প্রসঙ্গঃ সমাজ কল্যাণমন্ত্রী
লিখেছেন লিখেছেন মাহফুজ আহমেদ ১০ আগস্ট, ২০১৪, ১২:২৩:৩৮ দুপুর
মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী মুখে যা আসে তা ই বলে যাচ্ছ।তাইন একের পর এক ঘটনা ঘটিয়ে একদিকে মানুষকে ক্ষেপিয়ে তুলছে,অন্যদিকে হাসির খোরাক যোগাচ্ছে।আমাদের সিলেটের মান সম্মান ধূলায় মিশয়ে দিচ্ছে।তার কোন খবর মিডিয়াতে আসার পর ,পাঠকদের অশালীন মন্তব্যের ঝড় ওঠ।মানুষ যা ইচ্ছা তা ই গালাগালি করছে।তবু তার বোধোদয় হয়্না। এই ধরনের বেআক্কেল,বেশরমারা যে কিসের যোগ্যতায় মন্ত্রীত্ব পায়? নবীগঞ্জের তাহির পুরে এক সভায় মাদ্রাসা ও আলেম উলামা সম্পর্কে তিনি যা বলেছিলেন তার ব্যাখ্যা উনি দিয়েছেন।ব্যাখ্যায় তিনি বলেন যে,মাদ্রাসা বন্ধ করার কথা তিনি নাকি বলেন নি। তিনি বলতে চাইচইন মাদ্রাসা শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা দরকার।মাদ্রাসার ছাত্ররা ইংরেজী জানেনা বলে তারা উন্নতি করতে পারেনা।ব্যাখ্যায় তাইন আরো বলেন যে ,তিনি একজন ধার্মিক মানুষ এবং তিনি প্রায় ই বিভিন্ন মাজার যিয়ারত করেন!! তাইন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন আর কি!!উনার মতে আমরা সবাই আবাল!আমরা কিছুই বুঝিনা!উনি যা বলবেন আমরা তা ই গিলবো! হে আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো।ইসলামের দায়ী হিসাবে তাকে কবুল কর। তার মন মানসিকতাকে ইসলামের প্রতি আকৃষ্ট করে দাও।
বিষয়: বিবিধ
৮৯৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন