ফেসবুকের সুনাম?

লিখেছেন লিখেছেন আজিম বিন মামুন ২৬ আগস্ট, ২০১৪, ০৫:৩৫:৪৪ বিকাল



ফেসবুকের নাম শুনেছি বহু আগে,কোনদিন আগ্রহ হয়নি।বছর খানেক আগে অরজিনাল একটি আইডি খুলে শুরু করি।রিকুয়েস্টের আদান প্রদানে কথিত ফ্রেন্ড দেড়শ ছাড়ায় কয়েকদিনে-

আমি নতুন অন্য সবাই পুরনো।আমি নতুনভাবেই স্বভাবসুলভ ধর্মীয় পোষ্ট করতাম।কেউ সেগুলো পড়ছে/দেখছে সেরকম মনে হয়নি কখনো।খুব রাগ হল।এদের মাঝে ধর্মীয় পোষ্ট যে কেউ দিত না তা নয় তবে তাতে দাতার নাম দেয়া থাকত এমন জায়গায় যেন শেয়ার করলে নাম সহই করতে হয়।

নিচে লেখা “অবশ্যই শেয়ার করবেন”।আরও রাগ বাড়ল এরা সব নামের পাগল।তখন ধীরে-ধীরে ইবলিস বাসা বাধতে লাগল ভেতরে।বিভিন্ন সংবাদ পেজে,কৌতুকের পেজে দিনরাত পরে থাকতাম।

(এর মাঝে হাজার উর্বরাঙ্গী ললনাদের বাধ্যভাবে দেখে যেতে হত।ইবলিস কি বলত শুনবেন?এটা তো ইচ্ছায় হচ্ছেনা আর বড়কথা হচ্ছে তোমার নিয়ত)বন্ধু দিয়ে কি হবে?এরা আসলে ফেলিস্ট বাড়াতে আমাকে এড করেছে।হম দাড়াও দেখাচ্ছি,নির্দয়ভাবে ফেলিস্ট খালি করে ফেললাম প্রায়।

হঠাৎ একদিন ভাবলাম আমার উদ্দেশ্য তো সৎ তবে প্রথম একটু অসৎভাবে শুরু করলে ক্ষতি নেই।(ইবলিসের বুদ্ধি ছিল নিশ্চিত)একটা ফেক আইডি তৈরী করে এক মায়াবিনী ছবি এটে দিলাম প্রোফাইলে। ভাবলাম ৫০০০ ফে করে চুপচাপ পোষ্ট করে যাব অন্তত একজনের তো উপকার হবে?

প্রথম দিনেই দেড়শ,তার পরের দিন না ফুরোতেই সাড়ে তিনশ পেরিয়ে।এদিকে ইনবক্স জ্যাম।লগইন করতে না করতে, এরা পারে তো….বুঝতেই পাচ্ছেন কি অবস্হা!এদিকে ইবলিস আমাকে আমার আসল উদ্দেশ্যও ভুলিয়ে দিয়ে চোখে চশমা গুজে দিল আমার।উল্টো দেখলাম সব।ভীষন কৌতুকে মজা শুরু করলাম।পরদিন সকালে লগইন করতেই একাউন্ট ভেরিফাই করতে বলা হল।এত রিকুয়েস্টের চাপ সহ্য করতে পারেনি সেই কল্পনার মোহিনী।ধাক্কা খেলাম,আল্লাহ পাক আমাকে বাচিয়ে দিলেন।আইডি ব্লক,আমিও আপনাদের সাথে এসে জুটে গেলাম।

একটু ভাবুন যে মেয়েরা সত্যি ফেবুতে থাকে তাদের কী হাল করে এই মাংসলোভী মূর্খের দল।

ইচ্ছা-অনিচ্ছায় গোনাহ কামানোর খোলা প্লাটফর্ম ফেবু।

আর নারীলোভীদের নির্ঘুম আড্ডাখানা।

মতামত লিখবেন।অনেকের ছোট্ট মন্তব্য এত বেশী জ্ঞানগর্ভ হয় যা লেখকের পুরো লেখাটার চাইতেও মূল্যবান।

বিষয়: বিবিধ

১৩২১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258452
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪০
তায়িফ লিখেছেন : যে পতারণা করে সে আমাদের দলভুক্ত নয় - আল হাদিস
২৭ আগস্ট ২০১৪ রাত ০১:৪৬
202287
আজিম বিন মামুন লিখেছেন : অাসসালামুআলাইকুম।মূল্যবান হাদীসটি।
তবে প্রত্যক্ষ ভাবে প্রতারনার উদ্দেশ্য ছিলনা।
258483
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
মামুন লিখেছেন : লেখাটা পড়লাম। তবে সম্পুর্ণ একমত হতে পয়ারলাম না। আমি ফেসবুকে আছি সেই ২০১০ এর শেষের দিক থেকে। প্রথম দিকে আমারও আপনার মতো অবস্থা কিছুটা হয়েছিল। কিন্তু যখন নিজে এই 'ফেসবুকের' খুটিনাটি সব বুঝতে শিখলাম, তখন থেকেই নিজের বিচরণ ক্ষেত্রটি সীমিত করে ফেললাম। আমাদের চট্টগ্রাম ভার্সিটির কিছু মুক্তমনা বন্ধুদের পেয়েছিলাম, এদের সাহায্যে কয়েকটি গ্রুপের সদস্য হলাম। এরপর ধীরে ধীরে বন্ধুদের ভিতরকার মৃদু খুনসুটি, আড্ডা চলতে থাকে। কিন্তু আমরা কখনো সীমালঙ্ঘন করনি নাই। আর এরপর কয়েকজন বন্ধু কয়েকটি ইসলামিক পেজে অ্যাড করলো। সেখানে নিয়মিত চলছে যাতায়াত। কোরআন এবং হাদীসের বাণি পোষ্ট হতে থাকে। আমরা সেগুলো পড়ি, বোঝার চেষ্টা করি। আসলে ফেসবুককে আপনি যেভাবে ব্যবহার করতে চাইবেন, সেভাবেই পারবেন। আপনি যদি সেক্স এর অতক গহ্বরে চলে যেতে চান, সেটি আপনার নিজের দোষ। আমি আসলে ওভারঅল একটি জিনিস বোঝাতে চাইছি। আর পরিচিত ছাড়া কাউকে আমরা এখন পর্যন্ত বন্ধু বানাইনি। প্রয়োজনে একজন অন্যজনকে কোয়েরী করি। তাই এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়ি নাই। বরং পনের বছর আগের অনেক বন্ধু যাদেরকে হারিয়ে ফেলেছিলাম, তাদেরকে আবার নতুন ভাবে এখানে পেয়েছি। আপনার লেখাটি ভালো লাগলো। শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন। Rose Rose Rose
২৭ আগস্ট ২০১৪ রাত ০১:৪৩
202286
আজিম বিন মামুন লিখেছেন : এখন আপনার মন্তব্যটা লেখা আর লেখাটা মন্তব্যে পরিণত হল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে পড়ার জন্য শুকরিয়া।
258500
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
আতিক খান লিখেছেন : সকল মাধ্যমে পজিটিভ নেগেটিভ থাকবেই। মোবাইল, টিভি, ইন্টারনেট ইত্যাদি। কিভাবে নেবেন, ব্যবহার করবেন আপনার উপর। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সাথে তাল মিলাতেও এগুলো জানতে হবে। নিয়ত ভালো হলে ইনশাল্লাহ শয়তান বিভ্রান্ত করতে পারবে না। সব মাধ্যমকে ভালো কাজে লাগান এবং অন্যদের ভালো কাজে প্রভাবিত করুন। ধন্যবাদ।
২৭ আগস্ট ২০১৪ রাত ০১:৪০
202285
আজিম বিন মামুন লিখেছেন : আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য আন্তরিক শুকরিয়া।
258645
২৭ আগস্ট ২০১৪ সকাল ০৮:০৪
মামুন লিখেছেন : ধন্যবাদ। তবে মন্তব্য কি মূল লেখায় পরিণত হতে পারে ভাই? আপনার দক্ষ হাতেরHappy দ্বারা সময়োপযোগী বিষয়টি সুন্দর ভাবে ফুটে উঠেছে। অনেক শুভেচ্ছা আপনার জন্য। Happy Rose Rose Good Luck
২৭ আগস্ট ২০১৪ সকাল ১১:৩২
202360
আজিম বিন মামুন লিখেছেন : কেন পারবেনা?বিশেষ কিছু ব্যাক্তির জন্য অতি সহজ।হয়তো খেয়ালই করেন নি কিন্তু হয়ে গেছে।খেয়াল না করাটাও আবার একটা সুপার এডজেকটিভ।জ্ঞানীদের গুনের উর্ধগামী গতি দেখি ঘাসে শুয়ে,আমার গুনের অভিকর্ষ প্রেমের দুর্বলতায় ভূমি থেকেই দেখি আপনাদের তারকাসম গুন-
ব্যাস,শিখে নেই দেখে।

*আপনার কয়েকটি পোষ্ট মিস করায়
দুঃখ পাইনি।আপনার পোষ্ট কাজের ফাকে ফাকে মানাবে না তাই।অক্ষরগুলোও লাগামহীন ঘোড়া,কোথায় নিয়ে যাবে কে জানে?

সময়কে বলেছি,বিকেলে সঙ্গে আসছে-
আপনার বিকেলমাখা ভাবনায় ডুবতে।
ধন্যবাদ।
258714
২৭ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩১
মামুন লিখেছেন : অনেক উপরে তুলে দিলেন ভাই Happy
কিন্তু এর যোগ্যতা কি আছে আমার? আপনিও একজন তারকা, আপনার ভাষায় বলতে গেলে "হয়তো খেয়ালই করেন নি কিন্তু হয়ে গেছে।খেয়াল না করাটাও আবার একটা সুপার এডজেকটিভ।"... আসলে এখানে যত ব্লগার রয়েছেন, শুধুমাত্র নেতিবাচক (যারা অন্যের ধর্মে ইচ্ছাকৃত আঘাত দিয়ে বিকৃত আনন্দ লাভ করে তাঁরা ছাড়া) লেখা যারা লিখেন তাদেরকে বাদ দিয়ে আর সবাইই লেখার ভুবনে এক একজন মহা তারকা। আমি ব্লজে নতুন। ওনাদের সবার লেখা কাজের অবসরে পড়ার চেষ্টা করছি। যতই পড়ছি, অবাক হচ্ছি, নিজের ভিতরে কিছু গুণ অর্জন করছি, শিখছি। আপনার নান্দনিক প্রতি মন্তব্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা @ আজিম বিন মামুন Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File