিন্ন রাজ্যে আছে তার চেয়ে বেশী অমিল তো পাকিস্তানে ছিল না ।
এর কারণ হিসেবে আসবে, মুসলমান হয়েও এবং এক দেশ হয়েও পশ্চিম পাকিস্তানীরা তাদের স্বধর্মীয় ও স্বদেশী পূর্ব পাকিস্তানীদের সবসময়ই শোষন করেছে । বছরের পর বছর বন্চিত হতে হতে পূর্ব পাকিস্তানের মুসলমানদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল । তাদের সামনে আর কোন উপায়ই বাকি ছিল না ।
এখন মুসলমান দেশগুলোর সন্মিলিত সামরিক শক্তি নিয়ে যে সম্ভাব্য আকাঙ্খা করছে সবাই তারা কি এটা একটুও ভাবে না যে, যারা কাছাকাছি থেকেও প্রতিবেশী দেশের বিপদে এগিয়ে না এসে উল্টো তার ক্ষতি করে বিধর্মী শত্রুদের সাহায্য করে যেটা আল্লাহই না করেছেন , তারা কোন সুখে আসবে বাংলাদেশ / ইন্দোনেশিয়া / পশ্চিম আফ্রিকার দেশগুলোকে সামরিক সাহায্য করতে ?
মন্তব্য করতে লগইন করুন