রহস্য উপন্যাস " ফাইল নম্বর টু" পর্ব- দশ (শেষ পর্ব)
লিখেছেন লিখেছেন কালো পাগড়ী ০৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:১৮:২৫ বিকাল
দশ।
আজ আব্দুর রাজ্জাক সাহেবের ছেলের বিয়ে। বরযাত্রী রওয়ানা হওয়ার জন্য তৈরি। গ্রামের মাথা বলে পরিচিত যারা, তারা একে একে সবাই চলে এসেছেন। মেয়েদেরও বিরাট গ্রুপ তৈরী হয়েছে। মেয়েদের সাথে মিস্ অরুণাও আছেন। বরকে বহন করার জন্য ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা হয়েছে। একটা বেজে গেছে প্রায়। ইতো মধ্যে ওসি সাহেবও এসে উপস্থিত। ওসি সাহেব এসেছেন প্রায় পনেরো মিনিট আগে। আড়াল থেকে শিপনরা মিস্ অরুণাসহ সংস্থার প্রায় সাত জন নেতাকে দেখিয়ে দিয়েছে। থানা থেকে সিভিল পোশাকে দশ জন পুলিশ এসেছে। ওসি সাহেব আগেই সবাইকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে রেখেছেন। ইশারা করার সাথে সাথে এক যোগে সবাইকে গ্রেফতার করতে হবে।
একটা বেজে পাঁচ। আব্দুর রাজ্জাক ওসি সাহেবর সামান্য দূরে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছেন। ওসি সাহেব অগ্রসর হয়ে তাকে এরেস্ট করলেন। আব্দুর রাজ্জাক পকেটে হাত ঢুকানোর চেষ্টা করছেন। ওসি সাহেব কঠোর ভাবে নির্দেশ দিলেন , হাত নাড়ানোর চেষ্টা করবেন না। বাকি ছয়জন কেও হাতকড়া পরানো হলো। বিয়ে বাড়িতে যেন আচমকা বজ্রপাত হয়েছে। সে এক হুলুস্তুর কাণ্ড। মুহূর্তের মধ্যে চারদিকে খবর ছড়িয়ে পরল। ইতো মধ্যে বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা থানায় উপস্থিত হয়েছে। তারা ছবি ও সংবাদ তৈরির জন্য এতো দিন যে অপেক্ষা করছিলেন। আজ তাদের সে আশা পূর্ণ হওয়ার পথে। ওসি সাহেব নিজে বাদি হয়ে আসামী ও তাদের সংস্থার বিরুদ্ধে মামলা করলেন।
পরের দিন দেশের প্রধান প্রধান পত্রিকায় ছাপা হলো এ নির্মমতার সংবাদ। ছবি ছাপা হলো অপরাধীদের। ওসি সাহেবকে একজন করিতকর্মা পুলিশ অফিসার হিসাবে তুলে ধরা হয়েছে পত্রিকায়। প্রধান মন্ত্রীসহ প্রশাসনের কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন। পত্রিকায় আরো ছাপা হলো একদল ক্ষুদে গোয়েন্দাদের কাহিনী। তাদের অভিযানের শ্বাস রুদ্ধকর গল্প। তারা কীভাবে এই ষড়যন্ত্র উদঘাটন করলো।
প্রায় তিন মাস মামলা চলার পর বিজ্ঞ আদালত তার রায় ঘোষণা করলেন। ক্ষতি পুরন হিসেবে আব্দুল গফুর সাহেব কে ষাট লাখ টাকা প্রদানের জন্য সংস্থাকে নির্দেশ দেওয়া হয় । এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের কারনে বাংলাদেশ থেকে এ সংস্থার সকল নিষিদ্ধ করে এদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ প্রদান করা হয়। অপরাধিদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারা ডণ্ড প্রদান করা হয়। শিপনদের তো খুশি ধরে না। তারা ছোট হলেও দেশের জন্য বিরাট একটা কাজ করেছে। বিভিন্ন পত্রিকার সাংবাদিক এসে তাদের সাক্ষাৎকার নিচ্ছে। শিপনের মামা বললেন ভাগ্নে সবে তো একটি দেখলে। এরকম শতে শতে এন জি ও আছে যারা জনকল্যাণ, নারী আন্দোলন আর দেশ সেবার ছদ্মবেশে দেশ ও জাতির বারোটা বাজাচ্ছে। সমাপ্ত ।
পর্ব- এক http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9722/alam14/51164#.U_I7cZR_seg
পর্ব- দুই
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9722/alam14/51284#.U_I8x5R_seg
পর্ব- তিন
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9722/alam14/51334#.U_I9H5R_seg
পর্ব- চার
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9722/alam14/51601#.U_XD6JR_seg
পর্ব- পাঁচ
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9722/alam14/51783#.U_XcoJR_seg
পর্ব- ছয়
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9722/alam14/51789#.U_8rbJR_seg
পর্ব - সাত
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9722/alam14/52260#.VAN-Utd_uuk
পর্ব- আট
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9722/alam14/52458#.VAW5X5R_seg
পর্ব- নয়
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9722/alam14/52562#.VAmMupR_seg
বিষয়: সাহিত্য
১৪৬২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পুরা গল্পটি আবার পড়তে হবে।
অন্য পোষ্টে লিখেছেন ফাইল থ্রি লিখতে চান। লিখে ফেলুন। আমি পড়ব।
অন্য পোষ্টে লিখেছেন আরও লিখতে চান। লিখে ফেলুন। আমরা সবাই পড়ব।
মন্তব্য করতে লগইন করুন