ফেসবুকের সুনাম?
লিখেছেন লিখেছেন আজিম বিন মামুন ২৬ আগস্ট, ২০১৪, ০৫:৩৫:৪৪ বিকাল
ফেসবুকের নাম শুনেছি বহু আগে,কোনদিন আগ্রহ হয়নি।বছর খানেক আগে অরজিনাল একটি আইডি খুলে শুরু করি।রিকুয়েস্টের আদান প্রদানে কথিত ফ্রেন্ড দেড়শ ছাড়ায় কয়েকদিনে-
আমি নতুন অন্য সবাই পুরনো।আমি নতুনভাবেই স্বভাবসুলভ ধর্মীয় পোষ্ট করতাম।কেউ সেগুলো পড়ছে/দেখছে সেরকম মনে হয়নি কখনো।খুব রাগ হল।এদের মাঝে ধর্মীয় পোষ্ট যে কেউ দিত না তা নয় তবে তাতে দাতার নাম দেয়া থাকত এমন জায়গায় যেন শেয়ার করলে নাম সহই করতে হয়।
নিচে লেখা “অবশ্যই শেয়ার করবেন”।আরও রাগ বাড়ল এরা সব নামের পাগল।তখন ধীরে-ধীরে ইবলিস বাসা বাধতে লাগল ভেতরে।বিভিন্ন সংবাদ পেজে,কৌতুকের পেজে দিনরাত পরে থাকতাম।
(এর মাঝে হাজার উর্বরাঙ্গী ললনাদের বাধ্যভাবে দেখে যেতে হত।ইবলিস কি বলত শুনবেন?এটা তো ইচ্ছায় হচ্ছেনা আর বড়কথা হচ্ছে তোমার নিয়ত)বন্ধু দিয়ে কি হবে?এরা আসলে ফেলিস্ট বাড়াতে আমাকে এড করেছে।হম দাড়াও দেখাচ্ছি,নির্দয়ভাবে ফেলিস্ট খালি করে ফেললাম প্রায়।
হঠাৎ একদিন ভাবলাম আমার উদ্দেশ্য তো সৎ তবে প্রথম একটু অসৎভাবে শুরু করলে ক্ষতি নেই।(ইবলিসের বুদ্ধি ছিল নিশ্চিত)একটা ফেক আইডি তৈরী করে এক মায়াবিনী ছবি এটে দিলাম প্রোফাইলে। ভাবলাম ৫০০০ ফে করে চুপচাপ পোষ্ট করে যাব অন্তত একজনের তো উপকার হবে?
প্রথম দিনেই দেড়শ,তার পরের দিন না ফুরোতেই সাড়ে তিনশ পেরিয়ে।এদিকে ইনবক্স জ্যাম।লগইন করতে না করতে, এরা পারে তো….বুঝতেই পাচ্ছেন কি অবস্হা!এদিকে ইবলিস আমাকে আমার আসল উদ্দেশ্যও ভুলিয়ে দিয়ে চোখে চশমা গুজে দিল আমার।উল্টো দেখলাম সব।ভীষন কৌতুকে মজা শুরু করলাম।পরদিন সকালে লগইন করতেই একাউন্ট ভেরিফাই করতে বলা হল।এত রিকুয়েস্টের চাপ সহ্য করতে পারেনি সেই কল্পনার মোহিনী।ধাক্কা খেলাম,আল্লাহ পাক আমাকে বাচিয়ে দিলেন।আইডি ব্লক,আমিও আপনাদের সাথে এসে জুটে গেলাম।
একটু ভাবুন যে মেয়েরা সত্যি ফেবুতে থাকে তাদের কী হাল করে এই মাংসলোভী মূর্খের দল।
ইচ্ছা-অনিচ্ছায় গোনাহ কামানোর খোলা প্লাটফর্ম ফেবু।
আর নারীলোভীদের নির্ঘুম আড্ডাখানা।
মতামত লিখবেন।অনেকের ছোট্ট মন্তব্য এত বেশী জ্ঞানগর্ভ হয় যা লেখকের পুরো লেখাটার চাইতেও মূল্যবান।
বিষয়: বিবিধ
১৩২১ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে প্রত্যক্ষ ভাবে প্রতারনার উদ্দেশ্য ছিলনা।
ব্যাস,শিখে নেই দেখে।
*আপনার কয়েকটি পোষ্ট মিস করায়
দুঃখ পাইনি।আপনার পোষ্ট কাজের ফাকে ফাকে মানাবে না তাই।অক্ষরগুলোও লাগামহীন ঘোড়া,কোথায় নিয়ে যাবে কে জানে?
সময়কে বলেছি,বিকেলে সঙ্গে আসছে-
আপনার বিকেলমাখা ভাবনায় ডুবতে।
ধন্যবাদ।
কিন্তু এর যোগ্যতা কি আছে আমার? আপনিও একজন তারকা, আপনার ভাষায় বলতে গেলে "হয়তো খেয়ালই করেন নি কিন্তু হয়ে গেছে।খেয়াল না করাটাও আবার একটা সুপার এডজেকটিভ।"... আসলে এখানে যত ব্লগার রয়েছেন, শুধুমাত্র নেতিবাচক (যারা অন্যের ধর্মে ইচ্ছাকৃত আঘাত দিয়ে বিকৃত আনন্দ লাভ করে তাঁরা ছাড়া) লেখা যারা লিখেন তাদেরকে বাদ দিয়ে আর সবাইই লেখার ভুবনে এক একজন মহা তারকা। আমি ব্লজে নতুন। ওনাদের সবার লেখা কাজের অবসরে পড়ার চেষ্টা করছি। যতই পড়ছি, অবাক হচ্ছি, নিজের ভিতরে কিছু গুণ অর্জন করছি, শিখছি। আপনার নান্দনিক প্রতি মন্তব্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা @ আজিম বিন মামুন
মন্তব্য করতে লগইন করুন